ETV Bharat / city

কর্মী-সমর্থকদের মনবল বাড়াতে একগুচ্ছ দাওয়াই বিজেপির - LOKSABHA ELECTION

2021-এর বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই বুথস্তরের কর্মীদের মনোবল তলানিতে ঠেকেছে । এই সমস্ত কর্মী-সমর্থকদের মনোবল বাড়াতে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে একগুচ্ছ পরিকল্পনা নিতে শুরু করেছে বিজেপির রাজ্য নেতৃত্ব ।

wb bjp
2024-এর লোকসভা নির্বাচনে কর্মী-সমর্থকদের মনবল বাড়াতে একগুচ্ছ দাওয়াই বিজেপির
author img

By

Published : Jun 22, 2021, 8:48 PM IST

কলকাতা, 22 জুন: 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবি হয়েছিল । সবুজ ঝড়ে কার্যত উড়ে গিয়েছিল গেরুয়া শিবির । বাংলায় বিজেপির বুথস্তরের কর্মীদের মনোবল তলানিতে ঠেকেছে । এই সমস্ত কর্মী-সমর্থকদের মনোবল বাড়াতে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে একগুচ্ছ পরিকল্পনা নিতে শুরু করেছে বিজেপির রাজ্য নেতৃত্ব । বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন একাধিক কর্মী-সমর্থকরা । বিজেপির কর্মী-সমর্থকদের ধরে রাখতে একাধিক পরিকল্পনাও শুরু হয়েছে । বিজেপি সূত্রে খবর, বিজেপির বুথস্তরের কর্মীদের পুনরায় উজ্জীবিত করতে জুলাই মাস থেকে প্রতিটি জেলায় কর্মী প্রশিক্ষণ শিবির করতে চলেছে বিজেপি । এই শিবিরের মূল লক্ষ্যই হল কর্মী প্রশিক্ষণের মাধ্যমে রাজ্য বিজেপির সাফল্যকে তুলে ধরা । 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপি 38.1 শতাংশ ভোট পেয়েছিল । এই ফল একেবারেই রের্কড বলে মনে করছে রাজ্য বিজেপি নেতৃত্বের একাংশ ।

এই সাফল্য এসেছে মাত্র 3 বছরের মধ্যেই । খুবই কম সময়ে বিজেপির ভোট বেড়েছে কয়েকগুণ । 2016 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি 3টি আসন জিতেছিল । এবার তারা 77টি আসন দখল করেছে । এত কম সময়ে যে সাফল্য বিজেপি পেয়েছে বাংলায় তাই তুলে ধরা হবে প্রশিক্ষণ শিবিরে । তার পরিপ্রেক্ষিতে একটি তথ্যচিত্রও তুলে ধরা হবে কর্মীদের সামনে । কর্মীদের মনোবল বাড়াতেই এই তথ্যচিত্রকে হাতিয়ার করেই আগামী লোকসভা নির্বাচনের প্রচার শুরু করবে গেরুয়া শিবির । মূলত, কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই 100-এর বেশি পৌরসভায় নির্বাচন রয়েছে । সেই নির্বাচনে বিজেপি যাতে তৃণমূলের সঙ্গে সমানে-সমানে টক্কর দিতে পারে । তার জন্যই কর্মীদের উজ্জীবিত করতে এই পরিকল্পনা রাজ্য নেতৃত্বের একাংশের ।

আরও পড়ুন: রাষ্ট্রপতি শাসন ছাড়া রাজ্যে শান্তি আসবে না, মালদায় দাবি দিলীপের

ইতিমধ্যেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী ভার্চুয়ালি কর্মীদের বার্তা দিচ্ছেন । এমনকি কর্মীদের সঙ্গে প্রত্যক্ষভাবে যোগাযোগ রাখতে বুথ, জেলা ও মণ্ডলস্তরে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে । সেই গ্রুপেও প্রতিনিয়ত বার্তা দেওয়া হচ্ছে । যদি পঞ্চায়েত ও পৌরসভাগুলিতে বিজেপি ক্ষমতা দখল করতে না পারে , তাহলে বিধানসভা দখল স্বপ্নই থেকে যাবে । তাই পৌরসভা ও পঞ্চায়েত দখল করতেই সচেষ্ট হতে হবে কর্মীদের । বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পরই জেলায় জেলায় ঝাঁকে ঝাঁকে বিজেপি কর্মীরা তৃণমূলে যোগদান করতে শুরু করেছেন । তাই এই সমস্ত কর্মীদের আটকাতে কর্মী-সমর্থকদের ফোন করে দলের তরফে তাঁদের সবরকম আইনি সাহায়তা দেওয়ার কথাও জানানো হচ্ছে ।

