কলকাতা, 2 নভেম্বর : ঠিক ছ’মাস আগে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছিল ৷ সেই ফলাফল বিজেপির কাছে আশানুরূপ ছিল না ৷ কিন্তু 2 মে’র ঠিক ছ’মাস পর 2 নভেম্বর চার আসনের উপ-নির্বাচনের যে ফল সামনে এল, তাকে বিজেপির ভয়ঙ্কর ভরাডুবি বলে যেতেই পারে ৷
রাজনৈতিক ইতিহাস ঘাঁটলে দেখা যাবে, এই ধরনের ভরাডুবি যখনই কোনও দলে হয়, তখনই প্রকাশ্যে আসতে শুরু করে গোষ্ঠী-কোন্দল ৷ নেতাদের অনুগামীদের মধ্যে শুরু হয়ে যায় কাদা ছোড়াছুড়ি ৷ যেমনটা আজ, মঙ্গলবার শুরু হয়েছে বিজেপির অন্দরে ৷
আরও পড়ুন : BJP Bye-Election PC : জনমানসের প্রকৃত ফল কি, লজ্জার হারের পর প্রশ্ন বিজেপির
সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কর্মী ও সমর্থক এই হারের দায় রাজ্য নেতৃত্বের ঘাড়েই চাপাচ্ছেন ৷ সেই ক্ষোভের আগুনে ইন্ধন দিতে দেখা গেল দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্ষীয়ান নেতা তথাগত রায় তো সরাসরি দিলীপ ঘোষের দিকে আঙুল তুলেছেন ৷ বিজেপির টুইট তো তিনি রিটুইট করেছেন ৷ পাশাপাশি বিজেপির অন্য কর্মীদের টুইটও রিটুইট করে প্রশ্ন তুলতে শুরু করেছেন ৷
এমনকী এক কর্মী ‘দালালদের মহারাজ’ লিখে তথাগত রায়কে ট্যাগ করে একটি টুইট করেন ৷ যেখানে একটি ছবিতে রাজীব বন্দ্যোপাধ্যায় ও দিলীপ ঘোষকে দেখা যাচ্ছে ৷ সেই টুইটটিও রিটুইট করেছেন তথাগত রায় ৷ প্রশ্ন উঠছে, তিনি কি দিলীপের দিকেই ইঙ্গিত করলেন আবার ?
আরও পড়ুন : WB Bypoll Result : মমতাও ধাক্কা খেয়েছিলেন, সুদিন ফেরার আশায় সুকান্ত
এদিন বিজেপির তরফে সাংবাদিক বৈঠক করা হয় ৷ সেখানে দলের মুখপাত্র শমীক ভট্টাচার্যের সঙ্গে ছিলেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষও ৷ তিনি তথাগত রায়ের আক্রমণ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি ৷ সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের জবাব সেখানেই দিতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন ৷ ফলে সেখানে তিনি পালটা কী পোস্ট করেন, আপাতত সেটাই দেখার ৷
কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, এই ধরনের অভিযোগ, পালটা অভিযোগ গেরুয়া শিবিরে আরও বাড়বে ৷ যা তাদের সমস্যায় ফেলবে ৷ সামনে পৌর নির্বাচন রয়েছে ৷ তার আগে গোষ্ঠী-কোন্দলে রাশ টানতে না পারলে সেখানেও ভরাডুবি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে ৷
আরও পড়ুন : Trinamool Congress : উপনির্বাচনেও বাংলা সবুজ
ফলে আগামিদিনে দলের গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকাতে বিজেপির শীর্ষ নেতৃত্বের কী ভূমিকা হয়, এখন সেটাই দেখার !