ETV Bharat / city

কেন পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের পদ নিয়ে এত টানাপোড়েন ? - Trinamool Congress latest news today

পশ্চিমবঙ্গ বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের পদ নিয়ে শাসক ও বিরোধী শিবিরের চাপানউতোর ৷ কেন এত টানাপোড়েন ? এই কমিটির চেয়ারম্যানের পদ পেলে কী লাভ হবে ?

why public accounts committee is very important for trinamool congress and bjp
কেন পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের পদ নিয়ে এত টানাপোড়েন ?
author img

By

Published : Jun 28, 2021, 5:27 PM IST

কলকাতা, 28 জুন : পাবলিক অ্যাকাউন্টস কমিটি (Public Accounts Committee) ৷ সংসদ হোক বা বিধানসভা, সর্বত্রই এই কমিটি থাকে ৷ কিন্তু এই কমিটি সংক্রান্ত খবর সাধারণত শিরোনামে আসে না ৷ যদিও গত মাসখানেক ধরে পশ্চিমবঙ্গ বিধানসভার (West Bengal Assembly) পাবলিক অ্যাকাউন্টস কমিটি গঠনের খবর শিরোনামে আসছে বারবার ৷ তার কারণ, এই কমিটির চেয়ারম্যানের পদ নিয়ে শাসক ও বিরোধী শিবিরের চাপানউতোর ৷

স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে যে, এই কমিটি নিয়ে কেন এত টানাপোড়েন চলছে ? এই কমিটির চেয়ারম্যানের পদ পেলে কী লাভ হবে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) বা বিজেপির (BJP) ?

আরও পড়ুন : Mukul Roy : শংকর-মানসের কায়দায় কি পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে মুকুল ?

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসি (PAC) নজরদারির কাজ করে ৷ মূলত সরকারের কাজের নজরদারি করা হয় ৷ সরকারের নীতিতে কোথায় ত্রুটি আছে, কিংবা কোথায় দুর্নীতি হচ্ছে, সেগুলিই সামনে আনা এবং সরকারকে সেই ভুল-ত্রুটি শুধরে দেওয়ার লক্ষ্যেই এই কমিটি গঠন করা হয় ৷ সেই কারণেই কমিটির মাথায় রাখা হয় বিরোধী দলের কোনও নেতাকে ৷ যাতে তিনি সরকারের ভুল-ত্রুটি, দুর্নীতি চাপা না দিয়ে দেন ৷ বদলে সেগুলি সামনে নিয়ে আসেন ৷

এটাই গণতান্ত্রিক রীতি বলে মনে করেন কংগ্রেস নেতা তথা আইনজীবী অরুণাভ ঘোষ ৷ তিনি জানিয়েছেন, বিরোধীদের রাখা হয় যাতে অসামঞ্জস্যতা ধরা পড়ে ৷ কিন্তু পিএসির চুরি যাতে ধরা না পড়ে সেই কারণে বিরোধী কাউকে চেয়ারম্যান করতে চায় না শাসকদল ৷ আর মমতা গণতন্ত্রে বিশ্বাস করেন না বলেই এসব হচ্ছে বলে মনে করেন অরুণাভ ঘোষ ৷

আরও পড়ুন : পিএসির চেয়ারম্যান পদে শাসক দলের বিধায়ক ? শুরু জল্পনা

একই বক্তব্য সিপিএম নেতা সুজন চক্রবর্তীরও ৷ তাঁর কাছে পিএসি নিয়ে এই বিতর্ক অনর্থক ৷ তিনি মনে করেন, এই বিতর্ক থেকেই সরকারের অপরাধ ও ত্রুটি স্পষ্ট হচ্ছে ৷ সরকার যে কিছু জিনিস গোপন করতে চায় এবং ভয় পাচ্ছে আর্থিক স্বচ্ছতার বিষয়ে, এটাই স্পষ্ট হচ্ছে ৷ এই প্রসঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন বাম জমানার কথা ৷ তাঁর দাবি, বাম আমলে পিএসিকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল ৷ সরকারের ত্রুটি ধরার জন্যই এই গুরুত্ব দেওয়া হয়েছিল ৷

যদিও খাতায়-কলমে বিরোধী বিধায়ক মুকুল রায়কেই (Mukul Roy) এই কমিটির চেয়ারম্যান করা হতে পারে বলে খবর ৷ এর আগেও তৃণমূলের সঙ্গে থেকে কংগ্রেস বিধায়ক হিসেবে মানস ভুঁইয়া ও শঙ্কর সিং পিএসির চেয়ারম্যান হয়েছিলেন ৷ মুকুল রায়ের ক্ষেত্রেও তাই হবে বলে জানা যাচ্ছে ৷ আর তিনি যেহেতু এখন তৃণমূল নেতা ৷ তাই সরকার পক্ষের হয়েই তিনি কাজ করবেন ৷ সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সুবিধা হবে বলেই রাজনৈতিক মহলের মত ৷

