ETV Bharat / city

অভিষেকের দায়ের করা মামলায় অমিত শাহকে সমন আদালতের - TMC

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতিকে সমন দিল বিধায়ক-সাংসদদের জন্য গঠিত বিশেষ আদালত ৷ আগামী 22 ফেব্রুয়ারি তাঁকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ৷ তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মামলায় শুক্রবার এই নির্দেশ দিয়েছে আদালত ৷

অভিষেকের দায়ের করা মামলায় অমিত শাহকে হাজিরার নির্দেশ আদালতের
অভিষেকের দায়ের করা মামলায় অমিত শাহকে হাজিরার নির্দেশ আদালতের
author img

By

Published : Feb 19, 2021, 4:12 PM IST

Updated : Feb 19, 2021, 8:21 PM IST

কলকাতা, 19 ফেব্রুয়ারি : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতিকে সমন দিল বিধায়ক-সাংসদদের জন্য গঠিত বিশেষ আদালত ৷ আগামী 22 ফেব্রুয়ারি তাঁকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ৷ তবে তাঁর আইনজীবীও ওইদিন হাজিরা দিতে পারেন অমিত শাহর পক্ষ থেকে৷ আদালতের নির্দেশে এই বিষয়টিও বলা আছে৷ তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মামলায় শুক্রবার এই নির্দেশ দিয়েছে আদালত ৷

2018 সালের 11 অগস্ট অমিত শাহ কলকাতার মেয়ো রোডের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন । অমিত শাহ দাবি করেন, কেন্দ্রীয় সরকার বাংলাকে যে 3 লক্ষ 59 হাজার কোটি টাকা দিয়েছিল, তা লুটে নিয়েছে সিন্ডিকেট এবং ভাইপো ।

আরও পড়ুন : খেলা হবে, তবে কেমন ধারার ?

এরপরই ওই বছরের 28 অগস্ট অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু অমিত শাহকে আইনে চিঠি পাঠিয়ে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছিলেন ৷ কিন্তু অমিত শাহ ক্ষমা না চাওয়ায় এদিন মামলা দায়ের করেন আইনজীবী । ভারতীয় দণ্ডবিধির 500 ধারায় মামলা দায়ের হয়েছিল বলে জানা গিয়েছে । সেই মামলার শুনানিতেই এই নির্দেশ দিয়েছে আদালত ৷

কলকাতা, 19 ফেব্রুয়ারি : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতিকে সমন দিল বিধায়ক-সাংসদদের জন্য গঠিত বিশেষ আদালত ৷ আগামী 22 ফেব্রুয়ারি তাঁকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ৷ তবে তাঁর আইনজীবীও ওইদিন হাজিরা দিতে পারেন অমিত শাহর পক্ষ থেকে৷ আদালতের নির্দেশে এই বিষয়টিও বলা আছে৷ তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মামলায় শুক্রবার এই নির্দেশ দিয়েছে আদালত ৷

2018 সালের 11 অগস্ট অমিত শাহ কলকাতার মেয়ো রোডের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন । অমিত শাহ দাবি করেন, কেন্দ্রীয় সরকার বাংলাকে যে 3 লক্ষ 59 হাজার কোটি টাকা দিয়েছিল, তা লুটে নিয়েছে সিন্ডিকেট এবং ভাইপো ।

আরও পড়ুন : খেলা হবে, তবে কেমন ধারার ?

এরপরই ওই বছরের 28 অগস্ট অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু অমিত শাহকে আইনে চিঠি পাঠিয়ে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছিলেন ৷ কিন্তু অমিত শাহ ক্ষমা না চাওয়ায় এদিন মামলা দায়ের করেন আইনজীবী । ভারতীয় দণ্ডবিধির 500 ধারায় মামলা দায়ের হয়েছিল বলে জানা গিয়েছে । সেই মামলার শুনানিতেই এই নির্দেশ দিয়েছে আদালত ৷

Last Updated : Feb 19, 2021, 8:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.