ETV Bharat / city

আমফান বিধ্বস্ত সুন্দরবনে ৫ কোটি ম্যানগ্রোভ, ঘোষণা মুখ্যমন্ত্রীর - Cyclone Amphan review meeting

আমফানে সুন্দরবন এলাকার প্রচুর ক্ষতি হয়েছে । সেই ক্ষতি মেটাতে পাঁচ কোটি ম্যানগ্রোভ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।

Mamata Banerjee
ফাইল ছবি
author img

By

Published : Jun 3, 2020, 5:21 PM IST

Updated : Jun 3, 2020, 6:34 PM IST

কলকাতা, 3 জুন : প্রায় দু'সপ্তাহ কেটে গেছে । কিন্তু তাণ্ডবের ছবি এখনও স্পষ্ট । ঘূর্ণিঝড় আমফানের দাপটে এখনও জলমগ্ন দুই 24 পরগনার বেশ কিছু এলাকা । আমফান পরবর্তী পরিস্থিতি ও রাজ্যের বর্তমান কোরোনা পরিস্থিতি নিয়ে নবান্নে পর্যালোচনা বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাও ।

বৈঠকে আজ মুখ্যমন্ত্রী বলেন, " দুই 24 পরগণার বেশ কিছু জায়গা এখনও পর্যন্ত জলমগ্ন হয়ে রয়েছে । আমফানে সুন্দরবন এলাকার প্রচুর ক্ষতি হয়েছে । সেই ক্ষতি মেটাতে পাঁচ কোটি ম্যানগ্রোভ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে সরকারের।" দক্ষিণ 24 পরগনার জয়নগর, মথুরাপুর, ক্যানিং,বাদুড়িয়া, সন্দেশখালিসহ বেশ কিছু এলাকায় এখনও কাজ চলছে বলে জানান মুখ্যমন্ত্রী । বিদ্যুৎ দপ্তরের কাজেরও প্রশংসা করেন তিনি । স্বাস্থ্য দপ্তরও ভালো কাজ করছে বলে মত মুখ্যমন্ত্রীর ।

গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার পরিস্থিতিকে সামলাতে মৎস্যচাষের খাতে 6,250 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেন ৷ এছাড়া, পাঁচ লাখ মানুষকে বাড়ি সারানোর জন্য তহবিল থেকে টাকা প্রদান করেন ৷ 23.3 লাখ কৃষককেও ফসলের ক্ষতিপূরণের জন্য টাকা দেন ৷ তিনি গতকাল টুইটারে জানান, "আমরা এখনও পর্যন্ত 1,444 কোটি টাকা প্রদান করেছি ৷"

পাশাপাশি, ভিন রাজ্য থেকে ফেরা শ্রমিকদের নিয়ে রাজনীতি হচ্ছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী । বলেন, " পরিযায়ীদের নিয়ে রাজনীতি হচ্ছে । কেউ কেউ মিথ্যা কথা বলছেন । বলছেন, আমরা না কি রাজ্যে ঢুকতে দিচ্ছি না । ঢুকতে না দিলে এত লোক এল কী করে ? আড়াই লাখ মানুষ ট্রেনে ফিরেছেন । আরও 6 লাখ মানুষ ফিরেছেন বাসে ।"

কলকাতা, 3 জুন : প্রায় দু'সপ্তাহ কেটে গেছে । কিন্তু তাণ্ডবের ছবি এখনও স্পষ্ট । ঘূর্ণিঝড় আমফানের দাপটে এখনও জলমগ্ন দুই 24 পরগনার বেশ কিছু এলাকা । আমফান পরবর্তী পরিস্থিতি ও রাজ্যের বর্তমান কোরোনা পরিস্থিতি নিয়ে নবান্নে পর্যালোচনা বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাও ।

বৈঠকে আজ মুখ্যমন্ত্রী বলেন, " দুই 24 পরগণার বেশ কিছু জায়গা এখনও পর্যন্ত জলমগ্ন হয়ে রয়েছে । আমফানে সুন্দরবন এলাকার প্রচুর ক্ষতি হয়েছে । সেই ক্ষতি মেটাতে পাঁচ কোটি ম্যানগ্রোভ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে সরকারের।" দক্ষিণ 24 পরগনার জয়নগর, মথুরাপুর, ক্যানিং,বাদুড়িয়া, সন্দেশখালিসহ বেশ কিছু এলাকায় এখনও কাজ চলছে বলে জানান মুখ্যমন্ত্রী । বিদ্যুৎ দপ্তরের কাজেরও প্রশংসা করেন তিনি । স্বাস্থ্য দপ্তরও ভালো কাজ করছে বলে মত মুখ্যমন্ত্রীর ।

গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার পরিস্থিতিকে সামলাতে মৎস্যচাষের খাতে 6,250 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেন ৷ এছাড়া, পাঁচ লাখ মানুষকে বাড়ি সারানোর জন্য তহবিল থেকে টাকা প্রদান করেন ৷ 23.3 লাখ কৃষককেও ফসলের ক্ষতিপূরণের জন্য টাকা দেন ৷ তিনি গতকাল টুইটারে জানান, "আমরা এখনও পর্যন্ত 1,444 কোটি টাকা প্রদান করেছি ৷"

পাশাপাশি, ভিন রাজ্য থেকে ফেরা শ্রমিকদের নিয়ে রাজনীতি হচ্ছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী । বলেন, " পরিযায়ীদের নিয়ে রাজনীতি হচ্ছে । কেউ কেউ মিথ্যা কথা বলছেন । বলছেন, আমরা না কি রাজ্যে ঢুকতে দিচ্ছি না । ঢুকতে না দিলে এত লোক এল কী করে ? আড়াই লাখ মানুষ ট্রেনে ফিরেছেন । আরও 6 লাখ মানুষ ফিরেছেন বাসে ।"

Last Updated : Jun 3, 2020, 6:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.