ETV Bharat / city

মমতা-শুভেন্দুর সম্মুখসমরে অকুতভয় কুলটির মীনাক্ষী

author img

By

Published : Mar 10, 2021, 9:42 PM IST

Updated : Mar 10, 2021, 11:05 PM IST

কুলটির চলবলপুর গ্রামে বাড়ি মীনাক্ষী মুখোপাধ্যায়ের । বাবা সাগর মুখোপাধ্যায় সিপিআই(এম)-এর জোনাল কমিটির সম্পাদক ছিলেন । কুলটির প্রভাবশালী বাম নেতা তিনি । বর্তমানে কুলটির এরিয়া সম্পাদক সাগরবাবু । আদর্শ বামপন্থী পরিবেশেই বেড়ে ওঠা মীনাক্ষীর ।

meenakshi-mukherjee-a-girl-from-chalbalpur-village-is-now-rival-of-mamata-banerjee-and-suvendu-adhikari
meenakshi-mukherjee-a-girl-from-chalbalpur-village-is-now-rival-of-mamata-banerjee-and-suvendu-adhikari

আসানসোল, 10 মার্চ : কর্মসংস্থানের দাবিতে, শিক্ষার দাবিতে, মানুষের অধিকারের দাবিতে লড়াই করব ৷ নন্দীগ্রামে প্রার্থী হয়ে বললেন মীনাক্ষী মুখোপাধ্যায় ৷ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপির বিগশট নেতা শুভেন্দু অধিকারী যে কেন্দ্রের প্রার্থী, সেই কেন্দ্রে বামেদের প্রার্থী হলেন মফস্বলের মেয়ে মীনাক্ষী মুখোপাধ্যায় । নন্দীগ্রামে প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পর রীতিমতো আত্মবিশ্বাসী তিনি ৷

কুলটির চলবলপুর গ্রামে বাড়ি মীনাক্ষী মুখোপাধ্যায়ের । বাবা সাগর মুখোপাধ্যায় সিপিআই(এম)-এর জোনাল কমিটির সম্পাদক ছিলেন । কুলটির প্রভাবশালী বাম নেতা তিনি । বর্তমানে কুলটির এরিয়া সম্পাদক সাগরবাবু । আদর্শ বামপন্থী পরিবেশেই বেড়ে ওঠা মীনাক্ষীর । মাইক্রো বায়োলজিতে স্নাতক মীনাক্ষী মুখোপাধ্যায় । কুলটি কলেজে পার্টটাইম চাকরিও করতেন । কিন্তু বামপন্থী আন্দোলনের স্বার্থেই চাকুরিতে ইস্তফা দেন । নিম্ন মধ্যবিত্তের সাধারণ জীবনযাপনে অভ্যস্ত সাগরবাবু ও মীনাক্ষী । অ্যাসবেসটসের বাড়িতে থাকেন ।

আরও পড়ুন : নন্দীগ্রাম-সিঙ্গুরে সূর্যোদয়ের আশায় বামেদের তরুণ ব্রিগেড

বাম যুব আন্দোলনে মীনাক্ষীর আত্মপ্রকাশ নয়ের দশকের শেষ দিকে । 2001 সালে ডিওয়াইএফআই কুলটি লোকাল কমিটির সদস্য হন তিনি । 2005 সালে ওই লোকাল কমিটির সম্পাদক হন । এরপর জেলা কমিটি ও রাজ্য কমিটির সদস্য হন । বর্তমানে রাজ্য কমিটির সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় । গোটা রাজ্যেই যুব আন্দোলনের পরিচিত মুখ তিনি । তাঁর ক্ষুরধার বক্তব্য, হিন্দি ভাষায় দখল অন্যদের থেকে তাঁকে আলাদা করেছে । সাম্প্রতিককালে বামেদের নবান্ন অভিযানে গুরুত্বপূর্ণ ভুমিকা নিতে দেখা গেছে মীনাক্ষীকে ৷ ওইদিন বাম যুব নেত্রী নিজেও আহত হন । তবে লড়াইয়ের মাঠ ছাড়েননি ৷

প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় ইটিভি ভারতের প্রতিনিধিকে ফোনে মীনাক্ষী মুখোপাধ্যায় বললেন, লড়াইটা ছিলই, লড়বও । কর্মসংস্থানের দাবি, শিক্ষার দাবি, মানুষের অধিকারের দাবিতে যে লড়াই করছিলাম, সেই লড়াই-ই করব ।

