ETV Bharat / city

বিজেপি যোগের জল্পনায় জল ঢাললেন স্বয়ং প্রসেনজিৎ - পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন

অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায় ৷ তার পরই প্রসেনজিতের বিজেপি যোগের জল্পনা ছড়ায় ৷ কিন্তু অভিনেতা সেই বিষয়টি অস্বীকার করেন ৷ রাজনীতিতে যোগদানের কোনও সম্ভাবনা নেই বলে ইটিভি ভারতকে জানান ৷

বিজেপি যোগের জল্পনায় জল ঢাললেন স্বয়ং প্রসেনজিৎ
বিজেপি যোগের জল্পনায় জল ঢাললেন স্বয়ং প্রসেনজিৎ
author img

By

Published : Feb 17, 2021, 11:02 PM IST

Updated : Feb 18, 2021, 7:09 AM IST

কলকাতা, 17 ফেব্রুয়ারি : সরস্বতী পুজোর সকালে মুম্বইয়ে অভিনেতা মিঠুন চক্রবর্তীর বাড়িতে হাজির হয়েছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত ৷ যা নিয়ে ব্যাপক রাজনৈতিক জল্পনা শুরু হয় ৷ কোনও কোনও মহল থেকে দাবি করা হয়, শীঘ্রই গেরুয়া শিবিরে দেখা যেতে চলেছে বাংলা সিনেমার ‘মহাগুরু‘কে ৷ যদিও সেই জল্পনায় জল ঢাললেন স্বয়ং পর্দার ‘ফাটাকেষ্ট’ ৷

কিন্তু সেই জল্পনার রেশ কাটতে না কাটতেই বাংলা সিনেমার আরও এক কিংবদন্তীর বিজেপি যোগ নিয়ে শোরগোল পড়ে যায় ৷ সরস্বতী পুজোর দিন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায় ৷ অভিনেতার হাতে তুলে দেন অমিত শাহকে নিয়ে তাঁর লেখা একটি বই ৷ এর পরই শুরু হয় জল্পনা ৷ পর্দার ‘কাকাবাবু’ কি এবার বিজেপির সদস্য হতে চলেছেন !

এই জল্পনায় ইন্ধন দেন টালিগঞ্জ ইন্ডাস্ট্রির একজন গুরুত্বপূর্ণ অভিনেতা এবং সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়া রুদ্রনীল ঘোষ ৷ তিনি একটি ফেসবুক পোস্ট করেন ৷ সেখানে প্রসেনজিৎ-অনির্বাণ ও মিঠুন-ভাগবত এর দু’টি ছবি পাশাপাশি ছিল ৷ সঙ্গে রুদ্রু লেখেন, ‘‘এই বাঙালির স্ট্রাগল, পরিশ্রম, বিচক্ষণতা, দায়িত্ববোধ ও সিদ্ধান্ত অনেক মানুষকে সাহস দেয় ! নতুন ভাবে ভাবতে শেখায় !’’ তার পর থেকেই অনেকেই ধরে নেন যে এই দু’জন সত্যিই বিজেপিতে যোগ দিতে চলেছেন ৷

বিজেপি যোগের জল্পনায় জল ঢাললেন স্বয়ং প্রসেনজিৎ
বিজেপি যোগের জল্পনায় জল ঢাললেন স্বয়ং প্রসেনজিৎ

যদিও মিঠুনের মতো প্রসেনজিৎও গোটা বিষয়টি অস্বীকার করেন ৷ এই সাক্ষাতের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই৷ তিনি রাজনীতিতে যোগ দিচ্ছেন না বলে স্পষ্ট জানান ইটিভি ভারতকে ৷ পাশাপাশি টুইটারে লেখেন, ‘‘ড. গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় কোনও রাজনৈতিক বিষয়ে কথা হয়নি ৷ আমি যে বিষয়টা ভালো পারি, সেটাই করি । আর তা হল অভিনয় ।

  • As a Bengali it’s in our culture to greet and welcome our guests. I have played host to many in the past and from varied Industries and Profession. I love and respect their views but at the same time I have my own.

    — Prosenjit Chatterjee (@prosenjitbumba) February 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : বিজেপিতে যোগ দিলেন যশ দাশগুপ্ত

একই সঙ্গে অন্য একটি টুইটে অভিনেতা লেখেন, ‘‘‘বাঙালির সংস্কৃতিই হচ্ছে অতিথিকে অভ্যর্থনা জানানো ৷ এর আগেও অন্য পেশার অনেক অতিথিকে আপ্যায়ন করেছি ৷ আমি তাঁদের মতামতকে সম্মান করি৷ কিন্ত আমার নিজেরও একটা মতামত আছে ৷’’

  • There is no political inclination nor agenda apart from meeting and greeting Dr. Ganguly. I stay focused on what I know best-Acting.

