কলকাতা, 4 জুন : ফ্ল্যাট থেকে উদ্ধার হল এক মহিলার ঝুলন্ত দেহ ৷ দেহটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ওই মহিলাকে মৃত ঘোষণা করেন ৷ মৃতার নাম ঐন্দ্রিলা ঘোষ ৷ বয়স 37 বছর ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণী থানা এলাকার গোষ্ঠতলায় ৷ পুলিশের প্রাথমিক অনুমান, ওই মহিলা আত্মঘাতী হয়েছেন ৷ কারণ, মহিলার ভাই পুলিশকে জানিয়েছেন, মৃত্য়ুর আগে দিদি তাঁকে একটি ভয়েস রেকর্ড পাঠিয়ে আত্মহত্যার পথ বেছে নেওয়ার কথা জানিয়েছিলেন ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঐন্দ্রিলা ঘোষ নামে ওই মহিলা সিদ্ধার্থ চট্টোপাধ্য়ায় নামে এক ব্যক্তির সঙ্গে বাঁশদ্রোণীর এক ফ্ল্যাটে থাকতেন ৷ সূত্রের খবর, বছর দু’য়েক আগে ঐন্দ্রিলা ঘোষের বিবাহ বিচ্ছেদ হয় ৷ তারপর থেকেই তিনি সিদ্ধার্থ চট্টোপাধ্য়ায় নামে ওই ব্যক্তির সঙ্গে থাকতেন ৷ ঐন্দ্রিলার দেহ উদ্ধারের পরই সিদ্ধার্থকে এক দফা জিজ্ঞাসাবাদ করে পুলিশ ৷
আরও পড়ুন : মদ্যপানের পর বন্ধুদের সঙ্গে বচসা, শহরে ঝুলন্ত দেহ উদ্ধার মহিলার
কলকাতা পুলিশের ডিসি (এসএসডি) রসিদমুনির খান এই প্রসঙ্গে জানান, ঐন্দ্রিলা ঘোষ নামে ওই মহিলাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় বিছানা থেকে উদ্ধার করা হয় ৷ ঘটনায় কোনও সুইসাইড নোট উদ্ধার না হলেও, ইতিমধ্যেই মৃতার ভাইয়ের সঙ্গে কথা বলেছে পুলিশ ৷ তাতেই সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য ৷ জানা গিয়েছে, মৃত্য়ুর আগে ঐন্দ্রিলা তাঁর ভাইকে একটি ভয়েস রেকর্ড পাঠিয়েছিলেন ৷ তাতেই তিনি ভাইকে জানান যে তিনি আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ৷ জীবনে হতাশা থেকেই তিনি এই পদক্ষেপ করছেন ৷ গোটা ঘটনার তদন্তে নেমেছে বাঁশদ্রোণী থানার পুলিশ ৷