কলকাতা, 9 অক্টোবর : চতুর্থীর আকাশে বিতর্কের ঘনঘটা। দমদম পার্কের ভারত চক্রের পুজোকে ঘিরে ঘূর্ণাবর্ত রাজনৈতিক পরিমণ্ডলে। ভারত চক্রের পূজো ভাবনায় গত একবছর ধরে হয়ে চলা কৃষক আন্দোলন ৷ তাদের ক্ষতবিক্ষত পায়ের তলা, জুতো, কৃষকদের ধান দেব মান না দেওয়ার শপথ, সলিল চৌধুরীর ধান ভাঙার গান, লখিমপুরের অতিসম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার কোলাজ স্থান পেয়েছে মূল মণ্ডপের বহিরঙ্গে।
মূল মণ্ডপের অভ্যন্তরে ধানক্ষেতের আল মিলেছে মহালক্ষ্মীর আদলে তৈরি মা দুর্গা প্রতিমার আসনে। ভারত চক্র সাম্প্রতিককালের ভাল এবং অভিনব পূজার অন্যতম সেরা ঠিকানা। পুজো মণ্ডপের ভাবনায় জুতোর অবস্থান নিয়ে সরব হয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি টুইট করে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন ৷ তাঁর যুক্তির সমর্থনে সরব হয়েছে একদল মানুষ।
সামাজিক মাধ্যমে তারা ভারত চক্রের পুজো বয়কটের কথা বলেছেন। একজন আইনজীবী স্বতঃপ্রণোদিতভাবে আইনের আশ্রয় নিয়েছেন । কিন্তু ভারত চক্র এই প্রতিবাদকে পাত্তা দিতে নারাজ । পুজো কমিটির সম্পাদক প্রতীক চৌধুরী জানান, তাঁরা শুভেন্দু অধিকারীকে খুশি করতে এই পুজো ভাবনার বাস্তবায়ন করেননি। দর্শনার্থীদের পছন্দ তাঁদের কাছে বিচার্য। আইনজীবীর চিঠি ইমেল-এর মাধ্যমে পেয়েছেন ৷ পুজো কমিটি পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করছেন ৷ তবে তাঁরা তাঁদের শিল্পভাবনার বদল বা অবস্থান থেকে সরে আসার কথা ভাবছেন না ৷
আরও পড়ুন : লখিমপুরের ঘটনা তুলে ধরল দমদমের পুজো প্যান্ডেল
শিল্পীর স্বাধীনতায় হস্তক্ষেপে বিরোধী সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, শিল্পীর শিল্প ভাবনা ও মানুষের স্বাধীনতাকে সবসময়ই স্বাগত। পুজো নিয়ে কেন বিতর্ক হচ্ছে তিনি বুঝতে পারছেন না ৷