কলকাতা, 9 জানুয়ারি :সংক্রমণ কমার লক্ষণ নেই ৷ রাজ্যে ফের লাফিয়ে বাড়ল দৈনিক করোনা সংক্রমণ ৷ পেরিয়ে গেল 24 হাজারের গণ্ডি ৷ রবিবার স্বাস্থ্য দফতর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 24 হাজার 287 জন ৷ আগের দিন যা ছিল 18 হাজার 802 জন ৷ এর মধ্যে কলকাতায় আক্রান্ত হয়েছেন 8 হাজার 712 জন ৷ রাজ্যে গত চব্বিশ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 18 জনের (Died of Corona in Bengal) ৷ সংক্রমণের হার বেড়ে হয়েছে 33.89 শতাংশ ৷ এর ফলে রাজ্যে দ্বিতীয় ঢেউয়ের সময় দৈনিক সর্বোচ্চ সংক্রমণের সংখ্যাকেও ছাড়িয়ে গেল এদিনের আক্রান্তের সংখ্যা ৷ দ্বিতীয় ঢেউয়ে গত বছর 14 মে রাজ্য সর্বোচ্চ হয়েছিল দৈনিক সংক্রমণ, আক্রান্ত হয়েছিলেন 20 হাজার 846 জন ৷
রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু (Corona Death toll in Bengal) হয়েছে 19 হাজার 901 জনের ৷ করোনা আক্রান্ত হয়ে গত 24 ঘণ্টায় কলকাতায় প্রাণ হারিয়েছেন 5 জন ৷ উত্তর 24 পরগনাতে প্রাণ হারিয়েছেন 6 জন ৷ দক্ষিণ 24 পরগনা ও হাওড়ায় 2 জন করে প্রাণ হারিয়েছেন ৷ দক্ষিণ দিনাজপুর, হুগলি ও পূর্ব মেদিনীপুরে 1 জন করে করোনার বলি হয়েছেন ৷ রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা 17 লাখ 55 হাজার 46 জনের ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন 8 হাজার 213 জন ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন 16 লাখ 57 হাজার 34 জন ৷ আজ পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 78 হাজার 111 জন ৷ চিন্তার বিষয় হল রাজ্যে দৈনিক সুস্থ রোগীর তুলনায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা বাড়ছে ৷ কমছে সুস্থতার হারও ৷ শনিবার রাজ্যে করোনা থেকে সুস্থতার হার ছিল 95.27 শতাংশ, সোমবার তা কমে হয়েছে 94.42 শতাংশ ৷
আরও পড়ুন : করোনা আক্রান্ত সুকান্ত মজুমদার, ভর্তি হাসপাতালে
আজ 71 হাজার 664 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা 2 কোটি 18 লাখ 74 হাজার 205৷ আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন 3 লক্ষ 45 হাজার 104 জন ৷ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন 2 লক্ষ 76 হাজার 774 জন৷ সব মিলিয়ে রাজ্যে মোট 6 কোটি 63 লাখ 70 হাজার 613 জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ আর দ্বিতীয় ডোজ পেয়েছেন 4 কোটি 23 লাখ 81 হাজার 710 জন ৷