ETV Bharat / city

West Bengal HS Result 2022: উচ্চমাধ্যমিকে পাশের হার 88.44%, শীর্ষে পূর্ব মেদিনীপুর

উচ্চমাধ্যমিকের ফলাফল (West Bengal HS Result 2022) প্রকাশিত হল ৷ এ বছর মোট পাশের হার 88.44 শতাংশ ৷ পরীক্ষার 44 দিনের মাথায় ফল প্রকাশ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE WB 12th exam)৷

West Bengal HS Result 2022: passed in WBCHSE WB 12th exam
উচ্চ মাধ্যমিকের ফলাফল
author img

By

Published : Jun 10, 2022, 11:14 AM IST

Updated : Jun 10, 2022, 11:59 AM IST

কলকাতা, 10 জুন: প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল (West Bengal HS Result 2022)৷ এ বছর পাশের হার 88.44 শতাংশ ৷ ছেলেদের পাশের হার 80 শতাংশ এবং মেয়েদের পাশের হার 86.58 শতাংশ । পরীক্ষা শেষ হওয়ার পর 44 দিনের মাথায় ফল প্রকাশ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE WB 12th exam)৷

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য আজ ফলঘোষণা করে জানান, এ বছর পাশ করেছেন 6,36,875 জন ৷ পাশের হারে প্রথম হয়েছে পূর্ব মেদিনীপুর ৷ সেখানে পাশের হার 98.41 শতাংশ ৷ সাত জেলায় পাশের হার সবচেয়ে বেশি । পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, কালিম্পং, বাঁকুড়া প্রথম সাতে রয়েছে । কলকাতায় পাশের হার 87.49 শতাংশ ৷ এ বছর কোনও ফল অসম্পূর্ণ নেই ৷ সামনের বছরে হোম সেন্টারে পরীক্ষা হবে না বলে জানিয়েছেন চিরঞ্জীব ভট্টাচার্য ৷

আরও পড়ুন: HS Result 2022 Merit list: উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় 272 জন, প্রথম কোচবিহারের অদিশা দেবশর্মা

শুক্রবার নির্দিষ্ট কয়েকটি ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা ৷ দুপুর 12টা থেকে সংশ্লিষ্ট ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার্থীরা নিজেদের ফলাফল দেখতে পারবেন । চাইলে ওই ওয়েবসাইটগুলি থেকে মার্কশিটের প্রিন্ট আউটও বের করে নিতে পারবেন তাঁরা ৷ আগামী 20 জুন থেকে প্রতিটি স্কুলে মার্কশিট দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে ৷

আরও পড়ুন: HS Result 2022: আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, কীভাবে জানবেন রেজাল্ট ?

এ বছর পরীক্ষা হয় অফলাইনে ৷ পরীক্ষা চলে চলতি বছরের 2 এপ্রিল থেকে 27 এপ্রিল পর্যন্ত ৷ মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল 998 ৷ পরীক্ষা দেওয়ার জন্য নথিভুক্ত হয়েছিল 7,44,655 জনের নাম ৷ পরীক্ষা দেন 7 লক্ষ 45 হাজার ছাত্রছাত্রী (HS Result out)৷ এ বার ছাত্রীদের সংখ্যা 65 হাজার 486 জন বেশি ছিল ৷

কলকাতা, 10 জুন: প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল (West Bengal HS Result 2022)৷ এ বছর পাশের হার 88.44 শতাংশ ৷ ছেলেদের পাশের হার 80 শতাংশ এবং মেয়েদের পাশের হার 86.58 শতাংশ । পরীক্ষা শেষ হওয়ার পর 44 দিনের মাথায় ফল প্রকাশ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE WB 12th exam)৷

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য আজ ফলঘোষণা করে জানান, এ বছর পাশ করেছেন 6,36,875 জন ৷ পাশের হারে প্রথম হয়েছে পূর্ব মেদিনীপুর ৷ সেখানে পাশের হার 98.41 শতাংশ ৷ সাত জেলায় পাশের হার সবচেয়ে বেশি । পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, কালিম্পং, বাঁকুড়া প্রথম সাতে রয়েছে । কলকাতায় পাশের হার 87.49 শতাংশ ৷ এ বছর কোনও ফল অসম্পূর্ণ নেই ৷ সামনের বছরে হোম সেন্টারে পরীক্ষা হবে না বলে জানিয়েছেন চিরঞ্জীব ভট্টাচার্য ৷

আরও পড়ুন: HS Result 2022 Merit list: উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় 272 জন, প্রথম কোচবিহারের অদিশা দেবশর্মা

শুক্রবার নির্দিষ্ট কয়েকটি ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা ৷ দুপুর 12টা থেকে সংশ্লিষ্ট ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার্থীরা নিজেদের ফলাফল দেখতে পারবেন । চাইলে ওই ওয়েবসাইটগুলি থেকে মার্কশিটের প্রিন্ট আউটও বের করে নিতে পারবেন তাঁরা ৷ আগামী 20 জুন থেকে প্রতিটি স্কুলে মার্কশিট দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে ৷

আরও পড়ুন: HS Result 2022: আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, কীভাবে জানবেন রেজাল্ট ?

এ বছর পরীক্ষা হয় অফলাইনে ৷ পরীক্ষা চলে চলতি বছরের 2 এপ্রিল থেকে 27 এপ্রিল পর্যন্ত ৷ মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল 998 ৷ পরীক্ষা দেওয়ার জন্য নথিভুক্ত হয়েছিল 7,44,655 জনের নাম ৷ পরীক্ষা দেন 7 লক্ষ 45 হাজার ছাত্রছাত্রী (HS Result out)৷ এ বার ছাত্রীদের সংখ্যা 65 হাজার 486 জন বেশি ছিল ৷

Last Updated : Jun 10, 2022, 11:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.