ETV Bharat / city

30 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের কনটেনমেন্ট জ়োনগুলিতে লকডাউন - Nabanna

লকডাউন সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করল নবান্ন । 30 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের সমস্ত কনটেনমেন্ট জ়োনে লকডাউন কার্যকর থাকবে ।

West Bengal government extends lockdown
ফাইল ছবি
author img

By

Published : Aug 31, 2020, 4:43 PM IST

Updated : Aug 31, 2020, 5:23 PM IST

কলকাতা, 31 অগাস্ট : লকডাউন সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করল নবান্ন । 30 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের সমস্ত কনটেনমেন্ট জ়োনে লকডাউন কার্যকর থাকবে ।

30 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে সমস্ত স্কুল, ICDS কেন্দ্র, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে । একইসঙ্গে সিনেমা হল, সুইমিং পুল, বিনোদনমূলক পার্ক ও প্রেক্ষাগৃহও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন । নিষেধাজ্ঞা জারি হয়েছে সমস্ত ধরনের জমায়েতেও ।

তবে বেশ কিছু ক্ষেত্রে কড়াকড়ি শিথিল করা হচ্ছে । এর আগে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে প্রকাশিত আনলক 4-এর গাইডলাইনে, 7 সেপ্টেম্বর থেকে মেট্রো পরিষেবা পুনরায় চালু করার ছাড়পত্র দেওয়া হয়েছিল । সেইমতো 8 সেপ্টেম্বর থেকে কলকাতা মেট্রো পরিষেবা চালু করার অনুমতি দিয়েছে নবান্ন । ধাপে ধাপে চালু হবে কলকাতা মেট্রো পরিষেবা । পাশাপাশি, 21 সেপ্টেম্বর থেকে মুক্তমঞ্চগুলিতেও অনুষ্ঠান করা যাবে । তবে সেক্ষেত্রে স্থানীয় প্রশাসনের অনুমতি নেওয়া বাধ্যতামূলক ।

West Bengal government extends lockdown
লকডাউন সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি নবান্নের (1/2)

আরও পড়ুন : 8 সেপ্টেম্বর থেকে চালু কলকাতা মেট্রো

এছাড়া পূর্ব ঘোষণা অনুযায়ী, 7 সেপ্টেম্বর (সোমবার), 11 সেপ্টেম্বর (শুক্রবার) এবং 12 সেপ্টেম্বর (শনিবার) রাজ্যে সম্পূর্ণ লকডাউন কার্যকর থাকবে । ওইদিনগুলিতে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি দপ্তর, বাণিজ্যিক কেন্দ্র বন্ধ থাকবে । সরকারি ও বেসরকারি গণপরিবহন ব্যবস্থাও সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে ওই দিনগুলিতে । রাজ্যজুড়ে লকডাউনের দিনগুলিতে যাত্রীবাহী বিমান ও রেল পরিষেবাও বন্ধ থাকবে ।

তবে স্বাস্থ্য পরিষেবায় নিযুক্ত যানবাহন চলাচলের ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা থাকছে না । খোলা থাকবে ওষুধের দোকানগুলিও । পাশাপাশি আদালত, প্রশাসনিক দপ্তর, দমকল ও অন্যান্য জরুরিকালীন পরিষেবা চালু থাকবে । বিদ্যুৎ পরিষেবা, জল, কৃষিক্ষেত্র ও চা বাগান সংক্রান্ত সমস্ত কাজ চালু থাকবে ।

West Bengal government extends lockdown
লকডাউন সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি নবান্নের (2/2)

আরও পড়ুন : কেন্দ্রের অনুমতি ছাড়া কনটেনমেন্ট জ়োনের বাইরে লকডাউন জারি করা যাবে না

অন্তঃরাজ্য ও আন্তঃরাজ্য পণ্য পরিবহনও স্বাভাবিক থাকবে । এছাড়া ই-কমার্স ও অন্যান্য আর্থিক পরিষেবাও স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে নবান্ন । সংবাদপত্র, টেলিভিশন ও সোশাল মিডিয়া সংক্রান্ত দপ্তরগুলি চালু থাকবে । খাবারের হোম ডেলিভারি দেওয়ার কাজও লকডাউনের আওতা থেকে বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

