ETV Bharat / city

Bratya Basu তৃণমূলের ছাত্র সমাবেশে থেকেও কেন চুপ ব্রাত্য - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সোমবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) অনুষ্ঠান হয় কলকাতার মেয়ো রোডে ৷ সেখানে বক্তৃতা করেননি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bengal Education Minister Bratya Basu) ৷ তিনি কেন চুপ থাকলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে ৷

why-bengal-education-minister-bratya-basu-not-delivered-speech-at-tmcp-foundation-day-programme
Bratya Basu তৃণমূলের ছাত্র সমাবেশে থেকেও কেন চুপ ব্রাত্য
author img

By

Published : Aug 29, 2022, 5:25 PM IST

কলকাতা, 29 অগস্ট : তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীর ভাষণ এতদিন যথেষ্ট গুরুত্ব পেয়ে এসেছে ৷ কিন্তু সোমবার সম্পূর্ণ অন্য ছবি দেখা গেল কলকাতার মেয়ো রোডের অনুষ্ঠানে ৷ এদিন ভাষণই দিলেন না রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bengal Education Minister Bratya Basu) ৷ ফলে এই নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে চর্চা ৷

প্রসঙ্গত, করোনা অতিমারির (Covid Pandemic) জেরে দু’বছর তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালনের সুযোগ পায়নি শাসক দল ৷ সোমবার আবার প্রকাশ্য সমাবেশ হল ৷ করোনাকালের আগে রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ৷ 2021 এর বিধানসভা নির্বাচনের পর পার্থকে শিক্ষা থেকে সরিয়ে শিল্প দফতরের দায়িত্ব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ শিক্ষামন্ত্রী করা হয় ব্রাত্য বসুকে ৷

সোমবারের অনুষ্ঠানে ব্রাত্য বসু তো হাজির ছিলেনই ৷ এছাড়াও ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম (Firhad Hakim) সহ একাধিক মন্ত্রী ৷ তাঁদের অনেককেই এদিন মঞ্চে বক্তৃতা করতে দেখা গিয়েছে ৷ এমনকী, শিক্ষাবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ী ছাত্রছাত্রীদের সামনে নিজের বক্তব্য পেশ করেন ৷ কিন্তু ব্রাত্য বসুকে একবারের জন্য মাইক হাতে কিছু বলতে শোনা গেল না ৷

তৃণমূলের একটি সূত্র বলছে যে এখানে মূল বক্তা ছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) ৷ তাঁরা কী বার্তা দেন, সেই দিকেই তাকিয়েছিলেন সদস্য-সমর্থকরা ৷ সেই বার্তা তাঁরা পেয়েছেন ৷ সেখানে শিক্ষামন্ত্রীর বক্তব্য না রাখা নিয়ে বিতর্ক চলতে পারে না ৷ তাছাড়া তাঁর নাম ঘোষণা হয়েছিল ৷ কিন্তু তিনি নিজেই কিছু বলতে চাননি ৷ সেই কারণেই এর পর এক ছাত্র নেতা ভাষণ শুরু করেন ৷

রাজনৈতিক মহলের মতে, পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন দুর্নীতিতে জড়িয়েছেন ৷ গ্রেফতার হয়েছেন ৷ শিক্ষা দফতরও এই দুর্নীতিতে জড়িয়ে পড়েছে ৷ সেই কারণেই সম্ভবত প্রকাশ্য মঞ্চে বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কোনও কিছু বলতে অস্বীকার করলেন ৷

আরও পড়ুন : ভুল শোধরানোর সুযোগ পাইনি, দুর্নীতি প্রসঙ্গে মমতা

কলকাতা, 29 অগস্ট : তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীর ভাষণ এতদিন যথেষ্ট গুরুত্ব পেয়ে এসেছে ৷ কিন্তু সোমবার সম্পূর্ণ অন্য ছবি দেখা গেল কলকাতার মেয়ো রোডের অনুষ্ঠানে ৷ এদিন ভাষণই দিলেন না রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bengal Education Minister Bratya Basu) ৷ ফলে এই নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে চর্চা ৷

প্রসঙ্গত, করোনা অতিমারির (Covid Pandemic) জেরে দু’বছর তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালনের সুযোগ পায়নি শাসক দল ৷ সোমবার আবার প্রকাশ্য সমাবেশ হল ৷ করোনাকালের আগে রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ৷ 2021 এর বিধানসভা নির্বাচনের পর পার্থকে শিক্ষা থেকে সরিয়ে শিল্প দফতরের দায়িত্ব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ শিক্ষামন্ত্রী করা হয় ব্রাত্য বসুকে ৷

সোমবারের অনুষ্ঠানে ব্রাত্য বসু তো হাজির ছিলেনই ৷ এছাড়াও ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম (Firhad Hakim) সহ একাধিক মন্ত্রী ৷ তাঁদের অনেককেই এদিন মঞ্চে বক্তৃতা করতে দেখা গিয়েছে ৷ এমনকী, শিক্ষাবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ী ছাত্রছাত্রীদের সামনে নিজের বক্তব্য পেশ করেন ৷ কিন্তু ব্রাত্য বসুকে একবারের জন্য মাইক হাতে কিছু বলতে শোনা গেল না ৷

তৃণমূলের একটি সূত্র বলছে যে এখানে মূল বক্তা ছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) ৷ তাঁরা কী বার্তা দেন, সেই দিকেই তাকিয়েছিলেন সদস্য-সমর্থকরা ৷ সেই বার্তা তাঁরা পেয়েছেন ৷ সেখানে শিক্ষামন্ত্রীর বক্তব্য না রাখা নিয়ে বিতর্ক চলতে পারে না ৷ তাছাড়া তাঁর নাম ঘোষণা হয়েছিল ৷ কিন্তু তিনি নিজেই কিছু বলতে চাননি ৷ সেই কারণেই এর পর এক ছাত্র নেতা ভাষণ শুরু করেন ৷

রাজনৈতিক মহলের মতে, পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন দুর্নীতিতে জড়িয়েছেন ৷ গ্রেফতার হয়েছেন ৷ শিক্ষা দফতরও এই দুর্নীতিতে জড়িয়ে পড়েছে ৷ সেই কারণেই সম্ভবত প্রকাশ্য মঞ্চে বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কোনও কিছু বলতে অস্বীকার করলেন ৷

আরও পড়ুন : ভুল শোধরানোর সুযোগ পাইনি, দুর্নীতি প্রসঙ্গে মমতা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.