ETV Bharat / city

নন্দীগ্রাম দিবসের আবহেই নন্দীগ্রামে মনোনয়ন পেশ মমতার, সমাপতন ? - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

নন্দীগ্রাম দিবসের আবহেই নন্দীগ্রামে মনোনয়ন পত্র পেশ করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । 14 মার্চ নন্দীগ্রাম দিবস । আর মমতা নন্দীগ্রামে মনোনয়ন পত্র পেশ করবেন আগামী 11 মার্চ ।

west bengal assembly election 2021: mamata banerjee to file nomination for nandigram seat on 11th march
নন্দীগ্রাম দিবসের আবহেই নন্দীগ্রামে মনোনয়ন পেশ মমতার
author img

By

Published : Mar 4, 2021, 10:03 AM IST

কলকাতা, 4 মার্চ: মার্চ হল বাংলার আন্দোলনের মাস । রাজ্যের ইতিহাসে রক্ত দিয়ে লেখা আছে 14 মার্চের ঘটনা । 2007 সালে সামান্য একটা কৃষক আন্দোলনের স্ফুলিঙ্গ সেই দিন হয়ে উঠেছিল আগুনের লেলিহান শিখা । বাম জমানার পুলিশবাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে ও পুলিশের গুলিতে রক্তে লাল হয় নন্দীগ্রামের পথ । সেই নন্দীগ্রাম দিবসের মাত্র 3 দিন আগেই আসন্ন বিধানসভা নির্বাচনে লড়ার জন্য মনোনয়ন পত্র জমা দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আসন সেই নন্দীগ্রামই । আশ্চর্য সমাপতন? নাকি বিশেষ কোনও বার্তা বহন করছে এই দুই ঘটনা?

এ বারের ভোটের নানা চমকের মধ্যে অন্যতম চমকটি গত 18 জানুয়ারি দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, একুশে কৃষক আন্দোলনের ভিত্তিভূমি 'নন্দীগ্রাম' থেকে তিনি ভোটে লড়বেন । তিনি জানান, নন্দীগ্রাম তাঁর কাছে ‘লাকি’ । তাই এ বার সেখান থেকে ভোটে দাঁড়াচ্ছেন তিনি ।

শুক্রবার থেকে দ্বিতীয় দফার 30 আসনের মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ শুরু হবে । ওই 30 আসনের মধ্যে রয়েছে নন্দীগ্রাম । সেই আসনে প্রার্থী হিসেবে দাঁড়ানোর কথা আগেই ঘোষণা করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । সেই কথা মাথায় রেখে আগামী 11মার্চ অর্থাৎ শিবরাত্রির দিন মনোনয়ন পত্র জমা দেবেন তিনি । ওইদিন মনোনয়ন পত্র জমা দেওয়ার পাশাপাশি কয়েকটি রাজনৈতিক কর্মসূচিতেও যোগ দেবেন তিনি ।

তৃণমূল নেত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, নন্দীগ্রাম বিধানসভা আসনে তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে আগামী 10 মার্চ অর্থাত্‍‌ বুধবার রাতেই কলকাতা থেকে হলদিয়ায় পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায় । রাতে হলদিয়ায় দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন । ভোটের রণকৌশল বাতলে দেবেন । পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার হলদিয়া মহকুমা শাসকের কাছে মনোনয়ন পত্র জমা দেবেন তিনি।

আরও পড়ুন: মমতার মাস্টারস্ট্রোক ! শুক্রে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের

2007 সালে বিপ্লবের আগুন জ্বলে উঠেছিল এই নন্দীগ্রামে । সেখানে রাজ্য সরকার ইন্দোনেশীয় সালেম গোষ্ঠীর জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড বা সেজ) গঠন করার উদ্দেশ্যে 10,000 একর জমি অধিগ্রহণ করতে চাইলে তীব্র প্রতিরোধ গড়ে তোলেন স্থানীয়রা । তাঁদের পাশে দাঁড়ায় তত্‍‌কালীন বিরোধী দল তৃণমূল । 2 জানুয়ারি তৃণমূল সমর্থিত কৃষি জমি রক্ষা কমিটির সদস্যদের সঙ্গে সিপিএম কর্মীদের সংঘর্ষে নিহত হন 6 জন । এরপর এলাকা দখলমুক্ত করতে 14 মার্চ বিশাল পুলিশ বাহিনী দু দিক থেকে নন্দীগ্রামের দিকে অগ্রসর হয় ও আন্দোলনকারীদের বাধার মুখে পড়ে । চলে নির্বিচারে গুলি । পুলিশের আড়ালে সিপিএমের হার্মাদ বাহিনীও আক্রমণ চালায় বলে অভিযোগ করেছিল তৃণমূল । অনেকে জীবনের বিনিময়ে সেই আক্রমণ প্রতিহত করেছিলেন। এই ঘটনাের সঙ্গে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের তুলনা টানেন তত্‍‌কালীন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধি ।

