ETV Bharat / city

Biman Banerjee : কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা নিয়ে বিড়লার কাছে অভিযোগ বিমানের - Biman Banerjee

সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভার তিন বিধায়কের বিরুদ্ধে সিবিআই চার্জশিট দিয়েছে । এক্ষেত্রে অধ্যক্ষের অনুমোদন প্রয়োজন । কিন্তু সিবিআই অধ্যক্ষকে এড়িয়ে রাজ্যপালের কাছ থেকে অনুমোদন নিয়েছে । এই নিয়েই লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে ক্ষোভ প্রকাশ করেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ।

wb-speaker-biman-banerjee-complains-to-om-birla-regarding-over-action-of-cbi
কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা নিয়ে বিড়লার কাছে অভিযোগ বিমানের
author img

By

Published : Sep 15, 2021, 8:29 PM IST

কলকাতা, 15 সেপ্টেম্বর : রাজ্য বিধানসভাগুলির মর্যাদাহানি করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তুলে অধ্যক্ষদের সম্মেলনে একরাশ ক্ষোভ উগরে দিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । বুধবার অধ্যক্ষদের সম্মেলনে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা নিয়ে তিনি সরব হয়েছেন ৷

আজ তিনি বলেন, ‘‘যখন কোনও লোকসভার সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হয়, তখন অধ্যক্ষের অনুমোদন নিতে হয় । এটাই সংসদীয় বা পরিষদীয় রাজনীতির নিয়ম । কিন্তু বিধানসভার ক্ষেত্রে দেখা যাচ্ছে সম্পূর্ণ উল্টো ছবি । এখানে কোনও সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে । অন্য জায়গা থেকে অনুমোদন নেওয়া হচ্ছে ।’’ এই ঘটনা বিধানসভার মর্যাদার পরিপন্থী বলে তিনি মনে করেন বলেও জানিয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায় ।

আরও পড়ুন : Arjun Singh : বোমাবাজির জের, অর্জুন সিংকে ‘জেড’ ক্য়াটেগরির নিরাপত্তা কেন্দ্রের

পাশাপাশি বিধানসভাকে এড়িয়ে বিধানসভার বিচারাধীন বিষয় নিয়ে যেভাবে আদালতে চলে যাওয়া হচ্ছে, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি । এ প্রসঙ্গে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘যেসব বিষয়ের বিচার বিধানসভাতেই সম্ভব, সেই সমস্ত বিধানসভার বিষয় নিয়ে কেউ কেউ আদালতে চলে যাচ্ছেন । এবং আদালত এই সব বিষয়গুলি বিচারের জন্য গ্রহণ করছে । এ ধরনের ঘটনায় সংসদীয় ব্যবস্থা কার্যত বিপন্ন হওয়ার পথে ৷ এই নিয়ে বিস্তারিত আলোচনা দরকার ৷ তিনি মনে করেন, যে কোনও মূল্যে আইনসভার মর্যাদা রক্ষা করতে হবে ।

এদিন রাজ্যপালের ভূমিকা নিয়েও লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে সরব হয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । প্রসঙ্গত, এর আগেও অধ্যক্ষদের সম্মেলনে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ের ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন বিমান বন্দ্যোপাধ্যায় । সে সময় তাঁর অভিযোগ ছিল, অকারণে বিধানসভায় পাশ হওয়া বিলগুলি আটকে রাখছেন রাজ্যপাল । তিনি এও বলেছিলেন, বিধানসভার কাজকর্মে অহেতুক হস্তক্ষেপ করছেন রাজ্যপাল । এদিন কার্যত একই অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ ।

আরও পড়ুন : Priyanka Tibrewal : প্রিয়াঙ্কার বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ, জবাব তলব কমিশনের

তিনি বলেন, ‘‘অনেকেই কথায় কথায় রাজ্যপালের কাছে চলে যাচ্ছেন । রাজ্যপাল তাদের নালিশ শুনছেন এবং বিধানসভাকে তিনি নির্দেশ দিচ্ছেন এবং বিধানসভার খুটিনাটি বিষয়ে তিনি নাক গলাচ্ছেন । আর যাই হোক রাজ্যপালের এক্তিয়ারভুক্ত বিষয় নয় ।’’ এদিন এভাবেই তিনি রাজ্যপালের বিরুদ্ধেও একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন ।

এদিন বিমান বন্দ্যোপাধ্যায় সামগ্রিক বক্তব্যের মূল কথা ছিল, যে কোনও মূল্যেই হোক সংসদীয় ব্যবস্থার মর্যাদাকে রক্ষা করতে হবে । দেশে বিচার ব্যবস্থার মতই সংসদীয় ব্যবস্থা তথা বিভিন্ন আইনসভাগুলো অর্থাৎ লোকসভা, বিধানসভা, রাজ্যসভা, বিধান পরিষদ এদের একটা আলাদা গুরুত্ব রয়েছে । কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, সেই গুরুত্ব আইনসভাকে দেওয়া হচ্ছে না । পরিষদীয় ব্যবস্থা তথা বিধানসভা গুলি তাদের মর্যাদা হারাচ্ছে । বিশেষ করে তিনি সিবিআই বা ইডির মতো এজেন্সিগুলোর কথা বলেছেন ।

আরও পড়ুন : Left-Congress Alliance : জোট ভাঙার কথা কখনও বলিনি, কংগ্রেসকে কৌশলী বার্তা বিমানের

সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়ক সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম এবং মদন মিত্রের বিরুদ্ধে সিবিআই চার্জশিট দাখিল করেছে । দুর্নীতি দমন আইনের 19(1) ধারায় বলা আছে এক্ষেত্রে অধ্যক্ষের অনুমোদন প্রয়োজন । এক্ষেত্রে তারা অধ্যক্ষকে এড়িয়ে রাজ্যপালের কাছ থেকে অনুমোদন নিয়েছে । কার্যত ঘুরিয়ে এই বিষয় নিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে কেন্দ্রীয় এজেন্সিগুলোর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ।

কলকাতা, 15 সেপ্টেম্বর : রাজ্য বিধানসভাগুলির মর্যাদাহানি করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তুলে অধ্যক্ষদের সম্মেলনে একরাশ ক্ষোভ উগরে দিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । বুধবার অধ্যক্ষদের সম্মেলনে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা নিয়ে তিনি সরব হয়েছেন ৷

আজ তিনি বলেন, ‘‘যখন কোনও লোকসভার সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হয়, তখন অধ্যক্ষের অনুমোদন নিতে হয় । এটাই সংসদীয় বা পরিষদীয় রাজনীতির নিয়ম । কিন্তু বিধানসভার ক্ষেত্রে দেখা যাচ্ছে সম্পূর্ণ উল্টো ছবি । এখানে কোনও সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে । অন্য জায়গা থেকে অনুমোদন নেওয়া হচ্ছে ।’’ এই ঘটনা বিধানসভার মর্যাদার পরিপন্থী বলে তিনি মনে করেন বলেও জানিয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায় ।

আরও পড়ুন : Arjun Singh : বোমাবাজির জের, অর্জুন সিংকে ‘জেড’ ক্য়াটেগরির নিরাপত্তা কেন্দ্রের

পাশাপাশি বিধানসভাকে এড়িয়ে বিধানসভার বিচারাধীন বিষয় নিয়ে যেভাবে আদালতে চলে যাওয়া হচ্ছে, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি । এ প্রসঙ্গে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘যেসব বিষয়ের বিচার বিধানসভাতেই সম্ভব, সেই সমস্ত বিধানসভার বিষয় নিয়ে কেউ কেউ আদালতে চলে যাচ্ছেন । এবং আদালত এই সব বিষয়গুলি বিচারের জন্য গ্রহণ করছে । এ ধরনের ঘটনায় সংসদীয় ব্যবস্থা কার্যত বিপন্ন হওয়ার পথে ৷ এই নিয়ে বিস্তারিত আলোচনা দরকার ৷ তিনি মনে করেন, যে কোনও মূল্যে আইনসভার মর্যাদা রক্ষা করতে হবে ।

এদিন রাজ্যপালের ভূমিকা নিয়েও লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে সরব হয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । প্রসঙ্গত, এর আগেও অধ্যক্ষদের সম্মেলনে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ের ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন বিমান বন্দ্যোপাধ্যায় । সে সময় তাঁর অভিযোগ ছিল, অকারণে বিধানসভায় পাশ হওয়া বিলগুলি আটকে রাখছেন রাজ্যপাল । তিনি এও বলেছিলেন, বিধানসভার কাজকর্মে অহেতুক হস্তক্ষেপ করছেন রাজ্যপাল । এদিন কার্যত একই অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ ।

আরও পড়ুন : Priyanka Tibrewal : প্রিয়াঙ্কার বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ, জবাব তলব কমিশনের

তিনি বলেন, ‘‘অনেকেই কথায় কথায় রাজ্যপালের কাছে চলে যাচ্ছেন । রাজ্যপাল তাদের নালিশ শুনছেন এবং বিধানসভাকে তিনি নির্দেশ দিচ্ছেন এবং বিধানসভার খুটিনাটি বিষয়ে তিনি নাক গলাচ্ছেন । আর যাই হোক রাজ্যপালের এক্তিয়ারভুক্ত বিষয় নয় ।’’ এদিন এভাবেই তিনি রাজ্যপালের বিরুদ্ধেও একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন ।

এদিন বিমান বন্দ্যোপাধ্যায় সামগ্রিক বক্তব্যের মূল কথা ছিল, যে কোনও মূল্যেই হোক সংসদীয় ব্যবস্থার মর্যাদাকে রক্ষা করতে হবে । দেশে বিচার ব্যবস্থার মতই সংসদীয় ব্যবস্থা তথা বিভিন্ন আইনসভাগুলো অর্থাৎ লোকসভা, বিধানসভা, রাজ্যসভা, বিধান পরিষদ এদের একটা আলাদা গুরুত্ব রয়েছে । কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, সেই গুরুত্ব আইনসভাকে দেওয়া হচ্ছে না । পরিষদীয় ব্যবস্থা তথা বিধানসভা গুলি তাদের মর্যাদা হারাচ্ছে । বিশেষ করে তিনি সিবিআই বা ইডির মতো এজেন্সিগুলোর কথা বলেছেন ।

আরও পড়ুন : Left-Congress Alliance : জোট ভাঙার কথা কখনও বলিনি, কংগ্রেসকে কৌশলী বার্তা বিমানের

সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়ক সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম এবং মদন মিত্রের বিরুদ্ধে সিবিআই চার্জশিট দাখিল করেছে । দুর্নীতি দমন আইনের 19(1) ধারায় বলা আছে এক্ষেত্রে অধ্যক্ষের অনুমোদন প্রয়োজন । এক্ষেত্রে তারা অধ্যক্ষকে এড়িয়ে রাজ্যপালের কাছ থেকে অনুমোদন নিয়েছে । কার্যত ঘুরিয়ে এই বিষয় নিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে কেন্দ্রীয় এজেন্সিগুলোর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.