ETV Bharat / city

Dumdum Park Bharat Chakra : শুভেন্দুকে খুশি করতে পুজো করি না, অবস্থানে অনড় ভারত চক্র

author img

By

Published : Oct 9, 2021, 9:39 PM IST

শারোদৎসবের থিমেও কৃষক আন্দোলনের ছোঁয়া ৷ দমদম পার্ক ভারত চক্র ক্লাবের এ বছরের পুজোর ভাবনা, "ধান দেব না, মান দেব না।" আর এই থিমের সূত্র ধরেই ভারত চক্রের পুজোয় উঠে এসেছে উত্তরপ্রদেশের লখিমপুরের ঘটনা ৷ যেখানে গত রবিবার আন্দোলনরত কৃষকদের গাড়ি চাপা দিয়ে মারার অভিযোগ উঠেছে কেন্দ্রীয স্বরাষ্ট্র দফতরের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্র টেনির বিরুদ্ধে ৷

Dumdum Park Bharat Chakra
শুভেন্দু অধিকারীকে খুশি করতে আমরা পুজো করি না: ভারতচক্র

কলকাতা, 9 অক্টোবর : চতুর্থীর আকাশে বিতর্কের ঘনঘটা। দমদম পার্কের ভারত চক্রের পুজোকে ঘিরে ঘূর্ণাবর্ত রাজনৈতিক পরিমণ্ডলে। ভারত চক্রের পূজো ভাবনায় গত একবছর ধরে হয়ে চলা কৃষক আন্দোলন ৷ তাদের ক্ষতবিক্ষত পায়ের তলা, জুতো, কৃষকদের ধান দেব মান না দেওয়ার শপথ, সলিল চৌধুরীর ধান ভাঙার গান, লখিমপুরের অতিসম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার কোলাজ স্থান পেয়েছে মূল মণ্ডপের বহিরঙ্গে।

মূল মণ্ডপের অভ্যন্তরে ধানক্ষেতের আল মিলেছে মহালক্ষ্মীর আদলে তৈরি মা দুর্গা প্রতিমার আসনে। ভারত চক্র সাম্প্রতিককালের ভাল এবং অভিনব পূজার অন্যতম সেরা ঠিকানা। পুজো মণ্ডপের ভাবনায় জুতোর অবস্থান নিয়ে সরব হয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি টুইট করে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন ৷ তাঁর যুক্তির সমর্থনে সরব হয়েছে একদল মানুষ।

সামাজিক মাধ্যমে তারা ভারত চক্রের পুজো বয়কটের কথা বলেছেন। একজন আইনজীবী স্বতঃপ্রণোদিতভাবে আইনের আশ্রয় নিয়েছেন । কিন্তু ভারত চক্র এই প্রতিবাদকে পাত্তা দিতে নারাজ । পুজো কমিটির সম্পাদক প্রতীক চৌধুরী জানান, তাঁরা শুভেন্দু অধিকারীকে খুশি করতে এই পুজো ভাবনার বাস্তবায়ন করেননি। দর্শনার্থীদের পছন্দ তাঁদের কাছে বিচার্য। আইনজীবীর চিঠি ইমেল-এর মাধ্যমে পেয়েছেন ৷ পুজো কমিটি পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করছেন ৷ তবে তাঁরা তাঁদের শিল্পভাবনার বদল বা অবস্থান থেকে সরে আসার কথা ভাবছেন না ৷

আরও পড়ুন : লখিমপুরের ঘটনা তুলে ধরল দমদমের পুজো প্যান্ডেল

শিল্পীর স্বাধীনতায় হস্তক্ষেপে বিরোধী সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, শিল্পীর শিল্প ভাবনা ও মানুষের স্বাধীনতাকে সবসময়ই স্বাগত। পুজো নিয়ে কেন বিতর্ক হচ্ছে তিনি বুঝতে পারছেন না ৷

কলকাতা, 9 অক্টোবর : চতুর্থীর আকাশে বিতর্কের ঘনঘটা। দমদম পার্কের ভারত চক্রের পুজোকে ঘিরে ঘূর্ণাবর্ত রাজনৈতিক পরিমণ্ডলে। ভারত চক্রের পূজো ভাবনায় গত একবছর ধরে হয়ে চলা কৃষক আন্দোলন ৷ তাদের ক্ষতবিক্ষত পায়ের তলা, জুতো, কৃষকদের ধান দেব মান না দেওয়ার শপথ, সলিল চৌধুরীর ধান ভাঙার গান, লখিমপুরের অতিসম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার কোলাজ স্থান পেয়েছে মূল মণ্ডপের বহিরঙ্গে।

মূল মণ্ডপের অভ্যন্তরে ধানক্ষেতের আল মিলেছে মহালক্ষ্মীর আদলে তৈরি মা দুর্গা প্রতিমার আসনে। ভারত চক্র সাম্প্রতিককালের ভাল এবং অভিনব পূজার অন্যতম সেরা ঠিকানা। পুজো মণ্ডপের ভাবনায় জুতোর অবস্থান নিয়ে সরব হয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি টুইট করে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন ৷ তাঁর যুক্তির সমর্থনে সরব হয়েছে একদল মানুষ।

সামাজিক মাধ্যমে তারা ভারত চক্রের পুজো বয়কটের কথা বলেছেন। একজন আইনজীবী স্বতঃপ্রণোদিতভাবে আইনের আশ্রয় নিয়েছেন । কিন্তু ভারত চক্র এই প্রতিবাদকে পাত্তা দিতে নারাজ । পুজো কমিটির সম্পাদক প্রতীক চৌধুরী জানান, তাঁরা শুভেন্দু অধিকারীকে খুশি করতে এই পুজো ভাবনার বাস্তবায়ন করেননি। দর্শনার্থীদের পছন্দ তাঁদের কাছে বিচার্য। আইনজীবীর চিঠি ইমেল-এর মাধ্যমে পেয়েছেন ৷ পুজো কমিটি পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করছেন ৷ তবে তাঁরা তাঁদের শিল্পভাবনার বদল বা অবস্থান থেকে সরে আসার কথা ভাবছেন না ৷

আরও পড়ুন : লখিমপুরের ঘটনা তুলে ধরল দমদমের পুজো প্যান্ডেল

শিল্পীর স্বাধীনতায় হস্তক্ষেপে বিরোধী সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, শিল্পীর শিল্প ভাবনা ও মানুষের স্বাধীনতাকে সবসময়ই স্বাগত। পুজো নিয়ে কেন বিতর্ক হচ্ছে তিনি বুঝতে পারছেন না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.