ETV Bharat / city

নিউটাউনে বাসের রেষারেষিতে পিষ্ট মহিলা - নিউটাউনে পথ দুর্ঘটনা

পুলিশের দাবি, সিগন্যাল সবুজ হয়ে যাওয়ার পর ওই মহিলা মোবাইলে কথা বলতে বলতে আর এক হাত উঁচু করে বাসের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন ৷ সিগন্যাল যেহেতু সবুজ ছিল চালকও বাস চালিয়ে দেয় ৷ ফলে বাসের চাকায় পিষে যান তিনি ৷ অন্যদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, দু'টি বাস রেষারেষি করছিল । মহিলা যখন পার হচ্ছিলেন সে সময় সিগন্যাল লাল ছিল ৷

woman died in road accident at Newtown
বাসের রেষারেষিতে পিষ্ট মহিলা
author img

By

Published : Jan 23, 2020, 2:24 AM IST

কলকাতা, 23 জানুয়ারি : দু'টি বাসের রেষারেষিতে বাসের চাকায় পিষ্ট মহিলা ৷ নিউটাউন বাসস্ট্যান্ডের ঘটনা ৷ আন্দুল স্টেশন রোড থেকে নিউটাউন রুটের ঘাতক ওই বাস ও চালককে আটক করেছে নিউটাউন থানার পুলিশ ।

মৃতার নাম মীনাক্ষী ভৌমিক (৪০) । পুলিশের দাবি, সিগন্যাল সবুজ হয়ে যাওয়ার পর তিনি মোবাইলে কথা বলতে বলতে আর এক হাত উঁচু করে বাসের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন ৷ সিগন্যাল যেহেতু সবুজ ছিল চালকও বাস চালিয়ে দেয় ৷ ট্রাফিক পুলিশ চিৎকার করে থামতে বললেও কর্ণপাত করেননি ওই মহিলা ।

অন্যদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, দু'টি বাস রেষারেষি করছিল । ওই মহিলা এক হাত উঁচু করে রাস্তা পার হচ্ছিলেন ৷ মহিলা যখন পার হচ্ছিলেন সে সময় সিগন্যাল লাল ছিল ৷ কিন্তু বাস দু'টি রেষারেষির চোটে সিগন্যাল উপেক্ষা করে ৷ ফলে বাসের তলায় পরে যান ওই মহিলা । ঘটনাস্থানে পৌঁছায় নিউটাউন থানার পুলিশ ৷ হাসপাতালে নিয়ে গেলে মহিলাকে মৃত বলে ঘোষণা করা হয় ৷

কলকাতা, 23 জানুয়ারি : দু'টি বাসের রেষারেষিতে বাসের চাকায় পিষ্ট মহিলা ৷ নিউটাউন বাসস্ট্যান্ডের ঘটনা ৷ আন্দুল স্টেশন রোড থেকে নিউটাউন রুটের ঘাতক ওই বাস ও চালককে আটক করেছে নিউটাউন থানার পুলিশ ।

মৃতার নাম মীনাক্ষী ভৌমিক (৪০) । পুলিশের দাবি, সিগন্যাল সবুজ হয়ে যাওয়ার পর তিনি মোবাইলে কথা বলতে বলতে আর এক হাত উঁচু করে বাসের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন ৷ সিগন্যাল যেহেতু সবুজ ছিল চালকও বাস চালিয়ে দেয় ৷ ট্রাফিক পুলিশ চিৎকার করে থামতে বললেও কর্ণপাত করেননি ওই মহিলা ।

অন্যদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, দু'টি বাস রেষারেষি করছিল । ওই মহিলা এক হাত উঁচু করে রাস্তা পার হচ্ছিলেন ৷ মহিলা যখন পার হচ্ছিলেন সে সময় সিগন্যাল লাল ছিল ৷ কিন্তু বাস দু'টি রেষারেষির চোটে সিগন্যাল উপেক্ষা করে ৷ ফলে বাসের তলায় পরে যান ওই মহিলা । ঘটনাস্থানে পৌঁছায় নিউটাউন থানার পুলিশ ৷ হাসপাতালে নিয়ে গেলে মহিলাকে মৃত বলে ঘোষণা করা হয় ৷

Intro:নিউটাউন বাস স্ট্যান্ডে পথ দুর্ঘটনা।দুটি বাসের রেষারেষির ফলে মৃত্যু এক মহিলার। আন্দুল স্টেশন রোড থেকে নিউটাউন রুটের বাস ও চালককে আটক করেছে নিউটাউন থানার পুলিশ। মৃত মহিলার নাম মীনাক্ষী ভৌমিক (৪০)।মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর।

পুলিশের দাবি নিউটাউন বাস স্ট্যান্ডে সিগন্যাল সবুজ হয়ে যাবার পর ওই মহিলা মোবাইলে কথা বলতে বলতে আর এক হাত উঁচু করে বাসের সামনে থেকে রাস্তা পার হচ্ছিল। যেহেতু সিগন্যাল সবুজ হয়ে যায় বাস চালক বাস চালিয়ে দেয় । ট্রাফিক পুলিশ চিৎকার করে তাকে থামতে বললেও কর্ণপাত করেনি ওই মহিলা। যার ফলে বাসের তলায় পরে মৃত্যু হয় ওই মহিলার।Body:

অন্য দিকে পথ চলতি প্রত্যক্ষদর্শীরা জানান দুটি বাস রেষারেষি করছিল । সেই সময় সিগন্যাল লাল ছিল মহিলা রাস্তা পার হচ্ছিল । আচমকা বাস চালিয়ে দেয় যার ফলে বাসের তলায় পরে যায় মহিলা ।পুলিশ টেনে বের করে স্থানীয় হাসপাতালে পাঠিয়ে দেয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.