কলকাতা, 3 ডিসেম্বর : এবার কলকাতা মেট্রোয় শ্লীলতাহানি । অভিযোগ, স্বামীর সামনেই শ্লীলতাহানি করা হয় যুবতিকে । লুকিয়ে তোলা হয় ছবিও । ঘটনায় মেট্রোর যাত্রীরাই এগিয়ে আসেন। অভিযুক্ত ব্যক্তিকে তুলে দেওয়া হয় মেট্রো কর্তৃপক্ষের হাতে । তাকে গ্রেপ্তার করেছে বউবাজার থানার পুলিশ ।
দমদম এলাকার বাসিন্দা ওই যুবতি (32)। গতকাল সন্ধ্যায়, দমদম স্টেশন থেকে স্বামীর সঙ্গে 05:28 এর কবি সুভাষগামী মেট্রোয় ওঠেন তিনি । 05:35 নাগাদ বেলগাছিয়া স্টেশন থেকে ওই মেট্রোতে ওঠে অভিযুক্ত ব্যক্তি । নাম মনোজ দত্ত । মেট্রোতে উঠে লেডিজ় সিটে বসে ওই ব্যক্তি । তারপর থেকেই উত্ত্যক্ত করতে শুরু করে ওই যুবতিকে । নানা ধরনের অশালীন আকার-ইঙ্গিত করতে থাকে বলে অভিযোগ। সঙ্গে নানা কুমন্তব্য। তারপর মোবাইল বের করে তুলতে শুরু করে ছবি।
ঘটনাটি চোখে পড়তেই এগিয়ে আসেন ওই যুবতির স্বামী । ওই দম্পতি প্রতিবাদ করতে থাকেন । তখন মনোজ ওই যুবতির গায়ে হাত দেয় বলে অভিযোগ । এই ঘটনায় মেট্রোর যাত্রীরা হস্তক্ষেপ করেন । ওই যুবতিসহ যাত্রীরা মনোজ দত্ত নামে অভিযুক্ত ব্যক্তিকে নামান সেন্ট্রাল স্টেশনে । তাকে নিয়ে যাওয়া হয় স্টেশন মাস্টারের ঘরে । মেট্রো কর্তৃপক্ষ খবর দেয় বউবাজার থানায়। ওই যুবতির অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করেছে ওই ব্যক্তিকে । ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 354/354D/509/323/341 ধারায় মামলা রুজু করেছে পুলিশ ।