ETV Bharat / city

Free Housing Scheme: গৃহহীন নির্মাণ শ্রমিকদের বিনা খরচে ঘর দেবে রাজ্য সরকার, বড় সিদ্ধান্ত নবান্নের - Free Housing Scheme of Nabanna

শ্রম দফতরের শ্রমিক কল্যাণ বোর্ড নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের (Construction Workers) বিনা খরচে বাড়ি তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । শ্রম দফতর সূত্রে খবর, রাজ্যে প্রায় 40 লাখ নির্মাণ শ্রমিক এখনও পর্যন্ত বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার পোর্টালে নাম লিখিয়েছেন (WB State Government) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 16, 2022, 1:49 PM IST

কলকাতা, 16 অক্টোবর: মানুষের জন্য যাঁরা ছাদ তৈরি করে দেন তাঁদের অনেকেরই মাথার উপর পাকা ছাদ নেই । এবার তাঁদের মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা করছে রাজ্য সরকার (Construction Workers) । বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুর জেলায়, যেখানে সবচেয়ে বেশি মানুষ নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত । এছাড়া কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, নদিয়া, দুই 24 পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া ও হুগলি জেলার মানুষেরাও বাংলা ও বাংলার বাইরে নির্মাণ শিল্পের সঙ্গে জড়িত (WB State Government) । কেরল, তামিলনাড়ু, মহারাষ্ট্র, দিল্লি, কর্নাটক, তেলেঙ্গানার মতো রাজ্যে বছরভর কাজ করেন তাঁরা । দেশের বড় বড় নির্মাণ প্রতিষ্ঠানগুলিতে বাংলার শ্রমিকদেরই সংখ্যাই বেশি । তাঁদের হাতের কাজ, কারিগরি দক্ষতা সব কিছুরই যথেষ্ট চাহিদা রয়েছে । কিন্তু কোভিডকালে জীবন-জীবিকা হারিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই মানুষেরাই (Free Housing Scheme) ।

জানা গিয়েছে, শ্রম দফতরের শ্রমিক কল্যাণ বোর্ড নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের বিনা খরচে বাড়ি তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । শ্রম দফতর সূত্রে খবর, রাজ্যে প্রায় 40 লক্ষ নির্মাণ শ্রমিক এখনও পর্যন্ত বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার পোর্টালে নাম লিখিয়েছেন । তাঁদের মধ্যে সাড়ে 17 লক্ষের আধার-সহ যাবতীয় নথি আপ-টু-ডেট করা আছে । সে কারণেই এই নির্দিষ্ট সংখ্যার নির্মাণ শ্রমিককেই এই সুবিধা দেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা করছে রাজ্য । যাদের আঁধার আপ-টু-ডেট রয়েছে, তাঁরা এই পাকা বাড়ি পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন বলে জানা গিয়েছে ।

শ্রমিক কল্যাণ বোর্ডের সঙ্গে যুক্ত এক আধিকারিক জানিয়েছেন, এখনও কীভাবে এই সামগ্রিক প্রকল্প রূপায়িত হবে সে বিষয়ে চূড়ান্ত রূপরেখা তৈরি হয়নি । তবে শ্রমিক কল্যাণ বোর্ডের শেষ বৈঠকে উঠে এসেছে, শ্রমিক পিছু এই খাতে বোর্ড লাখ পাঁচেক টাকা পর্যন্ত খরচ করতে পারে । যেসব শ্রমিকের গ্রামে নিজস্ব জমি রয়েছে, তাঁদের বাড়ি তৈরির জন্য টাকা দেওয়া হবে । যাঁদের জমি নেই, তাঁদের জন্য গ্রামে সরকারি জমিতে বহুতল ফ্ল্যাট তৈরি করে দেওয়া হতে পারে । শুধু গ্রামীণ ক্ষেত্রে নয়, শহরেও এমন ফ্ল্যাট গড়তে চাইছে বোর্ড । তবে ঘর তৈরি বা পাওয়ার অন্যতম শর্ত হিসেবে পাঁচ বা দশ বছরের মধ্যে তা বিক্রি বা অন্য কাউকে ভাড়া দেওয়া যাবে না।

আরও পড়ুন: রেল লাইনে কাজের জন্য বাতিল একাধিক ট্রেন, ভোগান্তি যাত্রীদের

শ্রম দফতর সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে এই প্রকল্প রূপায়ণ করতে গেলে রাজ্য সরকারের উপর কোনও বাড়তি চাপ পড়বে না । কারণ, এই প্রকল্পের সামগ্রিক খরচ বহন করতে পারবে শ্রম দফতর । এই মুহূর্তে তাঁদের কাছে যে অর্থ রয়েছে তার মধ্যে 200 কোটি টাকা এই প্রকল্পের জন্য বরাদ্দ করে প্রাথমিকভাবে এগুলো হচ্ছে পরবর্তীতে সামাজিক সুরক্ষা পান থেকেই এর খরচ চালানো হবে ।

