ETV Bharat / city

ফের বাংলায় স্টার ক্যাম্পেনার যোগী, হেভিওয়েট প্রচারে নামছে বিজেপি - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

দোরগোরায় ভোট ৷ এই অবস্থায় রাজ্যে হেভিওয়েট প্রচারের ঝড় তুলতে ব্যস্ত বঙ্গ বিজেপি ৷ বাংলায় ফের আসছেন যোগী আদিত্যনাথ, স্মৃতি ইরানির মতো নেতারা ৷ আসছেন শাহনওয়াজ হোসেন ও মনোজ তিওয়ারি ৷

west-bengal-assembly-election-2021-yogi-adityanath-smriti-irani-manoj-tiwari-coming-in-bengal-for-bjp-election-campaign
ফের বাংলায় স্টার ক্যাম্পেনার যোগী, হেভিওয়েট প্রচারে নামছে বিজেপি
author img

By

Published : Mar 12, 2021, 9:33 AM IST

কলকাতা, 12 মার্চ: 2021 বিধানসভা নির্বাচনে বাংলায় হেভিওয়েট প্রচারে নামছে বিজেপি । পরপর রাজ্যে প্রচারে আসছেন যোগী আদিত্যনাথ, স্মৃতি ইরানি, শাহনওয়াজ হোসেনের মতো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ৷ আগামী 16 মার্চ আসছেন যোগী আদিত্যনাথ, 14 মার্চ স্মৃতি ইরানি ও শাহনওয়াজ হোসেন এবং 13 মার্চ আসছেন মনোজ তিওয়ারি ।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, 16 মার্চ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুরুলিয়ার বলরামপুর কলেজ মাঠে জনসভা করবেন । এরপর তিনি হেলিকপ্টারে যাবেন রায়পুর সবুজ সংঘের মাঠে ৷ সেখানেও নির্বাচনী জনসভা রয়েছে তাঁর । এরপর পশ্চিম মেদিনীপুরের বেলদা স্টেডিয়ামে জনসভায় যোগ দেবেন যোগী আদিত্যনাথ । বঙ্গ বিজেপি নেতৃত্ব যোগী আদিত্যনাথকে স্টার ক্যাম্পেনার হিসেবে চিহ্নিত করেছে ।

আদিত্যনাথের সফরের আগে 14 মার্চ স্মৃতি ইরানি ফকির ডাঙা মানবাজার মাঠে জনসভা করবেন । এরপর কাঁথি উত্তরের বিজেপি বিধায়কের সমর্থনে জনসভায় অংশ নেবেন । ওই একই দিনে রাজ্যে আসছেন উত্তরপ্রদেশের মন্ত্রী শাহনওয়াজ হোসেন ৷ তমলুকে রাজনৈতিক জনসভা করবেন তিনি । বিজেপি প্রার্থীদের হয়ে চালাবেন নির্বাচনী প্রচার। শেষে মেদিনীপুর পশ্চিম খড়গপুর বিধানসভা কেন্দ্রে প্রচার করবেন শাহনওয়াজ হোসেন ।

আরও পড়ুন: হুইলচেয়ারেই প্রচার করবেন মমতা, চিকিৎসকদের অনুমতির অপেক্ষা

এর আগের দিন 13 মার্চ মনোজ তিওয়ারি প্রথমে পুরুলিয়ার গোরাবাজার হাইস্কুল মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেবেন । পুরুলিয়ার বড় বাজার এলাকায় সভা করবেন তিনি । খড়গপুর বিধানসভা কেন্দ্রেও রাজনৈতিক জনসভায় অংশ নেবেন তিনি ।

আরও পড়ুন: আজ মনোনয়ন পেশ শুভেন্দুর, নন্দীগ্রামে থাকছেন স্মৃতি-ধর্মেন্দ্ররা

বিজেপির সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়ের বলেছেন, "আমরা সবসময়ই হেভিওয়েট কেন্দ্রীয় নেতাদের রাজ্যে প্রচারে নিয়ে আসতে চাই । রাজ্যে প্রচারে ঝড় তুলবেন যোগী আদিত্যনাথ । চমক হিসেবে থাকছে মনোজ তিওয়ারি ।"

