ETV Bharat / city

Governor on CM : নিজের সাংবিধানিক দায়িত্ব উপেক্ষা করেছেন মুখ্যমন্ত্রী, ফের খোঁচা রাজ্যপালের - নিজের সাংবিধানিক দায়িত্ব উপেক্ষা করেছেন মুখ্যমন্ত্রী, ফের খোঁচা রাজ্যপালের

বৃহস্পতিবার এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor jagdeep Dhankhar criticises CM Mamata Banerjee) ৷ পাশাপাশি প্রশ্ন তুলেছেন রাজ্যের আমলাতন্ত্র নিয়েও ৷

Governor on CM
মুখ্যমন্ত্রীকে ফের খোঁচা রাজ্যপালের
author img

By

Published : Jan 20, 2022, 3:17 PM IST

Updated : Jan 20, 2022, 4:10 PM IST

কলকাতা, 20 জানুয়ারি : একাধিক বিষয়ে জবাব চেয়েও মেলেনি, নিজের সাংবিধানিক দায়িত্ব পালন করেননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বৃহস্পতিবার এক টুইট বার্তায় এভাবেই মুখ্যমন্ত্রীকে বিঁধলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor jagdeep Dhankhar criticises CM Mamata Banerjee) ৷

এদিন পরপর দুটি টুইট করেন রাজ্যপাল ৷ প্রথম টুইটে সংবিধানের নির্দিষ্ট ধারা উল্লেখ করে তিনি লেখেন, "সংবিধানের 167 ধারা অনুযায়ী মুখ্যমন্ত্রীর কিছু দায়িত্ব রয়েছে, কিন্তু সেগুলি উপেক্ষিত হয়েছে ৷ মহামারী পর্বের খরচের তথ্য, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, বেঙ্গল এরোট্রোপলিস প্রকল্প, জিটিএ, মা ক্যান্টিন বিষয়ে তথ্য চেয়েও পাওয়া যায়নি ৷" এই বিষয়ে বুধবার মুখ্যমন্ত্রীকে লেখা একটি চিঠিও টুইটারে দিয়েছেন রাজ্যপাল ৷ সেই চিঠিতে গোটা বিষয়টিকে সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থতা বলে উল্লেখ করেছেন তিনি ৷ মুখ্যমন্ত্রীকে তাঁর দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে রাজ্যপাল বলেছেন, উপরিউক্ত বিষয়গুলির পাশাপাশি রাজ্য ফিন্যান্স কমিশন ও রাজ্যের পেগাসাস নির্দেশিকা সংক্রান্ত তথ্য যেন দ্রুত তাঁর কাছে পাঠানো হয় ৷

আরও পড়ুন : সুফিয়ানের গ্রেফতারিতে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট

  • Equally worrisome is bureaucracy stance @MamataOfficial in blatantly violating Rules of Business under Article 166(3) of the Constitution and AIS (Conduct) Rules. 1968.

    CM called upon to vindicate her oath to “bear true faith and allegiance to the Constitution of India” & act.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) January 20, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অপর একটি টুইটে রাজ্যের আমলাতন্ত্রকেও আক্রমণ করেছেন রাজ্যপাল ৷ বলেছেন, এরাজ্যের আমলাতন্ত্রের অবস্থাও চরম উদ্বেগের, চূড়ান্তভাবে উপেক্ষিত হচ্ছে সংবিধানের 166(3) ধারা ও সার্ভিস কনডাক্ট রুলের নিয়ম ৷

কলকাতা, 20 জানুয়ারি : একাধিক বিষয়ে জবাব চেয়েও মেলেনি, নিজের সাংবিধানিক দায়িত্ব পালন করেননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বৃহস্পতিবার এক টুইট বার্তায় এভাবেই মুখ্যমন্ত্রীকে বিঁধলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor jagdeep Dhankhar criticises CM Mamata Banerjee) ৷

এদিন পরপর দুটি টুইট করেন রাজ্যপাল ৷ প্রথম টুইটে সংবিধানের নির্দিষ্ট ধারা উল্লেখ করে তিনি লেখেন, "সংবিধানের 167 ধারা অনুযায়ী মুখ্যমন্ত্রীর কিছু দায়িত্ব রয়েছে, কিন্তু সেগুলি উপেক্ষিত হয়েছে ৷ মহামারী পর্বের খরচের তথ্য, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, বেঙ্গল এরোট্রোপলিস প্রকল্প, জিটিএ, মা ক্যান্টিন বিষয়ে তথ্য চেয়েও পাওয়া যায়নি ৷" এই বিষয়ে বুধবার মুখ্যমন্ত্রীকে লেখা একটি চিঠিও টুইটারে দিয়েছেন রাজ্যপাল ৷ সেই চিঠিতে গোটা বিষয়টিকে সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থতা বলে উল্লেখ করেছেন তিনি ৷ মুখ্যমন্ত্রীকে তাঁর দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে রাজ্যপাল বলেছেন, উপরিউক্ত বিষয়গুলির পাশাপাশি রাজ্য ফিন্যান্স কমিশন ও রাজ্যের পেগাসাস নির্দেশিকা সংক্রান্ত তথ্য যেন দ্রুত তাঁর কাছে পাঠানো হয় ৷

আরও পড়ুন : সুফিয়ানের গ্রেফতারিতে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট

  • Equally worrisome is bureaucracy stance @MamataOfficial in blatantly violating Rules of Business under Article 166(3) of the Constitution and AIS (Conduct) Rules. 1968.

    CM called upon to vindicate her oath to “bear true faith and allegiance to the Constitution of India” & act.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) January 20, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অপর একটি টুইটে রাজ্যের আমলাতন্ত্রকেও আক্রমণ করেছেন রাজ্যপাল ৷ বলেছেন, এরাজ্যের আমলাতন্ত্রের অবস্থাও চরম উদ্বেগের, চূড়ান্তভাবে উপেক্ষিত হচ্ছে সংবিধানের 166(3) ধারা ও সার্ভিস কনডাক্ট রুলের নিয়ম ৷

Last Updated : Jan 20, 2022, 4:10 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.