ETV Bharat / city

West Bengal Weather Update: পুজো কার্নিভালের তাল কাটতে পারে বৃষ্টি - পুজো কার্নিভাল

দুর্গা পুজো কাটলেও তার রেশ এখনও কাটেনি ৷ আজ কলকাতায় কার্নিভাল ৷ তার মধ্যেই তাল কাটতে পারে বৃষ্টি (West Bengal Weather Update) ৷

West Bengal Weather Update
কার্নিভালের তাল কাটতে পারে বৃষ্টি
author img

By

Published : Oct 8, 2022, 7:00 AM IST

কলকাতা, 8 অক্টোবর: দুর্গাপুজো হইয়াও হইল না শেষ। বিজয় দশমী পরেও প্রতিমা রয়েছে শহরের একাধিক মণ্ডপে। তাদের নিয়েই আজ শনিবার কলকাতার রেড রোডে হবে কার্নিভাল (IMD Kolkata Weathe Forecast)। এই অবস্থায় বৃষ্টি কি কার্নিভালের বিশেষ আবহে কাটা ছড়াবে ? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর আজ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। শুধু আজ নয়, আগামী তিন চারদিনও পরিস্থিতির বিশেষ পরিবর্তন হবে না বলে খবর আবহাওয়া দফতর সূত্রে (West Bengal Weather Update) ৷

কার্নিভালই শুধু নয় রবিবার লক্ষীপুজোতেও বৃষ্টি পড়তে পারে। বৃষ্টির বেশি সম্ভবনা দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাকুড়া, পুরুলিয়ায়। পশ্চিমের জেলাগুলিতে রবিবারের পর বৃষ্টি বাড়বে। সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ তবে গত বেশ কয়েকদিন ধরেই বর্ষার বিদায়ের ইঙ্গিত মিলছে আবহাওয়া দফতর। বর্ষা পুরোপুরি বিদায় নিলে হেমন্তকালের উপস্থিতি বাতাসে অনুভূত হবে। ইতিমধ্যেই ভোরের দিকে বাতাসে হিমের পরশ পাওয়া যাচ্ছে। আকাশে পেজা তুলোর মত মেঘের ভিড়। একটা নরম আবহে বৃষ্টি সত্যিই বেমানান।

আরও পড়ুন: লক্ষ্মীপুজো পর্যন্ত সঙ্গী বৃষ্টি, তারপর হয়ত রেহাই

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা 33-34 ডিগ্রিতে পৌঁছবে । এমনকী ভ্যাপসা গরম সাময়িক ভাবে ফিরতে পারে। শুক্রবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.7 ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আদ্রতা 93 শতাংশ। শনিবার আকাশ আংশিক মেঘলা থাকবে । বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রির আশেপাশে থাকবে।

কলকাতা, 8 অক্টোবর: দুর্গাপুজো হইয়াও হইল না শেষ। বিজয় দশমী পরেও প্রতিমা রয়েছে শহরের একাধিক মণ্ডপে। তাদের নিয়েই আজ শনিবার কলকাতার রেড রোডে হবে কার্নিভাল (IMD Kolkata Weathe Forecast)। এই অবস্থায় বৃষ্টি কি কার্নিভালের বিশেষ আবহে কাটা ছড়াবে ? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর আজ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। শুধু আজ নয়, আগামী তিন চারদিনও পরিস্থিতির বিশেষ পরিবর্তন হবে না বলে খবর আবহাওয়া দফতর সূত্রে (West Bengal Weather Update) ৷

কার্নিভালই শুধু নয় রবিবার লক্ষীপুজোতেও বৃষ্টি পড়তে পারে। বৃষ্টির বেশি সম্ভবনা দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাকুড়া, পুরুলিয়ায়। পশ্চিমের জেলাগুলিতে রবিবারের পর বৃষ্টি বাড়বে। সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ তবে গত বেশ কয়েকদিন ধরেই বর্ষার বিদায়ের ইঙ্গিত মিলছে আবহাওয়া দফতর। বর্ষা পুরোপুরি বিদায় নিলে হেমন্তকালের উপস্থিতি বাতাসে অনুভূত হবে। ইতিমধ্যেই ভোরের দিকে বাতাসে হিমের পরশ পাওয়া যাচ্ছে। আকাশে পেজা তুলোর মত মেঘের ভিড়। একটা নরম আবহে বৃষ্টি সত্যিই বেমানান।

আরও পড়ুন: লক্ষ্মীপুজো পর্যন্ত সঙ্গী বৃষ্টি, তারপর হয়ত রেহাই

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা 33-34 ডিগ্রিতে পৌঁছবে । এমনকী ভ্যাপসা গরম সাময়িক ভাবে ফিরতে পারে। শুক্রবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.7 ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আদ্রতা 93 শতাংশ। শনিবার আকাশ আংশিক মেঘলা থাকবে । বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রির আশেপাশে থাকবে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.