ETV Bharat / city

কোভিড ভ্যাকসিন কিনে টিকাকরণ করতে চায় রাজ্য, প্রধানমন্ত্রীকে চিঠি মমতার

author img

By

Published : Feb 24, 2021, 7:21 PM IST

Updated : Feb 24, 2021, 8:06 PM IST

ভোটের আগেই বিনামূল্যে গণ টিকাকরণ করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাও আবার রাজ্য সরকারের খরচে । বুধবার এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন তিনি ।

ূ

কলকাতা, 24 ফেব্রুয়ারি : ভোটের আগেই বিনামূল্যে গণ টিকাকরণ করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাও আবার রাজ্য সরকারের খরচে । বুধবার এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন তিনি । মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন যে বাংলার মানুষকে বিনামূল্যে কোভিড টিকা দেওয়ার ব্যবস্থা করবে রাজ্য সরকার । এদিন সেই প্রতিশ্রুতি রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ করলেন তিনি ।

মুখ্যমন্ত্রী আজ, বুধবার যে চিঠি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লিখেছেন তাতে তিনি উল্লেখ করেছেন যে করোনা ভাইরাস রুখতে রাজ্যে যে টিকাকরণ চলছে, তা পর্যাপ্ত নয় । কেন্দ্রীয় সরকার স্বাস্থ্যকর্মী, পুলিশকর্মী, পুরকর্মী ও অন্যান্য প্রথমসারির কোভিড যোদ্ধাদের জরুরি ভিত্তিতে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেছে । তার পরও ভোটমুখী পশ্চিমবঙ্গে নিরাপদ নির্বাচনের জন্য সকল সরকারি ও আধা সরকারি কর্মীদের টিকাকরণ আবশ্যক । তবে আশঙ্কার বিষয় নির্বাচনের জন্য টিকা না নিয়ে বহু মানুষ ভোটকেন্দ্রে হাজির হবেন । সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়া ও সকলের সুস্বাস্থ্যের স্বার্থে গণটিকাকরণ প্রয়োজন বলে মনে করছে রাজ্য সরকার ।

কোভিড ভ্যাকসিন কিনে টিকাকরণ করতে চায় রাজ্য, প্রধানমন্ত্রীকে চিঠি মমতার
কোভিড ভ্যাকসিন কিনে টিকাকরণ করতে চায় রাজ্য, প্রধানমন্ত্রীকে চিঠি মমতার

চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘রাজ্যের সকল নাগরিককে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । এ বিষয়ে ভাবনাচিন্তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি । রাজ্যবাসীকে বিনামূল্যে টিকা দেওয়ার জন্যে অগ্রাধিকারভিত্তিতে ভ্যাকসিন কিনতে চায় রাজ্য সরকার ।’’

আরও পড়ুন : নন্দীগ্রামে প্রার্থী দিতে আব্বাসকে আবেদন বামের

তৃণমূল কংগ্রেসের একটি অংশের ব্যাখ্যা, ভোটের আগে বাংলার সকল নাগরিকের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন মমতা । তাই জানুয়ারি থেকে গোটা দেশে ধাপে ধাপে টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে, তাতে সন্তুষ্ট নন রাজ্যের প্রশাসনিক প্রধান । প্রথম ধাপে সামনের সারির কোভিড যোদ্ধাদের পর দ্বিতীয়ধাপে ১ মার্চ থেকে ষাটোর্ধ্বদের দেওয়া হবে টিকা । টিকাকরণের খরচ বহন করছে কেন্দ্রীয় সরকার । বাজেটে অর্থ বরাদ্দ করাও হয়েছে । তবে মুখ্যমন্ত্রী চাইছেন, কোভিড টিকা গ্রহণ করেই বাংলার মানুষ ভোটকেন্দ্রে উপস্থিত হোক । যাতে নতুন করে সংক্রমণ ছাড়ানোর আশংকা অনেক কমে যায় ।

কলকাতা, 24 ফেব্রুয়ারি : ভোটের আগেই বিনামূল্যে গণ টিকাকরণ করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাও আবার রাজ্য সরকারের খরচে । বুধবার এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন তিনি । মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন যে বাংলার মানুষকে বিনামূল্যে কোভিড টিকা দেওয়ার ব্যবস্থা করবে রাজ্য সরকার । এদিন সেই প্রতিশ্রুতি রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ করলেন তিনি ।

মুখ্যমন্ত্রী আজ, বুধবার যে চিঠি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লিখেছেন তাতে তিনি উল্লেখ করেছেন যে করোনা ভাইরাস রুখতে রাজ্যে যে টিকাকরণ চলছে, তা পর্যাপ্ত নয় । কেন্দ্রীয় সরকার স্বাস্থ্যকর্মী, পুলিশকর্মী, পুরকর্মী ও অন্যান্য প্রথমসারির কোভিড যোদ্ধাদের জরুরি ভিত্তিতে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেছে । তার পরও ভোটমুখী পশ্চিমবঙ্গে নিরাপদ নির্বাচনের জন্য সকল সরকারি ও আধা সরকারি কর্মীদের টিকাকরণ আবশ্যক । তবে আশঙ্কার বিষয় নির্বাচনের জন্য টিকা না নিয়ে বহু মানুষ ভোটকেন্দ্রে হাজির হবেন । সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়া ও সকলের সুস্বাস্থ্যের স্বার্থে গণটিকাকরণ প্রয়োজন বলে মনে করছে রাজ্য সরকার ।

কোভিড ভ্যাকসিন কিনে টিকাকরণ করতে চায় রাজ্য, প্রধানমন্ত্রীকে চিঠি মমতার
কোভিড ভ্যাকসিন কিনে টিকাকরণ করতে চায় রাজ্য, প্রধানমন্ত্রীকে চিঠি মমতার

চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘রাজ্যের সকল নাগরিককে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । এ বিষয়ে ভাবনাচিন্তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি । রাজ্যবাসীকে বিনামূল্যে টিকা দেওয়ার জন্যে অগ্রাধিকারভিত্তিতে ভ্যাকসিন কিনতে চায় রাজ্য সরকার ।’’

আরও পড়ুন : নন্দীগ্রামে প্রার্থী দিতে আব্বাসকে আবেদন বামের

তৃণমূল কংগ্রেসের একটি অংশের ব্যাখ্যা, ভোটের আগে বাংলার সকল নাগরিকের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন মমতা । তাই জানুয়ারি থেকে গোটা দেশে ধাপে ধাপে টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে, তাতে সন্তুষ্ট নন রাজ্যের প্রশাসনিক প্রধান । প্রথম ধাপে সামনের সারির কোভিড যোদ্ধাদের পর দ্বিতীয়ধাপে ১ মার্চ থেকে ষাটোর্ধ্বদের দেওয়া হবে টিকা । টিকাকরণের খরচ বহন করছে কেন্দ্রীয় সরকার । বাজেটে অর্থ বরাদ্দ করাও হয়েছে । তবে মুখ্যমন্ত্রী চাইছেন, কোভিড টিকা গ্রহণ করেই বাংলার মানুষ ভোটকেন্দ্রে উপস্থিত হোক । যাতে নতুন করে সংক্রমণ ছাড়ানোর আশংকা অনেক কমে যায় ।

Last Updated : Feb 24, 2021, 8:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.