ETV Bharat / city

জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক ডেপুটি নির্বাচন কমিশনারের - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

পূর্বনির্ধারিত সূচি বাতিল হলেও আজ, বৃহস্পতিবার জেলা শাসক ও পুলিশ সুপারদের সঙ্গে প্রায় চার ঘন্টা ধরে ভার্চুয়াল বৈঠক করেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন। বদলি হয়ে আসা নতুন জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে একে একে কথা বলেন তিনি।

জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক সুদীপ জৈনের
জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক সুদীপ জৈনের
author img

By

Published : Feb 25, 2021, 10:37 PM IST

কলকাতা, 25 ফেব্রুয়ারি : পূর্বনির্ধারিত সূচি বাতিল হলেও আজ, বৃহস্পতিবার জেলা শাসক ও পুলিশ সুপারদের সঙ্গে প্রায় চার ঘন্টা ধরে ভার্চুয়াল বৈঠক করেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন। বদলি হয়ে আসা নতুন জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে একে একে কথা বলেন তিনি। কমিশন সূত্রে খবর, এই নতুন আধিকারিকরা নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কতটা তৈরি, সেই বিষয়টি খতিয়ে দেখেন তিনি।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ভোটের আইকার্ড বণ্টনের কাজ দ্রুত শেষ করে ফেলার নির্দেশ দিয়েছেন তিনি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে চান তিনি। জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা নিয়ে বিশেষভাবে নির্দেশ দিয়েছেন এবং তা অতি দ্রুত কার্যকর করার কথা বলেছেন। পাশাপাশি মহিলা ভোট কর্মী ও মহিলা পুলিশ কর্মীদের থাকার সুব্যবস্থা করার কথা বলা হয়েছে।

আরও পড়ুন : জনতার টাকায় মমতার বই কেনা হচ্ছে কেন ? কলকাতা হাইকোর্টে রুজু মামলা

তিনি সিইও-কে আরও কড়া হাতে পদক্ষেপ গ্রহণ করতে হবে বলেও জানান। সাধারণ মানুষকে অবগত করতে নির্দেশ দিয়েছেন।

কলকাতা, 25 ফেব্রুয়ারি : পূর্বনির্ধারিত সূচি বাতিল হলেও আজ, বৃহস্পতিবার জেলা শাসক ও পুলিশ সুপারদের সঙ্গে প্রায় চার ঘন্টা ধরে ভার্চুয়াল বৈঠক করেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন। বদলি হয়ে আসা নতুন জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে একে একে কথা বলেন তিনি। কমিশন সূত্রে খবর, এই নতুন আধিকারিকরা নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কতটা তৈরি, সেই বিষয়টি খতিয়ে দেখেন তিনি।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ভোটের আইকার্ড বণ্টনের কাজ দ্রুত শেষ করে ফেলার নির্দেশ দিয়েছেন তিনি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে চান তিনি। জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা নিয়ে বিশেষভাবে নির্দেশ দিয়েছেন এবং তা অতি দ্রুত কার্যকর করার কথা বলেছেন। পাশাপাশি মহিলা ভোট কর্মী ও মহিলা পুলিশ কর্মীদের থাকার সুব্যবস্থা করার কথা বলা হয়েছে।

আরও পড়ুন : জনতার টাকায় মমতার বই কেনা হচ্ছে কেন ? কলকাতা হাইকোর্টে রুজু মামলা

তিনি সিইও-কে আরও কড়া হাতে পদক্ষেপ গ্রহণ করতে হবে বলেও জানান। সাধারণ মানুষকে অবগত করতে নির্দেশ দিয়েছেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.