ETV Bharat / city

Water Tank breaks down: যাদবপুরে ওভারহেড জলের ট্যাঙ্ক ভেঙে বিপত্তি

author img

By

Published : Jul 27, 2022, 11:04 PM IST

ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক । বুধবার রাত সাড়ে 9টা নাগাদ ঘটনাটি ঘটেছে । ট্যাঙ্কের একাংশ 110 নম্বর ওয়ার্ড অফিসের গা ঘেষে পড়াতে অফিসের একাংশও ভেঙে পড়ে (Water Tank breaks down in Jadavpur) ।

Water Tank
Water Tank

যাদবপুর, 27 জুলাই: ব্রিজি গাজিপুকুর এলাকায় পৌরনিগমের ওয়ার্ড অফিসের পাশে ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক । বুধবার রাত সাড়ে 9টা নাগাদ ঘটনাটি ঘটেছে । ট্যাঙ্কের একাংশ 110 নম্বর ওয়ার্ড অফিসের গা ঘেষে পড়াতে অফিসের একাংশও ভেঙে পড়ে । সে সময় ভিতরে বেশ কয়েকজন ছিলেন । অনেকেই বেরিয়ে আসলেও 3 জন ভিতরে আটকে পড়েন (Water Tank breaks down in Jadavpur) ।

পরে স্থানীরাই একজনকে নিরাপদে বের করে আনেন । খবর দেওয়া হয় থানা ও দমকলে । পরে আরও একজনকে বের করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । ঘটনাস্থলে পৌঁছন বিধায়ক দেবব্রত মজুমদার, বরো চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী ও স্থানীয় কাউন্সিলর সরোজ মণ্ডল ।

ওভারহেড জলের ট্যাঙ্ক ভেঙে বিপত্তি

আরও পড়ুন : পাইপ লাইনে ফাটল, দিনভর জল না পেয়ে নাজেহাল কলকাতার একাংশ

জানা গিয়েছে, ওই ওভারহেড ট্যাঙ্ক রক্ষণাবেক্ষণ করে কেএমডিএ । ওই এলাকায় বেশ কিছু জায়গায় তারা জল সরবরাহ করে । প্রায় 4 লক্ষ লিটারের বেশি আয়তনের এই জলাধার 1978 সালে তৈরি হয় । পরে বেশ কয়েক বছর আগে কেএমসি একটি জলাধার করতে পুরনো জলাধারে বেশি জল থাকত না । সংস্কারও আর হয়নি । ফলে দীর্ঘ দিন সংস্কার না-হওয়াতেই এই বিপত্তি ।

যাদবপুর, 27 জুলাই: ব্রিজি গাজিপুকুর এলাকায় পৌরনিগমের ওয়ার্ড অফিসের পাশে ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক । বুধবার রাত সাড়ে 9টা নাগাদ ঘটনাটি ঘটেছে । ট্যাঙ্কের একাংশ 110 নম্বর ওয়ার্ড অফিসের গা ঘেষে পড়াতে অফিসের একাংশও ভেঙে পড়ে । সে সময় ভিতরে বেশ কয়েকজন ছিলেন । অনেকেই বেরিয়ে আসলেও 3 জন ভিতরে আটকে পড়েন (Water Tank breaks down in Jadavpur) ।

পরে স্থানীরাই একজনকে নিরাপদে বের করে আনেন । খবর দেওয়া হয় থানা ও দমকলে । পরে আরও একজনকে বের করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । ঘটনাস্থলে পৌঁছন বিধায়ক দেবব্রত মজুমদার, বরো চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী ও স্থানীয় কাউন্সিলর সরোজ মণ্ডল ।

ওভারহেড জলের ট্যাঙ্ক ভেঙে বিপত্তি

আরও পড়ুন : পাইপ লাইনে ফাটল, দিনভর জল না পেয়ে নাজেহাল কলকাতার একাংশ

জানা গিয়েছে, ওই ওভারহেড ট্যাঙ্ক রক্ষণাবেক্ষণ করে কেএমডিএ । ওই এলাকায় বেশ কিছু জায়গায় তারা জল সরবরাহ করে । প্রায় 4 লক্ষ লিটারের বেশি আয়তনের এই জলাধার 1978 সালে তৈরি হয় । পরে বেশ কয়েক বছর আগে কেএমসি একটি জলাধার করতে পুরনো জলাধারে বেশি জল থাকত না । সংস্কারও আর হয়নি । ফলে দীর্ঘ দিন সংস্কার না-হওয়াতেই এই বিপত্তি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.