কিন্তু বিপক্ষের দু'জন হেভিওয়েট প্রার্থী । কী বলবেন ? মীনাক্ষীর উত্তর, সংযুক্ত মোর্চা ও বামফ্রন্ট আমাকে প্রার্থী করেছে । মানছি রাজ্যের গুরুত্বপূর্ণ সিট । কিন্তু আমাদের কাছে একই । 294টা আসনে যেভাবে আমরা কাজের দাবিতে, শিক্ষার দাবিতে, যারা মানুষের টুঁটি চেপে ধরতে চায় তাদের বিরুদ্ধে লড়ছি, সেভাবেই লড়ব ।

আসানসোল, 10 মার্চ : কর্মসংস্থানের দাবিতে, শিক্ষার দাবিতে, মানুষের অধিকারের দাবিতে লড়াই করব ৷ নন্দীগ্রামে প্রার্থী হয়ে বললেন মীনাক্ষী মুখোপাধ্যায় ৷ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপির বিগশট নেতা শুভেন্দু অধিকারী যে কেন্দ্রের প্রার্থী, সেই কেন্দ্রে বামেদের প্রার্থী হলেন মফস্বলের মেয়ে মীনাক্ষী মুখোপাধ্যায় । নন্দীগ্রামে প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পর রীতিমতো আত্মবিশ্বাসী তিনি ৷

কুলটির চলবলপুর গ্রামে বাড়ি মীনাক্ষী মুখোপাধ্যায়ের । বাবা সাগর মুখোপাধ্যায় সিপিআই(এম)-এর জোনাল কমিটির সম্পাদক ছিলেন । কুলটির প্রভাবশালী বাম নেতা তিনি । বর্তমানে কুলটির এরিয়া সম্পাদক সাগরবাবু । আদর্শ বামপন্থী পরিবেশেই বেড়ে ওঠা মীনাক্ষীর । মাইক্রো বায়োলজিতে স্নাতক মীনাক্ষী মুখোপাধ্যায় । কুলটি কলেজে পার্টটাইম চাকরিও করতেন । কিন্তু বামপন্থী আন্দোলনের স্বার্থেই চাকুরিতে ইস্তফা দেন । নিম্ন মধ্যবিত্তের সাধারণ জীবনযাপনে অভ্যস্ত সাগরবাবু ও মীনাক্ষী । অ্যাসবেসটসের বাড়িতে থাকেন ।

আরও পড়ুন : নন্দীগ্রাম-সিঙ্গুরে সূর্যোদয়ের আশায় বামেদের তরুণ ব্রিগেড

বাম যুব আন্দোলনে মীনাক্ষীর আত্মপ্রকাশ নয়ের দশকের শেষ দিকে । 2001 সালে ডিওয়াইএফআই কুলটি লোকাল কমিটির সদস্য হন তিনি । 2005 সালে ওই লোকাল কমিটির সম্পাদক হন । এরপর জেলা কমিটি ও রাজ্য কমিটির সদস্য হন । বর্তমানে রাজ্য কমিটির সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় । গোটা রাজ্যেই যুব আন্দোলনের পরিচিত মুখ তিনি । তাঁর ক্ষুরধার বক্তব্য, হিন্দি ভাষায় দখল অন্যদের থেকে তাঁকে আলাদা করেছে । সাম্প্রতিককালে বামেদের নবান্ন অভিযানে গুরুত্বপূর্ণ ভুমিকা নিতে দেখা গেছে মীনাক্ষীকে ৷ ওইদিন বাম যুব নেত্রী নিজেও আহত হন । তবে লড়াইয়ের মাঠ ছাড়েননি ৷

প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় ইটিভি ভারতের প্রতিনিধিকে ফোনে মীনাক্ষী মুখোপাধ্যায় বললেন, লড়াইটা ছিলই, লড়বও । কর্মসংস্থানের দাবি, শিক্ষার দাবি, মানুষের অধিকারের দাবিতে যে লড়াই করছিলাম, সেই লড়াই-ই করব ।

কিন্তু বিপক্ষের দু'জন হেভিওয়েট প্রার্থী । কী বলবেন ? মীনাক্ষীর উত্তর, সংযুক্ত মোর্চা ও বামফ্রন্ট আমাকে প্রার্থী করেছে । মানছি রাজ্যের গুরুত্বপূর্ণ সিট । কিন্তু আমাদের কাছে একই । 294টা আসনে যেভাবে আমরা কাজের দাবিতে, শিক্ষার দাবিতে, যারা মানুষের টুঁটি চেপে ধরতে চায় তাদের বিরুদ্ধে লড়ছি, সেভাবেই লড়ব ।

Last Updated : Mar 10, 2021, 11:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.