কলকাতা, 6 জানুয়ারি : নতুন বছরের শুরুতে ঠান্ডা বাড়তে শুরু করেছিল ৷ তবে এবার ঠান্ডা কমবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস (Weather Forecast of Bengal) ৷ এর জন্য মূলত পশ্চিমী ঝঞ্ঝাকেই দায়ী করা হচ্ছে ৷ এর প্রভাবে সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস ৷
আজ দিনের শুরুতে ঘন কুয়াশা দৃষ্টিপথে প্রবল বাধার সৃষ্টি করবে । ফলে যান চলাচলে, বিশেষ করে হাইরোডে যানচলাচলে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে । এছাড়াও হিমালয় সংলগ্ন সিকিম, দার্জিলিং, কালিম্পং অঞ্চলে আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷
আরও পড়ুন : Weather Forecast of Bengal : বাড়বে তাপমাত্রার পারদ, পশ্চিমী ঝঞ্ঝায় উধাও কনকনে ঠান্ডা
ইতিমধ্যেই ঠান্ডার দাপট কমার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস । যদিও বছরের প্রথম ছ'দিনের পারদ পতনে তার ইঙ্গিত মেলেনি । আবহাওয়া দফতর বলছে, জানুয়ারি মাসের প্রথম দিকে এই ধরনের তাপমাত্রার নিম্নাভিমুখী হওয়া নতুন নয় । আগে এর থেকেও নিচে নেমেছে পারদ । তবে এবছর হয়তো তা হবে না । কারণ পশ্চিমী ঝঞ্ঝা । যার প্রভাবে চলতি সপ্তাহের শেষ দিকে বা নতুন সপ্তাহের শুরুতে বৃষ্টি হতে পারে । অন্যদিকে পৌষ সংক্রান্তিতে ঠান্ডা পড়লেও এবার পারদ খুব বেশি নামবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ বরং তাপমাত্রার পারদের ঊর্ধ্বগতি অব্যাহত থেকে সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রিতে পৌঁছতে পারে ।
বুধবার কলকাতা এবং প্বার্শবর্তী অঞ্চলের তাপমাত্রা ছিল 12.6 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম । বুধবার ছিল নতুন বছরের শীতলতম দিন । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.9 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি । বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে । সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে 23 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ৷