কলকাতা, 9 অগস্ট : অফিসের পরিবেশটা মিস করছেন ? নিজের কিউবিকলটা মনে পড়ছে ? কাজের ফাঁকে কফি, স্ন্যাকস আর সহকর্মীদের সঙ্গে হালকা আড্ডাটা আজ আর নেই ৷ অফিসের কাজ করতে করতেই বাড়ির হ্যাপাও সামলাতে হচ্ছে ৷ শান্তিতে বসে কাজ করার পরিবেশ নেই অনেকের বাড়িতেই ৷ এহেন 'ওয়ার্ক ফ্রম হোম-এর জীবনে ক্লান্ত হয়ে পড়লে আপনার জন্য সুখবর ৷ খুব শীঘ্রই নিউটাউনে চালু হচ্ছে ওয়ার্ক পড (Work Pods) ৷ যেখানে স্বল্প কিছু টাকার বিনিময়ে নিশ্চিন্তে অফিসের কাজ করার সুযোগ পাবেন ৷
গত দেড়টা বছর ধরে ওয়ার্ক ফ্রম হোম আমাদের জীবনের অঙ্গ হয়ে উঠেছে ৷ বাড়ির এক কোণায় ল্যাপটপ আর টেবিল-চেয়ারই এখন অফিস ৷ তবে এর কিছু অসুবিধেও রয়েছে ৷ কারও বাড়িতে বাচ্চা রয়েছে ৷ কারও পরিবারের সদস্য বেশি, জায়গা কম ৷ জায়গার অভাব থাকায় যে কারণে জুম কল নিতে পারেন না ৷ শুধু চাকুরিজীবীরাই নন, পড়ুয়াদেরও অনলাইন ক্লাস, ইন্টারভিউ ইত্যাদি বাড়ি থেকে বসে সারতে হচ্ছে ৷ সেইসব সমস্যার সমাধানে নিউটাউনে ওয়ার্ক পড চালু করতে চলেছে হিডকো (HIDCO) ৷ যেখানে 13 অগস্ট থেকে শুরু হতে চলেছে এই সার্ভিস ৷
কী কী সুবিধা থাকছে এই ওয়ার্ক পডে ? হিডকোর ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস সেন জানিয়েছেন, এসি, ওয়াইফাই, ফটোকপি মেশিনের ব্যবস্থা থাকছে ৷ এছাড়া কফি, স্ন্যাকসও পাওয়া যাবে ৷ আলাদা আলাদা কিউবিকল করা হয়েছে ৷ যেখানে নিশ্চিন্তে বসে ল্যাপটপ নিয়ে কাজ করা যাবে ৷ প্রতি 90 মিনিটের জন্য লাগবে 30 টাকা ৷ এক ঘন্টা এই ওয়ার্ক পডে বসে কাজ করলে দিতে হবে 20 টাকা ৷ কফি, স্ন্যাকসের জন্য টাকা দিতে হবে ৷
আরও পড়ুন : chop shilpa : দিদির অনুপ্রেরণায় তেলেভাজার দোকানের নাম 'চপ শিল্প', ভাইরাল হল ছবি
আপাতত 20টি আসনের ব্যবস্থা করা রয়েছে ৷ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসের ভিত্তিতে জায়গা পাওয়া যাবে ৷ করা যাবে অনলাইন বুকিংও ৷ ঘণ্টা বা দিন প্রতি ভিত্তিতে সিট বুকিং করা যাবে ৷ বিদেশে এমন ওয়ার্ক স্টেশনের রীতি পুরানো ৷ এবার তিলোত্তমার বুকেও গড়ে উঠছে ওয়ার্ক পড ৷