ETV Bharat / city

Partha comments on Mamata: দোষী প্রমাণিত হলে ব্যবস্থা, মমতা 'ঠিকই বলেছেন !' কলকাতায় ফিরে বললেন পার্থ - পার্থ চট্টোপাধ্যায়

দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেবে দল (Partha Chatterjee)৷ বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ তাঁর এই কথার প্রতিক্রিয়া জানাতে গিয়ে কলকাতায় ফিরেই পার্থ চট্টোপাধ্যায় (Partha comments on Mamata) বললেন, নেত্রী 'ঠিকই বলেছেন !'

what-mamata-banerjee-said-is-correct-says-partha-chatterjee-after-reaching-kolkata-from-bhubaneswar
দোষী প্রমাণিত হলে ব্যবস্থা, মমতা 'ঠিকই বলেছেন !' কলকাতায় ফিরে বললেন পার্থ
author img

By

Published : Jul 26, 2022, 10:09 AM IST

কলকাতা, 26 জুলাই: কঠিন সময়েও দলনেত্রীর মতের সঙ্গেই সহমত পার্থ চট্টোপাধ্যায় (Partha comments on Mamata)৷ দুর্নীতি প্রশ্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁর থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করলেও, তাঁর দীর্ঘদিনের অনুগত পার্থর পূর্ণ আস্থা রয়েছে নেত্রীর প্রতি ৷ ভুবনেশ্বর থেকে কলকাতা ফিরে মমতার বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে সে কথাই আরও একবার বুঝিয়ে দিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী (Partha Chatterjee)৷

শিক্ষক নিয়োগে দুর্নীতি কাণ্ডে (SSC Recruitment Scam) তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা ৷ এই নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করার জন্য মুখ্যমন্ত্রী সোমবার বেছে নেন রাজ্য সরকারের বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ সম্মাননা প্রদান অনুষ্ঠানের মঞ্চকে ৷ সেখানেই তিনি বলেন, অভিযুক্ত যদি দোষী হন, বিচার ব্যবস্থা তার জন্য শাস্তিবিধান করবে । তাঁর স্পষ্ট কথা, "দুর্নীতিকে সমর্থন করা আমার নেশাও নয়, পেশাও নয় ৷ সত্যি কেউ দোষী প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ডও দিতে পারে ৷ আমি বিধায়ক, মন্ত্রী কারওকে ছেড়ে কথা বলি না ৷"

মঙ্গলবার সকালে ভুবনেশ্বরে চিকিৎসা সেরে কলকাতায় ফেরার পর বিমানবন্দরেই পার্থর সামনে এই প্রসঙ্গ টেনে আনেন সাংবাদিকরা ৷ হুইলচেয়ারে বসিয়ে যখন তাঁকে বিমানবন্দর থেকে বের করে আনা হচ্ছিল, তখন দূর থেকেই মন্ত্রীকে জানানো হয় যে, মমতা তাঁর সম্পর্কে এ কথা বলেছেন ৷ এ কথার জবাবে পার্থ একটুও না ভেবে বলেছেন, নেত্রী "ঠিকই বলেছেন !"

আরও পড়ুন: দুর্নীতিকে সমর্থন করি না, পার্থর থেকে কি দূরত্ব বাড়ালেন মমতা ?

সোমবার মুখ্যমন্ত্রী দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছিলেন, "আমি চাই, তিন মাসের মধ্যে বিচার করে দোষীদের শাস্তি দাও । সত্যির বিচার হোক । এই ঘটনা কেউ করতে পারে বলে আমি নিজেও বিশ্বাস করি না । ঘটনা না রটনা, সেটারও বিচার হবে । বিচারে আইন যা রায় দেবে, আমাদের দল তা মেনে নেবে । বিচারে যত চরমই শাস্তি হোক, আমরা কোনও হস্তক্ষেপ করব না । যাবজ্জীবন কারাদণ্ড দিলেও আই ডোন্ট মাইন্ড ৷" এ কথা বললেও মমতা আরও বলেছিলেন, "মানুষ তো ভুল করতেই পারে ৷ একটা কথা আছে, রাইট টু মেড ব্লান্ডার্স ৷ জ্ঞানত ভুল করলে সেটা অপরাধ ৷"

কলকাতা, 26 জুলাই: কঠিন সময়েও দলনেত্রীর মতের সঙ্গেই সহমত পার্থ চট্টোপাধ্যায় (Partha comments on Mamata)৷ দুর্নীতি প্রশ্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁর থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করলেও, তাঁর দীর্ঘদিনের অনুগত পার্থর পূর্ণ আস্থা রয়েছে নেত্রীর প্রতি ৷ ভুবনেশ্বর থেকে কলকাতা ফিরে মমতার বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে সে কথাই আরও একবার বুঝিয়ে দিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী (Partha Chatterjee)৷

শিক্ষক নিয়োগে দুর্নীতি কাণ্ডে (SSC Recruitment Scam) তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা ৷ এই নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করার জন্য মুখ্যমন্ত্রী সোমবার বেছে নেন রাজ্য সরকারের বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ সম্মাননা প্রদান অনুষ্ঠানের মঞ্চকে ৷ সেখানেই তিনি বলেন, অভিযুক্ত যদি দোষী হন, বিচার ব্যবস্থা তার জন্য শাস্তিবিধান করবে । তাঁর স্পষ্ট কথা, "দুর্নীতিকে সমর্থন করা আমার নেশাও নয়, পেশাও নয় ৷ সত্যি কেউ দোষী প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ডও দিতে পারে ৷ আমি বিধায়ক, মন্ত্রী কারওকে ছেড়ে কথা বলি না ৷"

মঙ্গলবার সকালে ভুবনেশ্বরে চিকিৎসা সেরে কলকাতায় ফেরার পর বিমানবন্দরেই পার্থর সামনে এই প্রসঙ্গ টেনে আনেন সাংবাদিকরা ৷ হুইলচেয়ারে বসিয়ে যখন তাঁকে বিমানবন্দর থেকে বের করে আনা হচ্ছিল, তখন দূর থেকেই মন্ত্রীকে জানানো হয় যে, মমতা তাঁর সম্পর্কে এ কথা বলেছেন ৷ এ কথার জবাবে পার্থ একটুও না ভেবে বলেছেন, নেত্রী "ঠিকই বলেছেন !"

আরও পড়ুন: দুর্নীতিকে সমর্থন করি না, পার্থর থেকে কি দূরত্ব বাড়ালেন মমতা ?

সোমবার মুখ্যমন্ত্রী দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছিলেন, "আমি চাই, তিন মাসের মধ্যে বিচার করে দোষীদের শাস্তি দাও । সত্যির বিচার হোক । এই ঘটনা কেউ করতে পারে বলে আমি নিজেও বিশ্বাস করি না । ঘটনা না রটনা, সেটারও বিচার হবে । বিচারে আইন যা রায় দেবে, আমাদের দল তা মেনে নেবে । বিচারে যত চরমই শাস্তি হোক, আমরা কোনও হস্তক্ষেপ করব না । যাবজ্জীবন কারাদণ্ড দিলেও আই ডোন্ট মাইন্ড ৷" এ কথা বললেও মমতা আরও বলেছিলেন, "মানুষ তো ভুল করতেই পারে ৷ একটা কথা আছে, রাইট টু মেড ব্লান্ডার্স ৷ জ্ঞানত ভুল করলে সেটা অপরাধ ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.