কলকাতা, 16 অক্টোবর: মানুষের জন্য যাঁরা ছাদ তৈরি করে দেন তাঁদের অনেকেরই মাথার উপর পাকা ছাদ নেই । এবার তাঁদের মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা করছে রাজ্য সরকার (Construction Workers) । বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুর জেলায়, যেখানে সবচেয়ে বেশি মানুষ নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত । এছাড়া কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, নদিয়া, দুই 24 পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া ও হুগলি জেলার মানুষেরাও বাংলা ও বাংলার বাইরে নির্মাণ শিল্পের সঙ্গে জড়িত (WB State Government) । কেরল, তামিলনাড়ু, মহারাষ্ট্র, দিল্লি, কর্নাটক, তেলেঙ্গানার মতো রাজ্যে বছরভর কাজ করেন তাঁরা । দেশের বড় বড় নির্মাণ প্রতিষ্ঠানগুলিতে বাংলার শ্রমিকদেরই সংখ্যাই বেশি । তাঁদের হাতের কাজ, কারিগরি দক্ষতা সব কিছুরই যথেষ্ট চাহিদা রয়েছে । কিন্তু কোভিডকালে জীবন-জীবিকা হারিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই মানুষেরাই (Free Housing Scheme) ।

জানা গিয়েছে, শ্রম দফতরের শ্রমিক কল্যাণ বোর্ড নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের বিনা খরচে বাড়ি তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । শ্রম দফতর সূত্রে খবর, রাজ্যে প্রায় 40 লক্ষ নির্মাণ শ্রমিক এখনও পর্যন্ত বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার পোর্টালে নাম লিখিয়েছেন । তাঁদের মধ্যে সাড়ে 17 লক্ষের আধার-সহ যাবতীয় নথি আপ-টু-ডেট করা আছে । সে কারণেই এই নির্দিষ্ট সংখ্যার নির্মাণ শ্রমিককেই এই সুবিধা দেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা করছে রাজ্য । যাদের আঁধার আপ-টু-ডেট রয়েছে, তাঁরা এই পাকা বাড়ি পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন বলে জানা গিয়েছে ।

শ্রমিক কল্যাণ বোর্ডের সঙ্গে যুক্ত এক আধিকারিক জানিয়েছেন, এখনও কীভাবে এই সামগ্রিক প্রকল্প রূপায়িত হবে সে বিষয়ে চূড়ান্ত রূপরেখা তৈরি হয়নি । তবে শ্রমিক কল্যাণ বোর্ডের শেষ বৈঠকে উঠে এসেছে, শ্রমিক পিছু এই খাতে বোর্ড লাখ পাঁচেক টাকা পর্যন্ত খরচ করতে পারে । যেসব শ্রমিকের গ্রামে নিজস্ব জমি রয়েছে, তাঁদের বাড়ি তৈরির জন্য টাকা দেওয়া হবে । যাঁদের জমি নেই, তাঁদের জন্য গ্রামে সরকারি জমিতে বহুতল ফ্ল্যাট তৈরি করে দেওয়া হতে পারে । শুধু গ্রামীণ ক্ষেত্রে নয়, শহরেও এমন ফ্ল্যাট গড়তে চাইছে বোর্ড । তবে ঘর তৈরি বা পাওয়ার অন্যতম শর্ত হিসেবে পাঁচ বা দশ বছরের মধ্যে তা বিক্রি বা অন্য কাউকে ভাড়া দেওয়া যাবে না।

আরও পড়ুন: রেল লাইনে কাজের জন্য বাতিল একাধিক ট্রেন, ভোগান্তি যাত্রীদের

শ্রম দফতর সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে এই প্রকল্প রূপায়ণ করতে গেলে রাজ্য সরকারের উপর কোনও বাড়তি চাপ পড়বে না । কারণ, এই প্রকল্পের সামগ্রিক খরচ বহন করতে পারবে শ্রম দফতর । এই মুহূর্তে তাঁদের কাছে যে অর্থ রয়েছে তার মধ্যে 200 কোটি টাকা এই প্রকল্পের জন্য বরাদ্দ করে প্রাথমিকভাবে এগুলো হচ্ছে পরবর্তীতে সামাজিক সুরক্ষা পান থেকেই এর খরচ চালানো হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.