ETV Bharat / city

মেট্রোয় স্বামীর সামনে যুবতির শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার ১ - woman's molestrated in front of her husband

এবার কলকাতা মেট্রোয় শ্লীলতাহানির অভিযোগ । দমদম এলাকার বাসিন্দা ওই যুবতি (32)। গতকাল সন্ধ্যায় দমদম স্টেশন থেকে স্বামীর সঙ্গে 05:28 এর কবি সুভাষগামী মেট্রোয় ওঠেন তিনি । 05:35 নাগাদ বেলগাছিয়া স্টেশন থেকে ওই মেট্রোতে ওঠে অভিযুক্ত ব্যক্তি । নাম মনোজ দত্ত । মেট্রোতে উঠে লেডিজ় সিটে বসে ওই ব্যক্তি । তারপর থেকেই ওই যুবতিকে উত্ত্যক্ত করতে শুরু করে বলে অভিযোগ। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

woman's molestrated in the metro
প্রতীকী ছবি
author img

By

Published : Dec 3, 2019, 11:16 PM IST

কলকাতা, 3 ডিসেম্বর : এবার কলকাতা মেট্রোয় শ্লীলতাহানি । অভিযোগ, স্বামীর সামনেই শ্লীলতাহানি করা হয় যুবতিকে । লুকিয়ে তোলা হয় ছবিও । ঘটনায় মেট্রোর যাত্রীরাই এগিয়ে আসেন। অভিযুক্ত ব্যক্তিকে তুলে দেওয়া হয় মেট্রো কর্তৃপক্ষের হাতে । তাকে গ্রেপ্তার করেছে বউবাজার থানার পুলিশ ।

দমদম এলাকার বাসিন্দা ওই যুবতি (32)। গতকাল সন্ধ্যায়, দমদম স্টেশন থেকে স্বামীর সঙ্গে 05:28 এর কবি সুভাষগামী মেট্রোয় ওঠেন তিনি । 05:35 নাগাদ বেলগাছিয়া স্টেশন থেকে ওই মেট্রোতে ওঠে অভিযুক্ত ব্যক্তি । নাম মনোজ দত্ত । মেট্রোতে উঠে লেডিজ় সিটে বসে ওই ব্যক্তি । তারপর থেকেই উত্ত্যক্ত করতে শুরু করে ওই যুবতিকে । নানা ধরনের অশালীন আকার-ইঙ্গিত করতে থাকে বলে অভিযোগ। সঙ্গে নানা কুমন্তব্য। তারপর মোবাইল বের করে তুলতে শুরু করে ছবি।

ঘটনাটি চোখে পড়তেই এগিয়ে আসেন ওই যুবতির স্বামী । ওই দম্পতি প্রতিবাদ করতে থাকেন । তখন মনোজ ওই যুবতির গায়ে হাত দেয় বলে অভিযোগ । এই ঘটনায় মেট্রোর যাত্রীরা হস্তক্ষেপ করেন । ওই যুবতিসহ যাত্রীরা মনোজ দত্ত নামে অভিযুক্ত ব্যক্তিকে নামান সেন্ট্রাল স্টেশনে । তাকে নিয়ে যাওয়া হয় স্টেশন মাস্টারের ঘরে । মেট্রো কর্তৃপক্ষ খবর দেয় বউবাজার থানায়। ওই যুবতির অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করেছে ওই ব্যক্তিকে । ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 354/354D/509/323/341 ধারায় মামলা রুজু করেছে পুলিশ ।

কলকাতা, 3 ডিসেম্বর : এবার কলকাতা মেট্রোয় শ্লীলতাহানি । অভিযোগ, স্বামীর সামনেই শ্লীলতাহানি করা হয় যুবতিকে । লুকিয়ে তোলা হয় ছবিও । ঘটনায় মেট্রোর যাত্রীরাই এগিয়ে আসেন। অভিযুক্ত ব্যক্তিকে তুলে দেওয়া হয় মেট্রো কর্তৃপক্ষের হাতে । তাকে গ্রেপ্তার করেছে বউবাজার থানার পুলিশ ।

