কলকাতা, ১ অগাস্ট : বিনিয়োগ করতে চলেছে WIPRO ও মাইক্রোসফট । ফলে আগামীদিনে প্রচুর কর্মসংস্থান হতে চলেছে বাংলায় । আজ সবুজ বাঁচাও পদযাত্রা শেষে নজরুল মঞ্চে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বলেন, "রাজ্যে 10000 মানুষের চাকরি হবে । রাজারহাট-নিউটাউনে সিলিকন ভ্যালিতে WIPRO 50 একর জমি নিয়েছে । এছাড়াও বাংলার তাঁতিদের স্বনির্ভর করবে মাইক্রোসফট । "
মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে একে একে বিনিয়োগ বন্ধ হয়েছে । এই অভিযোগ করে এসেছে বিরোধীরা ৷ আগামী বিধানসভা ভোটকে পাখির চোখ করে বিনিয়োগ ও শিল্প ইশুতে রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানাতে শুরু করেছে BJP ৷ এরই মধ্যে আজ WIPRO ও মাইক্রোসফটের রাজ্যে বিনিয়োগের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ৷
প্রসঙ্গত, সম্প্রতি বানতলায় পাঁচ লাখ কর্মসংস্থানের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মাইক্রোসফট 6 লাখ তাঁতিকে স্বনির্ভর করবে ।