ETV Bharat / city

বিজেপির নির্দেশে কাজ করছে কমিশন, বীরেন্দ্রর অপসারণে তোপ তৃণমূলের - sougata roy

বিজেপির রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের বক্তব্য, কমিশন যেটা ভালো বুঝেছে তাই করেছে । রাজ্যে যাতে শান্তিপূর্ণ নির্বাচন হয় সেটা দেখার দ্বায়িত্ব নির্বাচন কমিশনের ।

dg-birendra-that-election-commission-is-working-under-direction-of-bjp
dg-birendra-that-election-commission-is-working-under-direction-of-bjp
author img

By

Published : Mar 10, 2021, 6:31 PM IST

কলকাতা, 10 মার্চ : গতকালই পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে অপসারিত করেছে নির্বাচন কমিশন । তাঁর জায়গায় নতুন ডিজি করা হয়েছে পি নীরজনয়নকে । বীরেন্দ্রকে যে শুধুমাত্র অপসারিত করা হয়েছে তাই নয়, কমিশনের নির্দেশ অনুযায়ী নির্বাচন প্রক্রিয়ার সরাসরি যোগাযোগ আছে এরকম কোনও পদে থাকতে পারবেন না তিনি ।

এদিকে বীরেন্দ্রর অপসারণ নিয়ে নির্বাচন কমিশনের উপর খড়গহস্ত হয়েছে তৃণমূল নেতৃত্ব । এই প্রসঙ্গে তৃণমূল সংসদ সৌগত রায় বলেন, বিজেপির ইচ্ছে এবং নির্দেশ অনুযায়ী কাজ করছে নির্বাচন কমিশন । বিজেপি যা বলছে তাই করছে । কমিশনের হাতে ক্ষমতা আছে তাই এই ব্যাপারে আমাদের কিছুই করার নেই । বীরেন্দ্র একজন সৎ এবং নিরপেক্ষ অফিসার । কিন্তু এইভাবে তৃণমূল কংগ্রেসকে দমিয়ে রাখা যাবে না । আমরা এই প্রতিকূলতার মধ্যেই নির্বাচন লড়ব এবং জিতব ৷

আরও পড়ুন: হিন্দু ধর্মকে অপমান করছেন মমতা : শুভেন্দু

বীরেন্দ্রর অপসারণের নির্দেশকে স্বাগত জানিয়েছে বিজেপির রাজ্য নেতৃত্ব । বিজেপির রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, কমিশন যেটা ভালো বুঝেছে তাই করেছে । রাজ্যে যাতে শান্তিপূর্ণ নির্বাচন হয় সেটা দেখার দ্বায়িত্ব নির্বাচন কমিশনের । তাই তারা যা ভালো বুঝেছে তাই করেছে ৷

গত বেশকিছু দিন ধরেই বীরেন্দ্রর বিরুদ্ধে সরব হয়েছিল বিজেপি সহ বিরোধী দলগুলি । তাদের বক্তব্য ছিল, তিনি তৃণমূলের হয়ে কাজ করেছেন । গত বছর ডিসেম্বর মাসে কলকাতায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা হয় । তারপরে কেন্দ্রীয় গৃহমন্ত্রক বীরেন্দ্র এবং রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায়কে ডেকে পাঠায় দিল্লিতে । তখন এই বিষয়ে সরব হয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও ।

কলকাতা, 10 মার্চ : গতকালই পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে অপসারিত করেছে নির্বাচন কমিশন । তাঁর জায়গায় নতুন ডিজি করা হয়েছে পি নীরজনয়নকে । বীরেন্দ্রকে যে শুধুমাত্র অপসারিত করা হয়েছে তাই নয়, কমিশনের নির্দেশ অনুযায়ী নির্বাচন প্রক্রিয়ার সরাসরি যোগাযোগ আছে এরকম কোনও পদে থাকতে পারবেন না তিনি ।

এদিকে বীরেন্দ্রর অপসারণ নিয়ে নির্বাচন কমিশনের উপর খড়গহস্ত হয়েছে তৃণমূল নেতৃত্ব । এই প্রসঙ্গে তৃণমূল সংসদ সৌগত রায় বলেন, বিজেপির ইচ্ছে এবং নির্দেশ অনুযায়ী কাজ করছে নির্বাচন কমিশন । বিজেপি যা বলছে তাই করছে । কমিশনের হাতে ক্ষমতা আছে তাই এই ব্যাপারে আমাদের কিছুই করার নেই । বীরেন্দ্র একজন সৎ এবং নিরপেক্ষ অফিসার । কিন্তু এইভাবে তৃণমূল কংগ্রেসকে দমিয়ে রাখা যাবে না । আমরা এই প্রতিকূলতার মধ্যেই নির্বাচন লড়ব এবং জিতব ৷

আরও পড়ুন: হিন্দু ধর্মকে অপমান করছেন মমতা : শুভেন্দু

বীরেন্দ্রর অপসারণের নির্দেশকে স্বাগত জানিয়েছে বিজেপির রাজ্য নেতৃত্ব । বিজেপির রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, কমিশন যেটা ভালো বুঝেছে তাই করেছে । রাজ্যে যাতে শান্তিপূর্ণ নির্বাচন হয় সেটা দেখার দ্বায়িত্ব নির্বাচন কমিশনের । তাই তারা যা ভালো বুঝেছে তাই করেছে ৷

গত বেশকিছু দিন ধরেই বীরেন্দ্রর বিরুদ্ধে সরব হয়েছিল বিজেপি সহ বিরোধী দলগুলি । তাদের বক্তব্য ছিল, তিনি তৃণমূলের হয়ে কাজ করেছেন । গত বছর ডিসেম্বর মাসে কলকাতায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা হয় । তারপরে কেন্দ্রীয় গৃহমন্ত্রক বীরেন্দ্র এবং রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায়কে ডেকে পাঠায় দিল্লিতে । তখন এই বিষয়ে সরব হয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.