কলকাতা, 31 অগাস্ট : লকডাউন সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করল নবান্ন । 30 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের সমস্ত কনটেনমেন্ট জ়োনে লকডাউন কার্যকর থাকবে ।

30 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে সমস্ত স্কুল, ICDS কেন্দ্র, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে । একইসঙ্গে সিনেমা হল, সুইমিং পুল, বিনোদনমূলক পার্ক ও প্রেক্ষাগৃহও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন । নিষেধাজ্ঞা জারি হয়েছে সমস্ত ধরনের জমায়েতেও ।

তবে বেশ কিছু ক্ষেত্রে কড়াকড়ি শিথিল করা হচ্ছে । এর আগে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে প্রকাশিত আনলক 4-এর গাইডলাইনে, 7 সেপ্টেম্বর থেকে মেট্রো পরিষেবা পুনরায় চালু করার ছাড়পত্র দেওয়া হয়েছিল । সেইমতো 8 সেপ্টেম্বর থেকে কলকাতা মেট্রো পরিষেবা চালু করার অনুমতি দিয়েছে নবান্ন । ধাপে ধাপে চালু হবে কলকাতা মেট্রো পরিষেবা । পাশাপাশি, 21 সেপ্টেম্বর থেকে মুক্তমঞ্চগুলিতেও অনুষ্ঠান করা যাবে । তবে সেক্ষেত্রে স্থানীয় প্রশাসনের অনুমতি নেওয়া বাধ্যতামূলক ।

West Bengal government extends lockdown
লকডাউন সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি নবান্নের (1/2)

আরও পড়ুন : 8 সেপ্টেম্বর থেকে চালু কলকাতা মেট্রো

এছাড়া পূর্ব ঘোষণা অনুযায়ী, 7 সেপ্টেম্বর (সোমবার), 11 সেপ্টেম্বর (শুক্রবার) এবং 12 সেপ্টেম্বর (শনিবার) রাজ্যে সম্পূর্ণ লকডাউন কার্যকর থাকবে । ওইদিনগুলিতে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি দপ্তর, বাণিজ্যিক কেন্দ্র বন্ধ থাকবে । সরকারি ও বেসরকারি গণপরিবহন ব্যবস্থাও সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে ওই দিনগুলিতে । রাজ্যজুড়ে লকডাউনের দিনগুলিতে যাত্রীবাহী বিমান ও রেল পরিষেবাও বন্ধ থাকবে ।

তবে স্বাস্থ্য পরিষেবায় নিযুক্ত যানবাহন চলাচলের ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা থাকছে না । খোলা থাকবে ওষুধের দোকানগুলিও । পাশাপাশি আদালত, প্রশাসনিক দপ্তর, দমকল ও অন্যান্য জরুরিকালীন পরিষেবা চালু থাকবে । বিদ্যুৎ পরিষেবা, জল, কৃষিক্ষেত্র ও চা বাগান সংক্রান্ত সমস্ত কাজ চালু থাকবে ।

West Bengal government extends lockdown
লকডাউন সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি নবান্নের (2/2)

আরও পড়ুন : কেন্দ্রের অনুমতি ছাড়া কনটেনমেন্ট জ়োনের বাইরে লকডাউন জারি করা যাবে না

অন্তঃরাজ্য ও আন্তঃরাজ্য পণ্য পরিবহনও স্বাভাবিক থাকবে । এছাড়া ই-কমার্স ও অন্যান্য আর্থিক পরিষেবাও স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে নবান্ন । সংবাদপত্র, টেলিভিশন ও সোশাল মিডিয়া সংক্রান্ত দপ্তরগুলি চালু থাকবে । খাবারের হোম ডেলিভারি দেওয়ার কাজও লকডাউনের আওতা থেকে বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

Last Updated : Aug 31, 2020, 5:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.