ETV Bharat / city

দূরদর্শনে ক্লাসের সিদ্ধান্ত আপাতত স্থগিত

দূরদর্শনে ক্লাসের সিদ্ধান্ত আপাতত স্থগিত করল রাজ্য ৷ জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷

Durodarshan
Durodarshan
author img

By

Published : Apr 4, 2020, 4:07 PM IST

Updated : Apr 4, 2020, 6:51 PM IST

কলকাতা, 4 এপ্রিল : দেশজুড়ে লকডাউন চলছে । লকডাউন শুরু হওয়ার অনেক আগেই 16 মার্চ থেকে রাজ্যের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় 15 এপ্রিল পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে । টানা একমাসের ছুটিতে পঠন-পাঠন ব্যাহত হওয়ার আশঙ্কা প্রথম থেকেই তৈরি হয়েছিল । তারপরই দূরদর্শনের মাধ্যমে নবম থেকে দ্বাদশ শ্রেণির পঠন-পাঠনের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ কিন্তু আজ সেই সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী ৷

তিনি বলেন, "যে সমস্ত খবর পাচ্ছি, তার ভিত্তিতে মনে হচ্ছে আগামী 7 এপ্রিল থেকে দূরদর্শনে একঘণ্টার ক্লাস নেওয়ার কথা ছিল তা লাভজনক হচ্ছে না ৷ অভিভাবকরা যে সময় চাইছেন, শিক্ষকরা যে সময় চাইছেন তার সঙ্গে সামঞ্জস্য রাখা যাচ্ছে না৷ এই অবস্থায় আমরা 7 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত যে স্লট নিয়ে ভাবছিলাম তা স্থগিত রাখা হয়েছে৷"

তিনি একই সঙ্গে বলেন, "রাজ্য সরকারের যে বাংলা শিক্ষা পোর্টাল এবং অন্যান্য বিষয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল তা বহাল থাকবে ৷ অবিভাবক, শিক্ষক, ছাত্রসমাজ আমাদের কাছে বড় কথা ৷ তাঁদের যদি কাজে না লাগে উপকারে না লাগে তাহলে এমন কোনও সিদ্ধান্ত নিতে হবে যা সমগ্র ছাত্রসমাজকে উপকৃত করবে, উৎসাহিত করবে ৷"

আপাতত স্থগিত ক্লাস

উল্লেখ্য, রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গত 3 এপ্রিল ঘোষণা করেছিলেন দূরদর্শনের মাধ্যমে নবম থেকে দ্বাদশ শ্রেণির পঠন-পাঠনের ব্যবস্থা করেছে স্কুল শিক্ষা দপ্তর । সাংবাদিক বৈঠক করে তিনি ঘোষণা করেছিলেন, 7 থেকে 13 এপ্রিল পর্যন্ত প্রতিদিন কলকাতা দূরদর্শনে একঘণ্টা করে ভার্চুয়াল ক্লাস হবে । সেখানে নবম থেকে দ্বাদশ শ্রেণির বিভিন্ন বিষয়ের বিশেষ অধ্যায়ের উপর ক্লাস নেবেন বিশিষ্ট শিক্ষক ও শিক্ষাবিদরা । সেখানে প্রশ্ন করারও সুযোগ থাকবে পড়ুয়াদের । অনুষ্ঠানে আগে দেওয়া হবে ই-মেল ও হোয়াটসঅ্যাপ নম্বর । যেখানে পড়ুয়ারা প্রয়োজনীয় তথ্য জানতে চেয়ে প্রশ্ন করতে পারবে । উত্তর দেবেন শিক্ষক ও শিক্ষাবিদরা । বাড়িতে বসে যতটা সম্ভব পঠন-পাঠন চালিয়ে নিয়ে যাওয়ার জন্যই শিক্ষা দপ্তর থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী ।

কলকাতা, 4 এপ্রিল : দেশজুড়ে লকডাউন চলছে । লকডাউন শুরু হওয়ার অনেক আগেই 16 মার্চ থেকে রাজ্যের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় 15 এপ্রিল পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে । টানা একমাসের ছুটিতে পঠন-পাঠন ব্যাহত হওয়ার আশঙ্কা প্রথম থেকেই তৈরি হয়েছিল । তারপরই দূরদর্শনের মাধ্যমে নবম থেকে দ্বাদশ শ্রেণির পঠন-পাঠনের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ কিন্তু আজ সেই সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী ৷

তিনি বলেন, "যে সমস্ত খবর পাচ্ছি, তার ভিত্তিতে মনে হচ্ছে আগামী 7 এপ্রিল থেকে দূরদর্শনে একঘণ্টার ক্লাস নেওয়ার কথা ছিল তা লাভজনক হচ্ছে না ৷ অভিভাবকরা যে সময় চাইছেন, শিক্ষকরা যে সময় চাইছেন তার সঙ্গে সামঞ্জস্য রাখা যাচ্ছে না৷ এই অবস্থায় আমরা 7 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত যে স্লট নিয়ে ভাবছিলাম তা স্থগিত রাখা হয়েছে৷"

তিনি একই সঙ্গে বলেন, "রাজ্য সরকারের যে বাংলা শিক্ষা পোর্টাল এবং অন্যান্য বিষয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল তা বহাল থাকবে ৷ অবিভাবক, শিক্ষক, ছাত্রসমাজ আমাদের কাছে বড় কথা ৷ তাঁদের যদি কাজে না লাগে উপকারে না লাগে তাহলে এমন কোনও সিদ্ধান্ত নিতে হবে যা সমগ্র ছাত্রসমাজকে উপকৃত করবে, উৎসাহিত করবে ৷"

আপাতত স্থগিত ক্লাস

উল্লেখ্য, রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গত 3 এপ্রিল ঘোষণা করেছিলেন দূরদর্শনের মাধ্যমে নবম থেকে দ্বাদশ শ্রেণির পঠন-পাঠনের ব্যবস্থা করেছে স্কুল শিক্ষা দপ্তর । সাংবাদিক বৈঠক করে তিনি ঘোষণা করেছিলেন, 7 থেকে 13 এপ্রিল পর্যন্ত প্রতিদিন কলকাতা দূরদর্শনে একঘণ্টা করে ভার্চুয়াল ক্লাস হবে । সেখানে নবম থেকে দ্বাদশ শ্রেণির বিভিন্ন বিষয়ের বিশেষ অধ্যায়ের উপর ক্লাস নেবেন বিশিষ্ট শিক্ষক ও শিক্ষাবিদরা । সেখানে প্রশ্ন করারও সুযোগ থাকবে পড়ুয়াদের । অনুষ্ঠানে আগে দেওয়া হবে ই-মেল ও হোয়াটসঅ্যাপ নম্বর । যেখানে পড়ুয়ারা প্রয়োজনীয় তথ্য জানতে চেয়ে প্রশ্ন করতে পারবে । উত্তর দেবেন শিক্ষক ও শিক্ষাবিদরা । বাড়িতে বসে যতটা সম্ভব পঠন-পাঠন চালিয়ে নিয়ে যাওয়ার জন্যই শিক্ষা দপ্তর থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী ।

Last Updated : Apr 4, 2020, 6:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.