আরও পড়ুন : Mamata-Mukul : পিএসি চেয়ারম্যান হিসাবে মুকুলকেই সমর্থন মমতার

কলকাতা, 28 জুন : পাবলিক অ্যাকাউন্টস কমিটি (Public Accounts Committee) ৷ সংসদ হোক বা বিধানসভা, সর্বত্রই এই কমিটি থাকে ৷ কিন্তু এই কমিটি সংক্রান্ত খবর সাধারণত শিরোনামে আসে না ৷ যদিও গত মাসখানেক ধরে পশ্চিমবঙ্গ বিধানসভার (West Bengal Assembly) পাবলিক অ্যাকাউন্টস কমিটি গঠনের খবর শিরোনামে আসছে বারবার ৷ তার কারণ, এই কমিটির চেয়ারম্যানের পদ নিয়ে শাসক ও বিরোধী শিবিরের চাপানউতোর ৷

স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে যে, এই কমিটি নিয়ে কেন এত টানাপোড়েন চলছে ? এই কমিটির চেয়ারম্যানের পদ পেলে কী লাভ হবে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) বা বিজেপির (BJP) ?

আরও পড়ুন : Mukul Roy : শংকর-মানসের কায়দায় কি পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে মুকুল ?

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসি (PAC) নজরদারির কাজ করে ৷ মূলত সরকারের কাজের নজরদারি করা হয় ৷ সরকারের নীতিতে কোথায় ত্রুটি আছে, কিংবা কোথায় দুর্নীতি হচ্ছে, সেগুলিই সামনে আনা এবং সরকারকে সেই ভুল-ত্রুটি শুধরে দেওয়ার লক্ষ্যেই এই কমিটি গঠন করা হয় ৷ সেই কারণেই কমিটির মাথায় রাখা হয় বিরোধী দলের কোনও নেতাকে ৷ যাতে তিনি সরকারের ভুল-ত্রুটি, দুর্নীতি চাপা না দিয়ে দেন ৷ বদলে সেগুলি সামনে নিয়ে আসেন ৷

এটাই গণতান্ত্রিক রীতি বলে মনে করেন কংগ্রেস নেতা তথা আইনজীবী অরুণাভ ঘোষ ৷ তিনি জানিয়েছেন, বিরোধীদের রাখা হয় যাতে অসামঞ্জস্যতা ধরা পড়ে ৷ কিন্তু পিএসির চুরি যাতে ধরা না পড়ে সেই কারণে বিরোধী কাউকে চেয়ারম্যান করতে চায় না শাসকদল ৷ আর মমতা গণতন্ত্রে বিশ্বাস করেন না বলেই এসব হচ্ছে বলে মনে করেন অরুণাভ ঘোষ ৷

আরও পড়ুন : পিএসির চেয়ারম্যান পদে শাসক দলের বিধায়ক ? শুরু জল্পনা

একই বক্তব্য সিপিএম নেতা সুজন চক্রবর্তীরও ৷ তাঁর কাছে পিএসি নিয়ে এই বিতর্ক অনর্থক ৷ তিনি মনে করেন, এই বিতর্ক থেকেই সরকারের অপরাধ ও ত্রুটি স্পষ্ট হচ্ছে ৷ সরকার যে কিছু জিনিস গোপন করতে চায় এবং ভয় পাচ্ছে আর্থিক স্বচ্ছতার বিষয়ে, এটাই স্পষ্ট হচ্ছে ৷ এই প্রসঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন বাম জমানার কথা ৷ তাঁর দাবি, বাম আমলে পিএসিকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল ৷ সরকারের ত্রুটি ধরার জন্যই এই গুরুত্ব দেওয়া হয়েছিল ৷

যদিও খাতায়-কলমে বিরোধী বিধায়ক মুকুল রায়কেই (Mukul Roy) এই কমিটির চেয়ারম্যান করা হতে পারে বলে খবর ৷ এর আগেও তৃণমূলের সঙ্গে থেকে কংগ্রেস বিধায়ক হিসেবে মানস ভুঁইয়া ও শঙ্কর সিং পিএসির চেয়ারম্যান হয়েছিলেন ৷ মুকুল রায়ের ক্ষেত্রেও তাই হবে বলে জানা যাচ্ছে ৷ আর তিনি যেহেতু এখন তৃণমূল নেতা ৷ তাই সরকার পক্ষের হয়েই তিনি কাজ করবেন ৷ সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সুবিধা হবে বলেই রাজনৈতিক মহলের মত ৷

আরও পড়ুন : Mamata-Mukul : পিএসি চেয়ারম্যান হিসাবে মুকুলকেই সমর্থন মমতার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.