দমদম এলাকার বাসিন্দা ওই যুবতি (32)। গতকাল সন্ধ্যায়, দমদম স্টেশন থেকে স্বামীর সঙ্গে 05:28 এর কবি সুভাষগামী মেট্রোয় ওঠেন তিনি । 05:35 নাগাদ বেলগাছিয়া স্টেশন থেকে ওই মেট্রোতে ওঠে অভিযুক্ত ব্যক্তি । নাম মনোজ দত্ত । মেট্রোতে উঠে লেডিজ় সিটে বসে ওই ব্যক্তি । তারপর থেকেই উত্ত্যক্ত করতে শুরু করে ওই যুবতিকে । নানা ধরনের অশালীন আকার-ইঙ্গিত করতে থাকে বলে অভিযোগ। সঙ্গে নানা কুমন্তব্য। তারপর মোবাইল বের করে তুলতে শুরু করে ছবি।

ঘটনাটি চোখে পড়তেই এগিয়ে আসেন ওই যুবতির স্বামী । ওই দম্পতি প্রতিবাদ করতে থাকেন । তখন মনোজ ওই যুবতির গায়ে হাত দেয় বলে অভিযোগ । এই ঘটনায় মেট্রোর যাত্রীরা হস্তক্ষেপ করেন । ওই যুবতিসহ যাত্রীরা মনোজ দত্ত নামে অভিযুক্ত ব্যক্তিকে নামান সেন্ট্রাল স্টেশনে । তাকে নিয়ে যাওয়া হয় স্টেশন মাস্টারের ঘরে । মেট্রো কর্তৃপক্ষ খবর দেয় বউবাজার থানায়। ওই যুবতির অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করেছে ওই ব্যক্তিকে । ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 354/354D/509/323/341 ধারায় মামলা রুজু করেছে পুলিশ ।

Intro:কলকাতা, 3 ডিসেম্বর: এবার কলকাতা মেট্রোয় শ্লীলতাহানির ঘটনা। অভিযোগ স্বামীর সামনেই যুবতীকে শ্লীলতাহানি করা হয়। লুকিয়ে তোলা হয় ছবি। ঘটনায় মেট্রোর যাত্রীরাই এগিয়ে আসেন। অভিযুক্ত যুবককে তুলে দেওয়া হয় মেট্রো কর্তৃপক্ষের হাতে। তাকে গ্রেপ্তার করেছে বউবাজার থানার পুলিশ।Body:দমদম এলাকার 32 বছরের ওই যুবতী গত সন্ধ্যায় স্বামীর সঙ্গে কবি সুভাষগামী মেট্রোয় ওঠেন। 05:28 এর মেট্রোয় ওঠেন তারা। 05:35 নাগাদ বেলগাছিয়া স্টেশন থেকে ওই মেট্রোতে ওঠে 47 বছরের মনোজ দত্ত। ওই ব্যক্তি গিয়ে বসেন লেডিস সিটে। তারপর থেকেই উত্যক্ত করতে শুরু করেন যুবতীকে। নানা ধরনের অশালীন আকার-ইঙ্গিত করতে থাকেন বলে অভিযোগ। সঙ্গে নানা কূমন্তব্য। তারপর মোবাইল বের করে তুলতে শুরু করেন ছবি। এবার এগিয়ে আসেন ওই যুবতীর স্বামী। ওই দম্পতি প্রতিবাদ করতে থাকেন। তখন মনোজ ওই যুবতীর গায়ে হাত দেন বলে অভিযোগ। Conclusion:এই ঘটনায় মেট্রোর যাত্রীরা হস্তক্ষেপ করেন। ওই যুবতীসহ যাত্রীরা মনোজকে নামান সেন্ট্রাল স্টেশনে। তাকে নিয়ে যাওয়া হয় স্টেশন মাস্টারের ঘরে। মেট্রো কর্তৃপক্ষ খবর দেয় বউবাজার থানায়। ওই যুবতীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 354/354D/509/323/341 ধারায় মামলা রুজু করেছে পুলিশ।


ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.