বিধানসভা নির্বাচনের প্রচারে ঘন ঘন বাংলা সফরে অভ্যস্ত হয়ে উঠেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ কেন্দ্রীয় নেতারা কয়েকদিন অন্তর অন্তরই রাজ্যে প্রচারে আসছেন ৷ ভোট এগিয়ে আসতেই সেই ধারায় আরও জোয়ার এনে পরপর যোগী-স্মৃতিদের মতো নেতাদের রাজ্যে এনে প্রচারে ঝড় তুলতে মরিয়া গেরুয়া শিবির ৷ তাদের হেভিওয়েট প্রচার কতটা কার্যকরী হয়, তার উত্তর মিলবে 2 মে ৷

কলকাতা, 12 মার্চ: 2021 বিধানসভা নির্বাচনে বাংলায় হেভিওয়েট প্রচারে নামছে বিজেপি । পরপর রাজ্যে প্রচারে আসছেন যোগী আদিত্যনাথ, স্মৃতি ইরানি, শাহনওয়াজ হোসেনের মতো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ৷ আগামী 16 মার্চ আসছেন যোগী আদিত্যনাথ, 14 মার্চ স্মৃতি ইরানি ও শাহনওয়াজ হোসেন এবং 13 মার্চ আসছেন মনোজ তিওয়ারি ।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, 16 মার্চ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুরুলিয়ার বলরামপুর কলেজ মাঠে জনসভা করবেন । এরপর তিনি হেলিকপ্টারে যাবেন রায়পুর সবুজ সংঘের মাঠে ৷ সেখানেও নির্বাচনী জনসভা রয়েছে তাঁর । এরপর পশ্চিম মেদিনীপুরের বেলদা স্টেডিয়ামে জনসভায় যোগ দেবেন যোগী আদিত্যনাথ । বঙ্গ বিজেপি নেতৃত্ব যোগী আদিত্যনাথকে স্টার ক্যাম্পেনার হিসেবে চিহ্নিত করেছে ।

আদিত্যনাথের সফরের আগে 14 মার্চ স্মৃতি ইরানি ফকির ডাঙা মানবাজার মাঠে জনসভা করবেন । এরপর কাঁথি উত্তরের বিজেপি বিধায়কের সমর্থনে জনসভায় অংশ নেবেন । ওই একই দিনে রাজ্যে আসছেন উত্তরপ্রদেশের মন্ত্রী শাহনওয়াজ হোসেন ৷ তমলুকে রাজনৈতিক জনসভা করবেন তিনি । বিজেপি প্রার্থীদের হয়ে চালাবেন নির্বাচনী প্রচার। শেষে মেদিনীপুর পশ্চিম খড়গপুর বিধানসভা কেন্দ্রে প্রচার করবেন শাহনওয়াজ হোসেন ।

আরও পড়ুন: হুইলচেয়ারেই প্রচার করবেন মমতা, চিকিৎসকদের অনুমতির অপেক্ষা

এর আগের দিন 13 মার্চ মনোজ তিওয়ারি প্রথমে পুরুলিয়ার গোরাবাজার হাইস্কুল মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেবেন । পুরুলিয়ার বড় বাজার এলাকায় সভা করবেন তিনি । খড়গপুর বিধানসভা কেন্দ্রেও রাজনৈতিক জনসভায় অংশ নেবেন তিনি ।

আরও পড়ুন: আজ মনোনয়ন পেশ শুভেন্দুর, নন্দীগ্রামে থাকছেন স্মৃতি-ধর্মেন্দ্ররা

বিজেপির সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়ের বলেছেন, "আমরা সবসময়ই হেভিওয়েট কেন্দ্রীয় নেতাদের রাজ্যে প্রচারে নিয়ে আসতে চাই । রাজ্যে প্রচারে ঝড় তুলবেন যোগী আদিত্যনাথ । চমক হিসেবে থাকছে মনোজ তিওয়ারি ।"

বিধানসভা নির্বাচনের প্রচারে ঘন ঘন বাংলা সফরে অভ্যস্ত হয়ে উঠেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ কেন্দ্রীয় নেতারা কয়েকদিন অন্তর অন্তরই রাজ্যে প্রচারে আসছেন ৷ ভোট এগিয়ে আসতেই সেই ধারায় আরও জোয়ার এনে পরপর যোগী-স্মৃতিদের মতো নেতাদের রাজ্যে এনে প্রচারে ঝড় তুলতে মরিয়া গেরুয়া শিবির ৷ তাদের হেভিওয়েট প্রচার কতটা কার্যকরী হয়, তার উত্তর মিলবে 2 মে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.