কলকাতা, 22 জুন: 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবি হয়েছিল । সবুজ ঝড়ে কার্যত উড়ে গিয়েছিল গেরুয়া শিবির । বাংলায় বিজেপির বুথস্তরের কর্মীদের মনোবল তলানিতে ঠেকেছে । এই সমস্ত কর্মী-সমর্থকদের মনোবল বাড়াতে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে একগুচ্ছ পরিকল্পনা নিতে শুরু করেছে বিজেপির রাজ্য নেতৃত্ব । বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন একাধিক কর্মী-সমর্থকরা । বিজেপির কর্মী-সমর্থকদের ধরে রাখতে একাধিক পরিকল্পনাও শুরু হয়েছে । বিজেপি সূত্রে খবর, বিজেপির বুথস্তরের কর্মীদের পুনরায় উজ্জীবিত করতে জুলাই মাস থেকে প্রতিটি জেলায় কর্মী প্রশিক্ষণ শিবির করতে চলেছে বিজেপি । এই শিবিরের মূল লক্ষ্যই হল কর্মী প্রশিক্ষণের মাধ্যমে রাজ্য বিজেপির সাফল্যকে তুলে ধরা । 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপি 38.1 শতাংশ ভোট পেয়েছিল । এই ফল একেবারেই রের্কড বলে মনে করছে রাজ্য বিজেপি নেতৃত্বের একাংশ ।

এই সাফল্য এসেছে মাত্র 3 বছরের মধ্যেই । খুবই কম সময়ে বিজেপির ভোট বেড়েছে কয়েকগুণ । 2016 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি 3টি আসন জিতেছিল । এবার তারা 77টি আসন দখল করেছে । এত কম সময়ে যে সাফল্য বিজেপি পেয়েছে বাংলায় তাই তুলে ধরা হবে প্রশিক্ষণ শিবিরে । তার পরিপ্রেক্ষিতে একটি তথ্যচিত্রও তুলে ধরা হবে কর্মীদের সামনে । কর্মীদের মনোবল বাড়াতেই এই তথ্যচিত্রকে হাতিয়ার করেই আগামী লোকসভা নির্বাচনের প্রচার শুরু করবে গেরুয়া শিবির । মূলত, কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই 100-এর বেশি পৌরসভায় নির্বাচন রয়েছে । সেই নির্বাচনে বিজেপি যাতে তৃণমূলের সঙ্গে সমানে-সমানে টক্কর দিতে পারে । তার জন্যই কর্মীদের উজ্জীবিত করতে এই পরিকল্পনা রাজ্য নেতৃত্বের একাংশের ।

আরও পড়ুন: রাষ্ট্রপতি শাসন ছাড়া রাজ্যে শান্তি আসবে না, মালদায় দাবি দিলীপের

ইতিমধ্যেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী ভার্চুয়ালি কর্মীদের বার্তা দিচ্ছেন । এমনকি কর্মীদের সঙ্গে প্রত্যক্ষভাবে যোগাযোগ রাখতে বুথ, জেলা ও মণ্ডলস্তরে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে । সেই গ্রুপেও প্রতিনিয়ত বার্তা দেওয়া হচ্ছে । যদি পঞ্চায়েত ও পৌরসভাগুলিতে বিজেপি ক্ষমতা দখল করতে না পারে , তাহলে বিধানসভা দখল স্বপ্নই থেকে যাবে । তাই পৌরসভা ও পঞ্চায়েত দখল করতেই সচেষ্ট হতে হবে কর্মীদের । বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পরই জেলায় জেলায় ঝাঁকে ঝাঁকে বিজেপি কর্মীরা তৃণমূলে যোগদান করতে শুরু করেছেন । তাই এই সমস্ত কর্মীদের আটকাতে কর্মী-সমর্থকদের ফোন করে দলের তরফে তাঁদের সবরকম আইনি সাহায়তা দেওয়ার কথাও জানানো হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.