আবারও রাজ্য রাজনীতিতে ঘটনার ঘনঘটার কেন্দ্রবিন্দুতে নন্দীগ্রাম । সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী আধ লাখ ভোটে সেখানে মমতাকে হারাবেন বলে দাবি করেছেন । তবে জেতার ব্যাপারে একশো শতাংশ আশাবাদী তৃণমূল নেত্রীও । ''খেলা'' কোনদিকে গড়ায়, তার উত্তর দেবে সময় ।

কলকাতা, 4 মার্চ: মার্চ হল বাংলার আন্দোলনের মাস । রাজ্যের ইতিহাসে রক্ত দিয়ে লেখা আছে 14 মার্চের ঘটনা । 2007 সালে সামান্য একটা কৃষক আন্দোলনের স্ফুলিঙ্গ সেই দিন হয়ে উঠেছিল আগুনের লেলিহান শিখা । বাম জমানার পুলিশবাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে ও পুলিশের গুলিতে রক্তে লাল হয় নন্দীগ্রামের পথ । সেই নন্দীগ্রাম দিবসের মাত্র 3 দিন আগেই আসন্ন বিধানসভা নির্বাচনে লড়ার জন্য মনোনয়ন পত্র জমা দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আসন সেই নন্দীগ্রামই । আশ্চর্য সমাপতন? নাকি বিশেষ কোনও বার্তা বহন করছে এই দুই ঘটনা?

এ বারের ভোটের নানা চমকের মধ্যে অন্যতম চমকটি গত 18 জানুয়ারি দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, একুশে কৃষক আন্দোলনের ভিত্তিভূমি 'নন্দীগ্রাম' থেকে তিনি ভোটে লড়বেন । তিনি জানান, নন্দীগ্রাম তাঁর কাছে ‘লাকি’ । তাই এ বার সেখান থেকে ভোটে দাঁড়াচ্ছেন তিনি ।

শুক্রবার থেকে দ্বিতীয় দফার 30 আসনের মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ শুরু হবে । ওই 30 আসনের মধ্যে রয়েছে নন্দীগ্রাম । সেই আসনে প্রার্থী হিসেবে দাঁড়ানোর কথা আগেই ঘোষণা করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । সেই কথা মাথায় রেখে আগামী 11মার্চ অর্থাৎ শিবরাত্রির দিন মনোনয়ন পত্র জমা দেবেন তিনি । ওইদিন মনোনয়ন পত্র জমা দেওয়ার পাশাপাশি কয়েকটি রাজনৈতিক কর্মসূচিতেও যোগ দেবেন তিনি ।

তৃণমূল নেত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, নন্দীগ্রাম বিধানসভা আসনে তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে আগামী 10 মার্চ অর্থাত্‍‌ বুধবার রাতেই কলকাতা থেকে হলদিয়ায় পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায় । রাতে হলদিয়ায় দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন । ভোটের রণকৌশল বাতলে দেবেন । পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার হলদিয়া মহকুমা শাসকের কাছে মনোনয়ন পত্র জমা দেবেন তিনি।

আরও পড়ুন: মমতার মাস্টারস্ট্রোক ! শুক্রে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের

2007 সালে বিপ্লবের আগুন জ্বলে উঠেছিল এই নন্দীগ্রামে । সেখানে রাজ্য সরকার ইন্দোনেশীয় সালেম গোষ্ঠীর জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড বা সেজ) গঠন করার উদ্দেশ্যে 10,000 একর জমি অধিগ্রহণ করতে চাইলে তীব্র প্রতিরোধ গড়ে তোলেন স্থানীয়রা । তাঁদের পাশে দাঁড়ায় তত্‍‌কালীন বিরোধী দল তৃণমূল । 2 জানুয়ারি তৃণমূল সমর্থিত কৃষি জমি রক্ষা কমিটির সদস্যদের সঙ্গে সিপিএম কর্মীদের সংঘর্ষে নিহত হন 6 জন । এরপর এলাকা দখলমুক্ত করতে 14 মার্চ বিশাল পুলিশ বাহিনী দু দিক থেকে নন্দীগ্রামের দিকে অগ্রসর হয় ও আন্দোলনকারীদের বাধার মুখে পড়ে । চলে নির্বিচারে গুলি । পুলিশের আড়ালে সিপিএমের হার্মাদ বাহিনীও আক্রমণ চালায় বলে অভিযোগ করেছিল তৃণমূল । অনেকে জীবনের বিনিময়ে সেই আক্রমণ প্রতিহত করেছিলেন। এই ঘটনাের সঙ্গে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের তুলনা টানেন তত্‍‌কালীন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধি ।

আবারও রাজ্য রাজনীতিতে ঘটনার ঘনঘটার কেন্দ্রবিন্দুতে নন্দীগ্রাম । সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী আধ লাখ ভোটে সেখানে মমতাকে হারাবেন বলে দাবি করেছেন । তবে জেতার ব্যাপারে একশো শতাংশ আশাবাদী তৃণমূল নেত্রীও । ''খেলা'' কোনদিকে গড়ায়, তার উত্তর দেবে সময় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.