ETV Bharat / city

West Bengal Medical Council Election Illegal: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনকে অবৈধ ঘোষণা করল হাইকোর্ট - রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নির্বাচন

পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনকে অবৈধ বলে ঘোষণা করল হাইকোর্ট (West Bengal Medical Council Election Illegal)৷ বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য আজ এই নির্দেশ দিয়েছেন (Calcutta High Court)।

West Bengal medical council election illegal: Calcutta High Court
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনকে অবৈধ ঘোষণা করল হাইকোর্ট
author img

By

Published : Jun 29, 2022, 11:40 AM IST

কলকাতা, 29 জুন: ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনকে অবৈধ বলে জানাল হাইকোর্ট (West Bengal Medical Council Election Illegal)। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এই নির্দেশ দিয়েছেন (Calcutta High Court)।

বিচারপতি তাঁর নির্দেশে আজ বলেন, "নতুন ভাবে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের নির্বাচন করতে হবে । এর জন্য তৈরি করতে হবে অ্যাডহক কমিটি ।
1 অগস্ট থেকে অ্যাডহক কমিটি ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের দায়িত্ব গ্রহণ করবে । নতুন ভাবে নির্বাচন সংঘটিত করার জন্যই এই কমিটি গঠন করতে হবে ।"

বিচারপতি ভট্টাচার্যের নির্দেশ, অক্টোবরের মধ্যে নতুন নির্বাচনের ফলাফল ঘোষণা করতে হবে । নভেম্বরে নতুন ভাবে দায়িত্ব নেবে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের নতুন কমিটি । নির্বাচন না হওয়া পর্যন্ত অ্যাডহক কমিটি শুধুমাত্র আর্থিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে বলে জানিয়েছে আদালত । চিকিৎসকদের রেজিস্ট্রেশন বাতিল বা অন্য কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না এই অ্যাডহক কমিটি ।

মামলাকারী কুণাল সাহার বক্তব্য ছিল, নির্দিষ্ট আইন অনুযায়ী মেডিক্যাল কাউন্সিলের নির্বাচন করা হয়নি । যদিও মেডিক্যাল কাউন্সিলের তরফে এই বক্তব্যের বিরোধিতা করে বলা হয়, "মামলাকারী কুণাল সাহা একজন প্রবাসী ভারতীয় ৷ তিনি এই ভাবে মামলা করতে পারেন না । ভারতীয় সংবিধান অনুযায়ী তিনি একজন বিদেশি । সর্বোপরি এটা একটা জনস্বার্থ মামলা ।"

আরও পড়ুন: National Insurance Company: দুর্ঘটনায় মৃতের পরিবারকে 20 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ বিমা কোম্পানিকে

কিন্তু বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য তাঁর নির্দেশে জানান, এর আগে 2018 সালেও কুণাল সাহার বিরুদ্ধে একই অভিযোগ এনেছিল কাউন্সিল । 2018 সালের জুলাই মাসে মেডিক্যাল কাউন্সিলের নির্বাচন হয় ।

2018 সালের মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনে প্রভূত গলদের অভিযোগে এর আগেও একাধিক মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে । মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনে কর্মরত ডাক্তারদের প্রার্থী না করে সাধারণ মেডিক্যাল প্র‍্যাকটিশনারদের প্রার্থী করা হয়েছে বলে অভিযোগ ওঠে । পাশাপাশি ভোটারদের বাড়িতে ব্যালট পেপার পাঠিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করা হয় ।

কলকাতা, 29 জুন: ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনকে অবৈধ বলে জানাল হাইকোর্ট (West Bengal Medical Council Election Illegal)। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এই নির্দেশ দিয়েছেন (Calcutta High Court)।

বিচারপতি তাঁর নির্দেশে আজ বলেন, "নতুন ভাবে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের নির্বাচন করতে হবে । এর জন্য তৈরি করতে হবে অ্যাডহক কমিটি ।
1 অগস্ট থেকে অ্যাডহক কমিটি ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের দায়িত্ব গ্রহণ করবে । নতুন ভাবে নির্বাচন সংঘটিত করার জন্যই এই কমিটি গঠন করতে হবে ।"

বিচারপতি ভট্টাচার্যের নির্দেশ, অক্টোবরের মধ্যে নতুন নির্বাচনের ফলাফল ঘোষণা করতে হবে । নভেম্বরে নতুন ভাবে দায়িত্ব নেবে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের নতুন কমিটি । নির্বাচন না হওয়া পর্যন্ত অ্যাডহক কমিটি শুধুমাত্র আর্থিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে বলে জানিয়েছে আদালত । চিকিৎসকদের রেজিস্ট্রেশন বাতিল বা অন্য কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না এই অ্যাডহক কমিটি ।

মামলাকারী কুণাল সাহার বক্তব্য ছিল, নির্দিষ্ট আইন অনুযায়ী মেডিক্যাল কাউন্সিলের নির্বাচন করা হয়নি । যদিও মেডিক্যাল কাউন্সিলের তরফে এই বক্তব্যের বিরোধিতা করে বলা হয়, "মামলাকারী কুণাল সাহা একজন প্রবাসী ভারতীয় ৷ তিনি এই ভাবে মামলা করতে পারেন না । ভারতীয় সংবিধান অনুযায়ী তিনি একজন বিদেশি । সর্বোপরি এটা একটা জনস্বার্থ মামলা ।"

আরও পড়ুন: National Insurance Company: দুর্ঘটনায় মৃতের পরিবারকে 20 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ বিমা কোম্পানিকে

কিন্তু বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য তাঁর নির্দেশে জানান, এর আগে 2018 সালেও কুণাল সাহার বিরুদ্ধে একই অভিযোগ এনেছিল কাউন্সিল । 2018 সালের জুলাই মাসে মেডিক্যাল কাউন্সিলের নির্বাচন হয় ।

2018 সালের মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনে প্রভূত গলদের অভিযোগে এর আগেও একাধিক মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে । মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনে কর্মরত ডাক্তারদের প্রার্থী না করে সাধারণ মেডিক্যাল প্র‍্যাকটিশনারদের প্রার্থী করা হয়েছে বলে অভিযোগ ওঠে । পাশাপাশি ভোটারদের বাড়িতে ব্যালট পেপার পাঠিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.