ETV Bharat / city

West Bengal suspends UK flights : কলকাতায় নামবে না ব্রিটেন ফেরত বিমান, ওমিক্রন আতঙ্কে সিদ্ধান্ত রাজ্যের - West Bengal suspends UK flights to Kolkata from January 3 amid Covid spike

গঙ্গাসাগরের দাঁড়িয়েই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় সংক্রমণ বৃদ্ধির জন্য ব্রিটেন থেকে আসা বিমানকেই দায়ী করেছিলেন । এদিন নবান্নের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কলকাতায় নামবে না ব্রিটেন ফেরত বিমান (West Bengal suspends UK flights) ৷

West Bengal suspends UK flights
ওমিক্রন আতঙ্কে সিদ্ধান্ত রাজ্যের
author img

By

Published : Dec 30, 2021, 6:28 PM IST

Updated : Dec 30, 2021, 7:41 PM IST

কলকাতা, 30 ডিসেম্বর : রাজ্যে আবার ক্রমবর্ধমান কোভিড গ্রাফ । পরিস্থিতি যাতে নাগালের বাইরে না চলে যায় তাই আগেভাগেই সতর্ক হল রাজ্য সরকার । নবান্নের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী মাসের 3 তারিখের পর থেকে ব্রিটেন থেকে আসা কোনও বিমান কলকাতা বিমানবন্দরে নামতে দেওয়া হবে না (West Bengal suspends UK flights to Kolkata) । বৃহস্পতিবার এই মর্মে একটি চিঠি কেন্দ্রকে পাঠিয়েছে নবান্ন । চিঠিতে অসামরিক বিমান মন্ত্রকের কাছে ব্রিটেন থেকে কলকাতাগামী বিমানের উড়ান বন্ধ রাখার জন্য অনুরোধ করা হয়েছে ।

একইসঙ্গে এদিন নবান্নের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিদেশ থেকে কেউ কলকাতা বিমানবন্দরে এলেই তাঁর আরটি-পিসিআর টেস্ট বাধ্যতামূলক করা হবে ।
গঙ্গাসাগরের দাঁড়িয়েও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় সংক্রমণ বৃদ্ধির জন্য ব্রিটেন থেকে আসা বিমানকেই দায়ী করেছিলেন । সে সময় তিনি জানিয়েছিলেন, এই ব্রিটেন থেকে আসা বিমান নিয়ে কী পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে ভাবনাচিন্তা চলছে ।

আরও পড়ুন : এখনই বন্ধ হচ্ছে না স্কুল, পর্যালোচনা করে সিদ্ধান্ত, জানালেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যের স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা অসামরিক বিমান মন্ত্রকের সচিবকে চিঠি দিয়ে আগামী 3 তারিখ থেকে ব্রিটেন থেকে আসা বিমান বন্ধ করার জন্য আবেদন করেন । ক্রমবর্ধমান ওমিক্রন সংক্রমণ রুখতে আগামীতে আরও কী কী পদক্ষেপ নেয় রাজ্য সরকার, সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী ।

কলকাতা, 30 ডিসেম্বর : রাজ্যে আবার ক্রমবর্ধমান কোভিড গ্রাফ । পরিস্থিতি যাতে নাগালের বাইরে না চলে যায় তাই আগেভাগেই সতর্ক হল রাজ্য সরকার । নবান্নের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী মাসের 3 তারিখের পর থেকে ব্রিটেন থেকে আসা কোনও বিমান কলকাতা বিমানবন্দরে নামতে দেওয়া হবে না (West Bengal suspends UK flights to Kolkata) । বৃহস্পতিবার এই মর্মে একটি চিঠি কেন্দ্রকে পাঠিয়েছে নবান্ন । চিঠিতে অসামরিক বিমান মন্ত্রকের কাছে ব্রিটেন থেকে কলকাতাগামী বিমানের উড়ান বন্ধ রাখার জন্য অনুরোধ করা হয়েছে ।

একইসঙ্গে এদিন নবান্নের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিদেশ থেকে কেউ কলকাতা বিমানবন্দরে এলেই তাঁর আরটি-পিসিআর টেস্ট বাধ্যতামূলক করা হবে ।
গঙ্গাসাগরের দাঁড়িয়েও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় সংক্রমণ বৃদ্ধির জন্য ব্রিটেন থেকে আসা বিমানকেই দায়ী করেছিলেন । সে সময় তিনি জানিয়েছিলেন, এই ব্রিটেন থেকে আসা বিমান নিয়ে কী পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে ভাবনাচিন্তা চলছে ।

আরও পড়ুন : এখনই বন্ধ হচ্ছে না স্কুল, পর্যালোচনা করে সিদ্ধান্ত, জানালেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যের স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা অসামরিক বিমান মন্ত্রকের সচিবকে চিঠি দিয়ে আগামী 3 তারিখ থেকে ব্রিটেন থেকে আসা বিমান বন্ধ করার জন্য আবেদন করেন । ক্রমবর্ধমান ওমিক্রন সংক্রমণ রুখতে আগামীতে আরও কী কী পদক্ষেপ নেয় রাজ্য সরকার, সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী ।

Last Updated : Dec 30, 2021, 7:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.