    — Prosenjit Chatterjee (@prosenjitbumba) February 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কলকাতা, 17 ফেব্রুয়ারি : সরস্বতী পুজোর সকালে মুম্বইয়ে অভিনেতা মিঠুন চক্রবর্তীর বাড়িতে হাজির হয়েছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত ৷ যা নিয়ে ব্যাপক রাজনৈতিক জল্পনা শুরু হয় ৷ কোনও কোনও মহল থেকে দাবি করা হয়, শীঘ্রই গেরুয়া শিবিরে দেখা যেতে চলেছে বাংলা সিনেমার ‘মহাগুরু‘কে ৷ যদিও সেই জল্পনায় জল ঢাললেন স্বয়ং পর্দার ‘ফাটাকেষ্ট’ ৷

কিন্তু সেই জল্পনার রেশ কাটতে না কাটতেই বাংলা সিনেমার আরও এক কিংবদন্তীর বিজেপি যোগ নিয়ে শোরগোল পড়ে যায় ৷ সরস্বতী পুজোর দিন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায় ৷ অভিনেতার হাতে তুলে দেন অমিত শাহকে নিয়ে তাঁর লেখা একটি বই ৷ এর পরই শুরু হয় জল্পনা ৷ পর্দার ‘কাকাবাবু’ কি এবার বিজেপির সদস্য হতে চলেছেন !

এই জল্পনায় ইন্ধন দেন টালিগঞ্জ ইন্ডাস্ট্রির একজন গুরুত্বপূর্ণ অভিনেতা এবং সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়া রুদ্রনীল ঘোষ ৷ তিনি একটি ফেসবুক পোস্ট করেন ৷ সেখানে প্রসেনজিৎ-অনির্বাণ ও মিঠুন-ভাগবত এর দু’টি ছবি পাশাপাশি ছিল ৷ সঙ্গে রুদ্রু লেখেন, ‘‘এই বাঙালির স্ট্রাগল, পরিশ্রম, বিচক্ষণতা, দায়িত্ববোধ ও সিদ্ধান্ত অনেক মানুষকে সাহস দেয় ! নতুন ভাবে ভাবতে শেখায় !’’ তার পর থেকেই অনেকেই ধরে নেন যে এই দু’জন সত্যিই বিজেপিতে যোগ দিতে চলেছেন ৷

বিজেপি যোগের জল্পনায় জল ঢাললেন স্বয়ং প্রসেনজিৎ
বিজেপি যোগের জল্পনায় জল ঢাললেন স্বয়ং প্রসেনজিৎ

যদিও মিঠুনের মতো প্রসেনজিৎও গোটা বিষয়টি অস্বীকার করেন ৷ এই সাক্ষাতের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই৷ তিনি রাজনীতিতে যোগ দিচ্ছেন না বলে স্পষ্ট জানান ইটিভি ভারতকে ৷ পাশাপাশি টুইটারে লেখেন, ‘‘ড. গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় কোনও রাজনৈতিক বিষয়ে কথা হয়নি ৷ আমি যে বিষয়টা ভালো পারি, সেটাই করি । আর তা হল অভিনয় ।

  • As a Bengali it’s in our culture to greet and welcome our guests. I have played host to many in the past and from varied Industries and Profession. I love and respect their views but at the same time I have my own.

    — Prosenjit Chatterjee (@prosenjitbumba) February 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : বিজেপিতে যোগ দিলেন যশ দাশগুপ্ত

একই সঙ্গে অন্য একটি টুইটে অভিনেতা লেখেন, ‘‘‘বাঙালির সংস্কৃতিই হচ্ছে অতিথিকে অভ্যর্থনা জানানো ৷ এর আগেও অন্য পেশার অনেক অতিথিকে আপ্যায়ন করেছি ৷ আমি তাঁদের মতামতকে সম্মান করি৷ কিন্ত আমার নিজেরও একটা মতামত আছে ৷’’

  • There is no political inclination nor agenda apart from meeting and greeting Dr. Ganguly. I stay focused on what I know best-Acting.

    — Prosenjit Chatterjee (@prosenjitbumba) February 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Last Updated : Feb 18, 2021, 7:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.