ETV Bharat / city

রাজ‍্যে বিনিয়োগ WIPRO-মাইক্রোসফটের, চাকরি পাবে 10 হাজার : মমতা - BJP

রাজ্যে দশ হাজার কর্মসংস্থানের ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । বিনিয়োগ করছে WIPRO ও মাইক্রোসফট ।

মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Aug 1, 2019, 10:26 PM IST

Updated : Aug 1, 2019, 11:57 PM IST

কলকাতা, ১ অগাস্ট : বিনিয়োগ করতে চলেছে WIPRO ও মাইক্রোসফট । ফলে আগামীদিনে প্রচুর কর্মসংস্থান হতে চলেছে বাংলায় । আজ সবুজ বাঁচাও পদযাত্রা শেষে নজরুল মঞ্চে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বলেন, "রাজ্যে 10000 মানুষের চাকরি হবে । রাজারহাট-নিউটাউনে সিলিকন ভ্যালিতে WIPRO 50 একর জমি নিয়েছে । এছাড়াও বাংলার তাঁতিদের স্বনির্ভর করবে মাইক্রোসফট । "

মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে একে একে বিনিয়োগ বন্ধ হয়েছে । এই অভিযোগ করে এসেছে বিরোধীরা ৷ আগামী বিধানসভা ভোটকে পাখির চোখ করে বিনিয়োগ ও শিল্প ইশুতে রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানাতে শুরু করেছে BJP ৷ এরই মধ্যে আজ WIPRO ও মাইক্রোসফটের রাজ্যে বিনিয়োগের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ৷

দেখুন ভিডিয়ো

প্রসঙ্গত, সম্প্রতি বানতলায় পাঁচ লাখ কর্মসংস্থানের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মাইক্রোসফট 6 লাখ তাঁতিকে স্বনির্ভর করবে ।

কলকাতা, ১ অগাস্ট : বিনিয়োগ করতে চলেছে WIPRO ও মাইক্রোসফট । ফলে আগামীদিনে প্রচুর কর্মসংস্থান হতে চলেছে বাংলায় । আজ সবুজ বাঁচাও পদযাত্রা শেষে নজরুল মঞ্চে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বলেন, "রাজ্যে 10000 মানুষের চাকরি হবে । রাজারহাট-নিউটাউনে সিলিকন ভ্যালিতে WIPRO 50 একর জমি নিয়েছে । এছাড়াও বাংলার তাঁতিদের স্বনির্ভর করবে মাইক্রোসফট । "

মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে একে একে বিনিয়োগ বন্ধ হয়েছে । এই অভিযোগ করে এসেছে বিরোধীরা ৷ আগামী বিধানসভা ভোটকে পাখির চোখ করে বিনিয়োগ ও শিল্প ইশুতে রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানাতে শুরু করেছে BJP ৷ এরই মধ্যে আজ WIPRO ও মাইক্রোসফটের রাজ্যে বিনিয়োগের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ৷

দেখুন ভিডিয়ো

প্রসঙ্গত, সম্প্রতি বানতলায় পাঁচ লাখ কর্মসংস্থানের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মাইক্রোসফট 6 লাখ তাঁতিকে স্বনির্ভর করবে ।

Intro:কলকাতা, ১ অগাস্ট : বাংলাতে আবারও বিনিয়োগ করতে আসছে উইপ্রো এবং মাইক্রোসফট । এর ফলে প্রচুর কর্মসংস্থান হবে বাংলায় । আজ নজরুল মঞ্চে সবুজ বাচানো নিয়ে বিশেষ এক অনুষ্ঠানে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, বাংলার মানুষের জন‍্য পুজোর আগেই সুখবর । উইপ্রো আসাতে ১০ হাজার মানুষের চাকরি হবে । মাইক্রোসফট বাংলার তাতিঁদের স্বনির্ভর করবে ।


Body:রাজ‍্যে শিল্প ও কর্মসংস্থান হয়নি বলে বার বারই বিরোধীদের তোপের মুখে পড়তে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে । গত লোকসভা নির্বাচনেও এটাকে অস্ত্র করেছিল বিরোধীরা । বর্তমান সরকার শিল্প বিরোধী তকমা ঘোচাতে বদ্ধপরিকর বলেই মনে করছে রাজনৈতিক মহল । আজ বিড়লা প্লানেটরিয়াম থেকে নজরুল মঞ্চ পর্যন্ত সবুজ বাচাতে মিছিল করেন মুখ‍্যমন্ত্রী । এরপর নজরুল মঞ্চে সবুজ আন্দোলন নিয়ে একাধিক ভূমিকার কথা ঘোষণা করেন তিনি । এর পাশাপাশি রাজ‍্যবাসীর উদ্দেশ্যে সুখবর দিয়ে বলেন, বাংলাতে আসছে উইপ্রো এবং মাইক্রোসফট । এর জন‍্য তাদের ৫০ একর জমি দেওয়া হবে। সেখানে ১০ হাজার মানুষের চাকরি হবে। মাইক্রোসফট আসায় ৬ লক্ষ বাংলার তাতিঁরা স্বনির্ভর হবে। ২৫ শতাংশ রোজগার বাড়বে তাদের । এই দুই প্রকল্প নদিয়া জেলা দিয়ে শুরু হবে ।


Conclusion:
Last Updated : Aug 1, 2019, 11:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.