ETV Bharat / city

রাজ্যের 50% পোলিং বুথ সংবেদনশীল, বিশেষ সুরক্ষার ব্যবস্থা কমিশনের - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

রাজ্যের দুর্বল ও সংবেদনশীল পোলিং বুথের ম্যাপিং শুরু করল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের 50% বুথকে সংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয়েছে।

west bengal assembly election 2021: 50 percent polling booths are sensitive, says election commission
রাজ্যের 50% পোলিং বুথ সংবেদনশীল, বিশেষ সুরক্ষার ব্যবস্থা কমিশনের
author img

By

Published : Feb 14, 2021, 10:39 AM IST

কলকাতা, 14 ফেব্রুয়ারি: রাজ্যের 50 শতাংশ পোলিং বুথকে সংবেদনশীল বলে চিহ্নিত করল জাতীয় নির্বাচন কমিশন। এই দুর্বল ও সংবেদনশীল বুথগুলির উপর বিশেষ নজর দেওয়া হবে বলে জানানো হয়েছে কমিশন সূত্রে।

সংবেদনশীল বলে যে বুথগুলিকে চিহ্নিত করা হয়েছে, সেগুলিতে বিশেষ সুরক্ষা ব্যবস্থার প্রয়োজন রয়েছে। তাই সে সব জায়গায় পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য সুরক্ষার ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে। জনসংখ্যার ভিত্তিতে রাজ্যের দুর্বল ও সংবেদনশীল পকেটগুলিকে চিহ্নিত করা হয়েছে। এই পকেটগুলিকে 'হ্যামলেট' বলা হচ্ছে। কমিশনের সংবেদনশীলতা সমীক্ষা অনুসারে, রাজ্যের প্রায় 18,801টি দুর্বল পকেট রয়েছে। 2016 সালের বিধানসভা ভোটে হ্যামলেটের সংখ্যা ছিল প্রায় 17,341টি। এ বার 1,469টি হ্যামলেট বেড়েছে। এই বেড়ে যাওয়াটা অপ্রত্যাশিত নয়, কারণ বুথের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। এই 50 শতাংশ বুথের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। 2016 সালে যে জেলাগুলি সংবেদনশীল বলে চিহ্নিত হয়, সেগুলি ছিল দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ ও কলকাতা। এ বার যে জেলাগুলি এই তালিকায় রয়েছে সেগুলি হল, উত্তর 24 পরগনা, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি ও মুর্শিদাবাদ।

আরও পড়ুন: 2021 বিধানসভা নির্বাচনে বাড়ছে পর্যবেক্ষকের সংখ্যা

বিগত নির্বাচনের দিন সংশ্লিষ্ট অঞ্চলে হওয়া ঘটনাবলী, সেই এলাকায় জারি করা অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানার সংখ্যা, সমস্যা তৈরি করতে পারে এমন মানুষের সংখ্যা, মদ ও অস্ত্র মজুত করার খবর - এই বিষয়গুলির উপর ভিত্তি করে দুর্বল বুথ বা সংবেদনশীল জায়গা ঠিক করা হয়।

কলকাতা, 14 ফেব্রুয়ারি: রাজ্যের 50 শতাংশ পোলিং বুথকে সংবেদনশীল বলে চিহ্নিত করল জাতীয় নির্বাচন কমিশন। এই দুর্বল ও সংবেদনশীল বুথগুলির উপর বিশেষ নজর দেওয়া হবে বলে জানানো হয়েছে কমিশন সূত্রে।

সংবেদনশীল বলে যে বুথগুলিকে চিহ্নিত করা হয়েছে, সেগুলিতে বিশেষ সুরক্ষা ব্যবস্থার প্রয়োজন রয়েছে। তাই সে সব জায়গায় পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য সুরক্ষার ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে। জনসংখ্যার ভিত্তিতে রাজ্যের দুর্বল ও সংবেদনশীল পকেটগুলিকে চিহ্নিত করা হয়েছে। এই পকেটগুলিকে 'হ্যামলেট' বলা হচ্ছে। কমিশনের সংবেদনশীলতা সমীক্ষা অনুসারে, রাজ্যের প্রায় 18,801টি দুর্বল পকেট রয়েছে। 2016 সালের বিধানসভা ভোটে হ্যামলেটের সংখ্যা ছিল প্রায় 17,341টি। এ বার 1,469টি হ্যামলেট বেড়েছে। এই বেড়ে যাওয়াটা অপ্রত্যাশিত নয়, কারণ বুথের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। এই 50 শতাংশ বুথের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। 2016 সালে যে জেলাগুলি সংবেদনশীল বলে চিহ্নিত হয়, সেগুলি ছিল দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ ও কলকাতা। এ বার যে জেলাগুলি এই তালিকায় রয়েছে সেগুলি হল, উত্তর 24 পরগনা, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি ও মুর্শিদাবাদ।

আরও পড়ুন: 2021 বিধানসভা নির্বাচনে বাড়ছে পর্যবেক্ষকের সংখ্যা

বিগত নির্বাচনের দিন সংশ্লিষ্ট অঞ্চলে হওয়া ঘটনাবলী, সেই এলাকায় জারি করা অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানার সংখ্যা, সমস্যা তৈরি করতে পারে এমন মানুষের সংখ্যা, মদ ও অস্ত্র মজুত করার খবর - এই বিষয়গুলির উপর ভিত্তি করে দুর্বল বুথ বা সংবেদনশীল জায়গা ঠিক করা হয়।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.