ETV Bharat / city

Babul Supriyo: রিজার্ভ বেঞ্চ থেকে মমতার ফার্স্ট ইলেভেন-এ কি জায়গা পাবেন বাবুল ? - নরেন্দ্র মোদি

আগামী বুধবার মন্ত্রিসভায় রদবদল করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ সোমবার নবান্ন থেকে এই ঘোষণা করেছেন তিনি ৷ তার পর থেকেই জল্পনা চলছে মন্ত্রিসভার নতুন মুখদের নিয়ে ৷

will Babul Supriyo gets Ministry in Mamata Banerjee Cabinet
Babul Supriyo: রিজার্ভ বেঞ্চ থেকে মমতার ফার্স্ট ইলেভেন-এ কি জায়গা পাবেন বাবুল ?
author img

By

Published : Aug 1, 2022, 5:17 PM IST

কলকাতা, 1 অগস্ট : বছর খানেক আগে নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বাবুল সুপ্রিয়কে (TMC MLA Babul Supriyo) ৷ তার পর বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে (Trinamool Congress) যোগ দেন বাবুল ৷ যোগদানের পরই জানিয়েছিলেন যে তিনি ‘ফার্স্ট ইলেভেন’-এ খেলতেই যোগ দিয়েছেন ঘাসফুল শিবিরে ৷ স্পষ্ট করে দিয়েছিলেন, রাজনীতির ময়দানে রিজার্ভ বেঞ্চে বসে থাকার পাত্র তিনি নন ৷ তাঁর সেই মন্তব্যের প্রায় বছর খানেক পর এবার ‘ফার্স্ট ইলেভেন’-এ জায়গা পাওয়ার সম্ভাবনা তৈরি হল বাবুল সুপ্রিয়র ৷

কিন্তু ফার্স্ট ইলেভেন আর রিজার্ভ বেঞ্চ বলতে ঠিক কী বোঝাতে চেয়েছেন, তা অবশ্য কখনোই স্পষ্ট করেননি সঙ্গীত শিল্পী থেকে জনপ্রতিনিধি হয়ে যাওয়া বাবুল ৷ তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের বক্তব্য, তাঁর এই মন্তব্যের সঙ্গে জড়িয়ে রয়েছে মন্ত্রিত্বের বিষয় ৷ মোদির মন্ত্রিসভা থেকে বাদ পড়াতেই গোঁসা হয় বাবুলের ৷ তাই তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে আসেন ৷ তবে এখানে যে তাঁর মূল লক্ষ্য মমতার মন্ত্রিসভায় জায়গা পাওয়া, সেটা বোঝাতেই হেঁয়ালি করে ফার্স্ট ইলেভেন ও রিজার্ভ বেঞ্চের তত্ত্ব সামনে এনেছিলেন তিনি ৷

সোমবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) মন্ত্রিসভায় রদবদলের ঘোষণা করেছেন ৷ জানিয়েছেন, আগামী বুধবার বিকেল চারটেয় নতুন মন্ত্রীরা শপথ নেবেন ৷ 5-6 জন নতুন মুখ জায়গা পাবেন তাঁর মন্ত্রিসভায় ৷ মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর জল্পনায় চলে আসে বাবুলের নাম ৷

গত বছরের সেপ্টেম্বরে বাবুল যখন তৃণমূলে যোগদেন, তিনি তখনও আসানসোলের সাংসদ ৷ পরে তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দেন ৷ এর পর তাঁকে সেভাবে সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি ৷ কিন্তু গত এপ্রিলে তিনি বালিগঞ্জ বিধানসভার উপ-নির্বাচনে (Ballygunge Assembly Bye Poll) জয়ী হয়ে বিধায়ক হয়েছেন ৷ স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠেছে, এবার কি তাহলে তাঁকে মন্ত্রী করা হবে ?

যদিও এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন নবান্নের কর্তা থেকে তৃণমূল কংগ্রেসের নেতারা ৷ তবে তৃণমূলের একটা অংশের বক্তব্য, বাবুলের মন্ত্রী হওয়ার সম্ভাবনা প্রবল ৷ কারণ, তিনি টানা সাত বছর কেন্দ্রের মন্ত্রী থেকেছেন ৷ ফলে মন্ত্রিত্ব সামলাতে গিয়ে যে প্রশাসনিক অভিজ্ঞতার প্রয়োজন হয়, তা তাঁর আছে৷ তাছাড়া তিনি তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পাশাপাশি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (TMC MP Abhishek Banerjee) গুডবুকে আছেন বলেও তৃণমূলের ওই সূত্রের দাবি ৷

