কলকাতা, 20 জানুয়ারি : একাধিক বিষয়ে জবাব চেয়েও মেলেনি, নিজের সাংবিধানিক দায়িত্ব পালন করেননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বৃহস্পতিবার এক টুইট বার্তায় এভাবেই মুখ্যমন্ত্রীকে বিঁধলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor jagdeep Dhankhar criticises CM Mamata Banerjee) ৷
এদিন পরপর দুটি টুইট করেন রাজ্যপাল ৷ প্রথম টুইটে সংবিধানের নির্দিষ্ট ধারা উল্লেখ করে তিনি লেখেন, "সংবিধানের 167 ধারা অনুযায়ী মুখ্যমন্ত্রীর কিছু দায়িত্ব রয়েছে, কিন্তু সেগুলি উপেক্ষিত হয়েছে ৷ মহামারী পর্বের খরচের তথ্য, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, বেঙ্গল এরোট্রোপলিস প্রকল্প, জিটিএ, মা ক্যান্টিন বিষয়ে তথ্য চেয়েও পাওয়া যায়নি ৷" এই বিষয়ে বুধবার মুখ্যমন্ত্রীকে লেখা একটি চিঠিও টুইটারে দিয়েছেন রাজ্যপাল ৷ সেই চিঠিতে গোটা বিষয়টিকে সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থতা বলে উল্লেখ করেছেন তিনি ৷ মুখ্যমন্ত্রীকে তাঁর দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে রাজ্যপাল বলেছেন, উপরিউক্ত বিষয়গুলির পাশাপাশি রাজ্য ফিন্যান্স কমিশন ও রাজ্যের পেগাসাস নির্দেশিকা সংক্রান্ত তথ্য যেন দ্রুত তাঁর কাছে পাঠানো হয় ৷
আরও পড়ুন : সুফিয়ানের গ্রেফতারিতে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট
-
Equally worrisome is bureaucracy stance @MamataOfficial in blatantly violating Rules of Business under Article 166(3) of the Constitution and AIS (Conduct) Rules. 1968.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) January 20, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
CM called upon to vindicate her oath to “bear true faith and allegiance to the Constitution of India” & act.
">Equally worrisome is bureaucracy stance @MamataOfficial in blatantly violating Rules of Business under Article 166(3) of the Constitution and AIS (Conduct) Rules. 1968.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) January 20, 2022
CM called upon to vindicate her oath to “bear true faith and allegiance to the Constitution of India” & act.Equally worrisome is bureaucracy stance @MamataOfficial in blatantly violating Rules of Business under Article 166(3) of the Constitution and AIS (Conduct) Rules. 1968.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) January 20, 2022
CM called upon to vindicate her oath to “bear true faith and allegiance to the Constitution of India” & act.
অপর একটি টুইটে রাজ্যের আমলাতন্ত্রকেও আক্রমণ করেছেন রাজ্যপাল ৷ বলেছেন, এরাজ্যের আমলাতন্ত্রের অবস্থাও চরম উদ্বেগের, চূড়ান্তভাবে উপেক্ষিত হচ্ছে সংবিধানের 166(3) ধারা ও সার্ভিস কনডাক্ট রুলের নিয়ম ৷