ETV Bharat / city

Doctors Suggestion on Covid Resurge: ভারতে ওমিক্রনের নয়া ভ্যারিয়েন্ট! টেস্টে জোর চিকিৎসকদের - Covid Infection Increases

ফের বাড়ছে করোনার সংক্রমণ (Covid Infection Increases) ৷ এই নিয়ে আতঙ্কও ছড়াচ্ছে ৷ তবে এখনই এই নিয়ে আশঙ্কিত হওয়ার কিছু নেই বলে চিকিৎসকদের মত ৷ কিন্তু কোন ভ্যারিয়্যান্টে রোগীরা আক্রান্ত হচ্ছেন, তা জানতে টেস্টে জোর দিতে বলছেন চিকিৎসকরা ৷

what-doctors-are-saying-about-recent-covid-surge
Doctors Suggestion on Covid Resurge: ভারতে ওমিক্রনের নয়া ভ্যারিয়েন্ট! টেস্টে জোর চিকিৎসকদের
author img

By

Published : Jul 7, 2022, 9:39 PM IST

কলকাতা, 7 জুলাই : করোনার বাড়বাড়ন্তে নাজেহাল রাজ্যবাসী । এরই মধ্যে সাবধানবাণী দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organisation) । ভারতে খোঁজ মিলল ওমিক্রনের (Omicron) নয়া উপপ্রজাতির । নয়া বিএ 2.75 সাব-ভ্যারিয়ান্টের বিষয়ে ইতিমধ্যেই ভারতকে সতর্ক করেছে হু (WHO) ।

বুধবার সাংবাদিক বৈঠকের মাধ্যমে হু-এর প্রধান টেড্রস অ্যাডানাম ঘ্রেবেসাস জানিয়েছেন, গত দুই সপ্তাহে বিশ্বে ফের কোভিডের সংক্রমণ বেড়েছে (Covid Infection Increases) । সংক্রমণ প্রায় 30 শতাংশ বৃদ্ধি পেয়েছে । ইউরোপ ও আমেরিকায় ছড়িয়েছে ওমিক্রনের বিএ.4 ও বিএ.5 সাব-ভ্যারিয়্যান্ট । ভারতেও হানা দিয়েছে ওমিক্রনের নয়া সাব-ভ্যারিয়্যান্ট বিএ 2.75 । যার জেরেই বাড়ছে সংক্রমণ । তবে এখনই অযথা আশঙ্কিত হওয়ার দরকার নেই । পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে ।

এখনই ভয় না পেয়ে সতর্ক হওয়ার বার্তা দিচ্ছেন চিকিৎসকরাও । চিকিৎসকদের পক্ষ থেকে বলা হচ্ছে, নতুন যে ভ্যারিয়েন্ট এসেছে, তা কতটা ভয়ানক, সেটা কিছুদিন পর জানা যাবে । এখনই এই বিষয়ে মন্তব্য করা যাবে না । তবে কোভিড বা ওমিক্রন এখন ইনফ্লুয়েঞ্জার মতো হয়ে গিয়েছে । ফলে সাতদিন আইসোলেশনে থাকলেই সুস্থ হয়ে যাচ্ছেন রোগীরা ।

তবে অনেকের ক্ষেত্রেই দেখা দিয়েছে টেস্টের প্রতি অনীহা । সেখানে সাবধান করছেন চিকিৎসকরা । চিকিৎসকদের মতে, অবশ্যই টেস্ট করা দরকার । তারপরেই চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ খাওয়া উচিত । নয়তো বোঝা যাবে না, সংশ্লিষ্ট রোগী কোন ভ্যারিয়েন্টে আক্রান্ত ।

আরও পড়ুন : Corona Update in Bengal: তিন হাজার ছুঁইছুঁই রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ, মৃত আরও 2

কলকাতা, 7 জুলাই : করোনার বাড়বাড়ন্তে নাজেহাল রাজ্যবাসী । এরই মধ্যে সাবধানবাণী দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organisation) । ভারতে খোঁজ মিলল ওমিক্রনের (Omicron) নয়া উপপ্রজাতির । নয়া বিএ 2.75 সাব-ভ্যারিয়ান্টের বিষয়ে ইতিমধ্যেই ভারতকে সতর্ক করেছে হু (WHO) ।

বুধবার সাংবাদিক বৈঠকের মাধ্যমে হু-এর প্রধান টেড্রস অ্যাডানাম ঘ্রেবেসাস জানিয়েছেন, গত দুই সপ্তাহে বিশ্বে ফের কোভিডের সংক্রমণ বেড়েছে (Covid Infection Increases) । সংক্রমণ প্রায় 30 শতাংশ বৃদ্ধি পেয়েছে । ইউরোপ ও আমেরিকায় ছড়িয়েছে ওমিক্রনের বিএ.4 ও বিএ.5 সাব-ভ্যারিয়্যান্ট । ভারতেও হানা দিয়েছে ওমিক্রনের নয়া সাব-ভ্যারিয়্যান্ট বিএ 2.75 । যার জেরেই বাড়ছে সংক্রমণ । তবে এখনই অযথা আশঙ্কিত হওয়ার দরকার নেই । পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে ।

এখনই ভয় না পেয়ে সতর্ক হওয়ার বার্তা দিচ্ছেন চিকিৎসকরাও । চিকিৎসকদের পক্ষ থেকে বলা হচ্ছে, নতুন যে ভ্যারিয়েন্ট এসেছে, তা কতটা ভয়ানক, সেটা কিছুদিন পর জানা যাবে । এখনই এই বিষয়ে মন্তব্য করা যাবে না । তবে কোভিড বা ওমিক্রন এখন ইনফ্লুয়েঞ্জার মতো হয়ে গিয়েছে । ফলে সাতদিন আইসোলেশনে থাকলেই সুস্থ হয়ে যাচ্ছেন রোগীরা ।

তবে অনেকের ক্ষেত্রেই দেখা দিয়েছে টেস্টের প্রতি অনীহা । সেখানে সাবধান করছেন চিকিৎসকরা । চিকিৎসকদের মতে, অবশ্যই টেস্ট করা দরকার । তারপরেই চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ খাওয়া উচিত । নয়তো বোঝা যাবে না, সংশ্লিষ্ট রোগী কোন ভ্যারিয়েন্টে আক্রান্ত ।

আরও পড়ুন : Corona Update in Bengal: তিন হাজার ছুঁইছুঁই রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ, মৃত আরও 2

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.