কলকাতা, 23 জানুয়ারি : দু'টি বাসের রেষারেষিতে বাসের চাকায় পিষ্ট মহিলা ৷ নিউটাউন বাসস্ট্যান্ডের ঘটনা ৷ আন্দুল স্টেশন রোড থেকে নিউটাউন রুটের ঘাতক ওই বাস ও চালককে আটক করেছে নিউটাউন থানার পুলিশ ।
মৃতার নাম মীনাক্ষী ভৌমিক (৪০) । পুলিশের দাবি, সিগন্যাল সবুজ হয়ে যাওয়ার পর তিনি মোবাইলে কথা বলতে বলতে আর এক হাত উঁচু করে বাসের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন ৷ সিগন্যাল যেহেতু সবুজ ছিল চালকও বাস চালিয়ে দেয় ৷ ট্রাফিক পুলিশ চিৎকার করে থামতে বললেও কর্ণপাত করেননি ওই মহিলা ।
অন্যদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, দু'টি বাস রেষারেষি করছিল । ওই মহিলা এক হাত উঁচু করে রাস্তা পার হচ্ছিলেন ৷ মহিলা যখন পার হচ্ছিলেন সে সময় সিগন্যাল লাল ছিল ৷ কিন্তু বাস দু'টি রেষারেষির চোটে সিগন্যাল উপেক্ষা করে ৷ ফলে বাসের তলায় পরে যান ওই মহিলা । ঘটনাস্থানে পৌঁছায় নিউটাউন থানার পুলিশ ৷ হাসপাতালে নিয়ে গেলে মহিলাকে মৃত বলে ঘোষণা করা হয় ৷