যদিও শুধু বাবুল নন, আর কারা দায়িত্ব পেতে পারেন, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷ যেহেতু চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা ৷ তাই এই নিয়ে তৃণমূলের কেউই মুখ খুলতে নারাজ ৷ তবে শাসক দলের একটি সূত্রের মতে, এবার মমতার মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন স্নেহাশিস চক্রবর্তী, তাপস রায়, পার্থ ভৌমিক, জাকির হোসেন ও উদয়ন গুহ ৷

তাপস রায় আগে পরিষদীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলেছেন ৷ ফলে এবার তাঁকে পরিষদীয় মন্ত্রী করা হতে পারে বলে খবর ৷ তাছাড়া জাকির হোসেনও মন্ত্রী ছিলেন 2021 পর্যন্ত ৷ এবার তাঁকে আবার মন্ত্রিসভায় ফেরাতে পারেন মমতা ৷

একই সঙ্গে মমতা জানিয়েছেন যে চার-পাঁচজনকে এবার তাঁর মন্ত্রিসভা থেকে সরাবেন ৷ দলের দায়িত্ব দেওয়া হবে ওই নেতাদের ৷ সেই কারণেই তাঁদের সরানো হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন ৷ সেই তালিকায় সৌমেন মহাপাত্র ও পরেশ অধিকারী (Paresh Chandra Adhikary) থাকতে পারেন বলে খবর ৷

সোমবার তৃণমূলে সাংগঠনিক রদবদল করা হয়েছে ৷ সেই রদবদলে তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি পদে সৌমেন মহাপাত্রকে বসানো হয়েছে ৷ সেখান থেকেই অনুমান যে তাঁর মন্ত্রিত্ব যেতে পারে ৷ অন্যদিকে মন্ত্রিসভা থেকে বাদ পড়ার তালিকায় পরেশ অধিকারীর নাম থাকতে পারে ৷ যেভাবে এসএসসি নিয়োগ দুর্নীতিতে (Bengal SSC Scam) তাঁর নাম জড়িয়েছে, সেই কারণেই তাঁকে বাদ দেওয়া হতে পারে বলে খবর ৷

যদিও শেষ পর্যন্ত কারা বাদ যাবেন, আর কারা আসবেন, তা এখনই বলা সম্ভব নয় ৷ কারণ, রাজনীতিতে প্রতিমুহূর্তে পটপরিবর্তন হয় ৷ তাই বুধবার বিকেল চারটের অপেক্ষায় রয়েছেন সকলে ৷

আরও পড়ুন : Mamata Cabinet Reshuffle: বুধবার মমতার মন্ত্রিসভায় রদবদল, আসছে 5-6 নতুন মুখ

কলকাতা, 1 অগস্ট : বছর খানেক আগে নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বাবুল সুপ্রিয়কে (TMC MLA Babul Supriyo) ৷ তার পর বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে (Trinamool Congress) যোগ দেন বাবুল ৷ যোগদানের পরই জানিয়েছিলেন যে তিনি ‘ফার্স্ট ইলেভেন’-এ খেলতেই যোগ দিয়েছেন ঘাসফুল শিবিরে ৷ স্পষ্ট করে দিয়েছিলেন, রাজনীতির ময়দানে রিজার্ভ বেঞ্চে বসে থাকার পাত্র তিনি নন ৷ তাঁর সেই মন্তব্যের প্রায় বছর খানেক পর এবার ‘ফার্স্ট ইলেভেন’-এ জায়গা পাওয়ার সম্ভাবনা তৈরি হল বাবুল সুপ্রিয়র ৷

কিন্তু ফার্স্ট ইলেভেন আর রিজার্ভ বেঞ্চ বলতে ঠিক কী বোঝাতে চেয়েছেন, তা অবশ্য কখনোই স্পষ্ট করেননি সঙ্গীত শিল্পী থেকে জনপ্রতিনিধি হয়ে যাওয়া বাবুল ৷ তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের বক্তব্য, তাঁর এই মন্তব্যের সঙ্গে জড়িয়ে রয়েছে মন্ত্রিত্বের বিষয় ৷ মোদির মন্ত্রিসভা থেকে বাদ পড়াতেই গোঁসা হয় বাবুলের ৷ তাই তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে আসেন ৷ তবে এখানে যে তাঁর মূল লক্ষ্য মমতার মন্ত্রিসভায় জায়গা পাওয়া, সেটা বোঝাতেই হেঁয়ালি করে ফার্স্ট ইলেভেন ও রিজার্ভ বেঞ্চের তত্ত্ব সামনে এনেছিলেন তিনি ৷

সোমবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) মন্ত্রিসভায় রদবদলের ঘোষণা করেছেন ৷ জানিয়েছেন, আগামী বুধবার বিকেল চারটেয় নতুন মন্ত্রীরা শপথ নেবেন ৷ 5-6 জন নতুন মুখ জায়গা পাবেন তাঁর মন্ত্রিসভায় ৷ মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর জল্পনায় চলে আসে বাবুলের নাম ৷

গত বছরের সেপ্টেম্বরে বাবুল যখন তৃণমূলে যোগদেন, তিনি তখনও আসানসোলের সাংসদ ৷ পরে তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দেন ৷ এর পর তাঁকে সেভাবে সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি ৷ কিন্তু গত এপ্রিলে তিনি বালিগঞ্জ বিধানসভার উপ-নির্বাচনে (Ballygunge Assembly Bye Poll) জয়ী হয়ে বিধায়ক হয়েছেন ৷ স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠেছে, এবার কি তাহলে তাঁকে মন্ত্রী করা হবে ?

যদিও এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন নবান্নের কর্তা থেকে তৃণমূল কংগ্রেসের নেতারা ৷ তবে তৃণমূলের একটা অংশের বক্তব্য, বাবুলের মন্ত্রী হওয়ার সম্ভাবনা প্রবল ৷ কারণ, তিনি টানা সাত বছর কেন্দ্রের মন্ত্রী থেকেছেন ৷ ফলে মন্ত্রিত্ব সামলাতে গিয়ে যে প্রশাসনিক অভিজ্ঞতার প্রয়োজন হয়, তা তাঁর আছে৷ তাছাড়া তিনি তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পাশাপাশি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (TMC MP Abhishek Banerjee) গুডবুকে আছেন বলেও তৃণমূলের ওই সূত্রের দাবি ৷

যদিও শুধু বাবুল নন, আর কারা দায়িত্ব পেতে পারেন, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷ যেহেতু চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা ৷ তাই এই নিয়ে তৃণমূলের কেউই মুখ খুলতে নারাজ ৷ তবে শাসক দলের একটি সূত্রের মতে, এবার মমতার মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন স্নেহাশিস চক্রবর্তী, তাপস রায়, পার্থ ভৌমিক, জাকির হোসেন ও উদয়ন গুহ ৷

তাপস রায় আগে পরিষদীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলেছেন ৷ ফলে এবার তাঁকে পরিষদীয় মন্ত্রী করা হতে পারে বলে খবর ৷ তাছাড়া জাকির হোসেনও মন্ত্রী ছিলেন 2021 পর্যন্ত ৷ এবার তাঁকে আবার মন্ত্রিসভায় ফেরাতে পারেন মমতা ৷

একই সঙ্গে মমতা জানিয়েছেন যে চার-পাঁচজনকে এবার তাঁর মন্ত্রিসভা থেকে সরাবেন ৷ দলের দায়িত্ব দেওয়া হবে ওই নেতাদের ৷ সেই কারণেই তাঁদের সরানো হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন ৷ সেই তালিকায় সৌমেন মহাপাত্র ও পরেশ অধিকারী (Paresh Chandra Adhikary) থাকতে পারেন বলে খবর ৷

সোমবার তৃণমূলে সাংগঠনিক রদবদল করা হয়েছে ৷ সেই রদবদলে তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি পদে সৌমেন মহাপাত্রকে বসানো হয়েছে ৷ সেখান থেকেই অনুমান যে তাঁর মন্ত্রিত্ব যেতে পারে ৷ অন্যদিকে মন্ত্রিসভা থেকে বাদ পড়ার তালিকায় পরেশ অধিকারীর নাম থাকতে পারে ৷ যেভাবে এসএসসি নিয়োগ দুর্নীতিতে (Bengal SSC Scam) তাঁর নাম জড়িয়েছে, সেই কারণেই তাঁকে বাদ দেওয়া হতে পারে বলে খবর ৷

যদিও শেষ পর্যন্ত কারা বাদ যাবেন, আর কারা আসবেন, তা এখনই বলা সম্ভব নয় ৷ কারণ, রাজনীতিতে প্রতিমুহূর্তে পটপরিবর্তন হয় ৷ তাই বুধবার বিকেল চারটের অপেক্ষায় রয়েছেন সকলে ৷

আরও পড়ুন : Mamata Cabinet Reshuffle: বুধবার মমতার মন্ত্রিসভায় রদবদল, আসছে 5-6 নতুন মুখ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.