ETV Bharat / city

Assembly Winter Session : এক বছর 8 মাস পর বিধানসভায় ফিরছে প্রশ্নোত্তর পর্ব - পশ্চিমবঙ্গ বিধানসভা শীতকালীন অধিবেশন

1 বছর 8 মাস পর পশ্চিমবঙ্গের বিধানসভায় ফিরছে প্রশ্নোত্তর পর্ব ৷ করোনা আবহে দীর্ঘদিন প্রশ্নোত্তর পর্ব বন্ধ ছিল ৷ 1 নভেম্বর থেকে শুরু হল বিধানসভার শীতকালীন অধিবেশন ৷ 2 নভেম্বর থেকে শুরু হচ্ছে প্রশ্নোত্তর পর্ব ৷

west bengal assembly winter session starts today onwards
Assembly Winter Session : 1 বছর 8 মাস পর বিধানসভায় ফিরছে প্রশ্নোত্তর পর্ব
author img

By

Published : Nov 1, 2021, 2:07 PM IST

Updated : Nov 1, 2021, 3:21 PM IST

কলকাতা, 1 নভেম্বর : আজ থেকে শুরু হল বিধানসভার শীতকালীন অধিবেশন ৷ এদিন শোক প্রস্তাব পাঠ করে শুরু হয় অধিবেশনের কাজ ৷ তবে অধিবেশনের প্রথম দিনেই প্রশ্ন ওঠে, এবার কি বিরোধীশূন্য অধিবেশন দেখবে বিধানসভা ? কারণ, শীতকালীন অধিবেশন এবার কিছুটা এগিয়ে এনে উৎসবের মধ্যেই সভার কাজ শুরু করা হয়েছে ৷ অধিবেশন চলাকালীনই রয়েছে কালীপুজো, দিওয়ালি, ভাইফোঁটা, ছট ও জগদ্ধাত্রীপুজো ৷ এদিকে, উৎসবের মধ্যেই বিধানসভা চলা নিয়ে আপত্তি জানিয়েছে বিজেপি ৷ যদিও আবার বিজেপিরই একাংশ মনে করছে, বিধায়কদের ভাতার কথা মাথায় রেখে হাজিরা জরুরি ৷ কারণ বিধানসভার তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, অধিবেশনে হাজিরা না দিলে ভাতাও দেওয়া হবে না ৷

আরও পড়ুন : Kali puja 2021 : কালী ও জগদ্ধাত্রী পুজােতেও দর্শনার্থী প্রবেশ নিয়ে হাইকোর্টে মামলা

এদিকে, আজ বিকেলে রাজ্য বিধানসভায় বিজেপি বিধায়কের বিজয়া সম্মিলনী রয়েছে ৷ সেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাড়াও প্রথম সারির অন্য বিজেপি নেতারা উপস্থিত থাকবেন ৷ সূত্রের খবর, সেখানে এই বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে ৷ তবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিরোধী দলের কাছে আবেদন করা হয়েছে, যে ক’টা দিন বিধানসভার অধিবেশন চলবে, বিজেপি বিধায়করা যেন অধিবেশনে হাজির থাকেন ৷ এখন দেখার, বিরোধীরা সেই দাবি মানেন কিনা ৷

আরও পড়ুন : Manohar Pukur Road Murder : মৃত্যুর সঙ্গে লড়ছে মেয়ে, জেলে বসে কান্নাকাটি অনুতপ্ত অরবিন্দর

উল্লেখ্য, করোনা আবহে দীর্ঘদিন বিধানসভার অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব বন্ধ থাকার পর শীতকালীন অধিবেশন থেকে ফিরতে চলেছে প্রশ্নোত্তর পর্ব ৷ বিধানসভা সূত্রে খবর, 2 নভেম্বর বিধানসভায় অধিবেশনের শুরুটাই হবে প্রশ্নোত্তর পর্ব দিয়ে ৷ চলতি বছরের 16 মার্চ শেষবারের মতো প্রশ্নোত্তর পর্ব চলেছিল রাজ্যের বিধানসভায় ৷ 1 বছর 8 মাস পর সেই প্রক্রিয়া আবার চালু হতে চলেছে ৷

কলকাতা, 1 নভেম্বর : আজ থেকে শুরু হল বিধানসভার শীতকালীন অধিবেশন ৷ এদিন শোক প্রস্তাব পাঠ করে শুরু হয় অধিবেশনের কাজ ৷ তবে অধিবেশনের প্রথম দিনেই প্রশ্ন ওঠে, এবার কি বিরোধীশূন্য অধিবেশন দেখবে বিধানসভা ? কারণ, শীতকালীন অধিবেশন এবার কিছুটা এগিয়ে এনে উৎসবের মধ্যেই সভার কাজ শুরু করা হয়েছে ৷ অধিবেশন চলাকালীনই রয়েছে কালীপুজো, দিওয়ালি, ভাইফোঁটা, ছট ও জগদ্ধাত্রীপুজো ৷ এদিকে, উৎসবের মধ্যেই বিধানসভা চলা নিয়ে আপত্তি জানিয়েছে বিজেপি ৷ যদিও আবার বিজেপিরই একাংশ মনে করছে, বিধায়কদের ভাতার কথা মাথায় রেখে হাজিরা জরুরি ৷ কারণ বিধানসভার তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, অধিবেশনে হাজিরা না দিলে ভাতাও দেওয়া হবে না ৷

আরও পড়ুন : Kali puja 2021 : কালী ও জগদ্ধাত্রী পুজােতেও দর্শনার্থী প্রবেশ নিয়ে হাইকোর্টে মামলা

এদিকে, আজ বিকেলে রাজ্য বিধানসভায় বিজেপি বিধায়কের বিজয়া সম্মিলনী রয়েছে ৷ সেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাড়াও প্রথম সারির অন্য বিজেপি নেতারা উপস্থিত থাকবেন ৷ সূত্রের খবর, সেখানে এই বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে ৷ তবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিরোধী দলের কাছে আবেদন করা হয়েছে, যে ক’টা দিন বিধানসভার অধিবেশন চলবে, বিজেপি বিধায়করা যেন অধিবেশনে হাজির থাকেন ৷ এখন দেখার, বিরোধীরা সেই দাবি মানেন কিনা ৷

আরও পড়ুন : Manohar Pukur Road Murder : মৃত্যুর সঙ্গে লড়ছে মেয়ে, জেলে বসে কান্নাকাটি অনুতপ্ত অরবিন্দর

উল্লেখ্য, করোনা আবহে দীর্ঘদিন বিধানসভার অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব বন্ধ থাকার পর শীতকালীন অধিবেশন থেকে ফিরতে চলেছে প্রশ্নোত্তর পর্ব ৷ বিধানসভা সূত্রে খবর, 2 নভেম্বর বিধানসভায় অধিবেশনের শুরুটাই হবে প্রশ্নোত্তর পর্ব দিয়ে ৷ চলতি বছরের 16 মার্চ শেষবারের মতো প্রশ্নোত্তর পর্ব চলেছিল রাজ্যের বিধানসভায় ৷ 1 বছর 8 মাস পর সেই প্রক্রিয়া আবার চালু হতে চলেছে ৷

Last Updated : Nov 1, 2021, 3:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.