ETV Bharat / city

শনিবার জল সরবরাহ বন্ধ থাকবে উত্তর কলকাতায়

author img

By

Published : Dec 9, 2019, 10:06 PM IST

পাইপ লাইনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য এবার জল সরবরাহ বন্ধ থাকবে উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকায় । শনিবার ভোরে উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকাজুড়ে জল সরবরাহ বন্ধ করে দেওয়া হবে । রবিবার সকালে স্বাভাবিক হবে জল সরবরাহ । মূলত পাম্পিং স্টেশনে কিছু মেরামতির কাজের জন্য জল সরবরাহ বন্ধ রাখা হবে ।

water supply to be stopped for maintenance
উত্তর কলকাতায় বন্ধ জল সরবরাহ

কলকাতা, 9 ডিসেম্বর : পাইপ লাইনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনিবার দক্ষিণ কলকাতায় জল সরবরাহ বন্ধ রাখা হয়েছিল । এবার জল সরবরাহ বন্ধ থাকবে উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকায় । শনিবার ভোরে উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকাজুড়ে জল সরবরাহ বন্ধ করে দেওয়া হবে । রবিবার সকালে স্বাভাবিক হবে জল সরবরাহ । পাম্পিং স্টেশনে কিছু মেরামতির কাজের জন্য জল সরবরাহ বন্ধ রাখা হবে ।

শনিবার সকাল থেকেই জোড়াবাগান, মহম্মদ আলি পার্ক, আর এস এম স্কয়্যার, অকল্যান্ড স্কয়্যার, বাগমারি, পার্ক সার্কাস, কসবা, নিউ পার্ক, সল্টলেক ও দমদম এলাকায় জল সরবরাহ বন্ধ থাকবে । উত্তর ও মধ্য কলকাতা, সল্টলেক সহ দক্ষিণ কলকাতার কিছু অংশ ও দমদমের একটি এলাকায় জল সরবরাহ থাকবে না শনিবার সারাদিন ।

66, 67, 68, 69, 71, 72, 73, 74, 83, 85, 86 ও 91 নম্বর ওয়ার্ডে শনিবার জল সরবরাহ বন্ধ রাখা হবে । মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, শনিবার পাম্পিং স্টেশনে কিছু মেরামতির কাজের জন্য দক্ষিণ কলকাতায় জল সরবরাহ বন্ধ রাখা হয়েছিল । মূলত পাইপ লাইন ও ভালব মেরামতির কাজ করার জন্যই এবার জল সরবরাহ বন্ধ রাখা হবে উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকায় । রবিবার সকাল থেকে জল সরবরাহ পুনরায় স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম ।

কলকাতা, 9 ডিসেম্বর : পাইপ লাইনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনিবার দক্ষিণ কলকাতায় জল সরবরাহ বন্ধ রাখা হয়েছিল । এবার জল সরবরাহ বন্ধ থাকবে উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকায় । শনিবার ভোরে উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকাজুড়ে জল সরবরাহ বন্ধ করে দেওয়া হবে । রবিবার সকালে স্বাভাবিক হবে জল সরবরাহ । পাম্পিং স্টেশনে কিছু মেরামতির কাজের জন্য জল সরবরাহ বন্ধ রাখা হবে ।

শনিবার সকাল থেকেই জোড়াবাগান, মহম্মদ আলি পার্ক, আর এস এম স্কয়্যার, অকল্যান্ড স্কয়্যার, বাগমারি, পার্ক সার্কাস, কসবা, নিউ পার্ক, সল্টলেক ও দমদম এলাকায় জল সরবরাহ বন্ধ থাকবে । উত্তর ও মধ্য কলকাতা, সল্টলেক সহ দক্ষিণ কলকাতার কিছু অংশ ও দমদমের একটি এলাকায় জল সরবরাহ থাকবে না শনিবার সারাদিন ।

66, 67, 68, 69, 71, 72, 73, 74, 83, 85, 86 ও 91 নম্বর ওয়ার্ডে শনিবার জল সরবরাহ বন্ধ রাখা হবে । মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, শনিবার পাম্পিং স্টেশনে কিছু মেরামতির কাজের জন্য দক্ষিণ কলকাতায় জল সরবরাহ বন্ধ রাখা হয়েছিল । মূলত পাইপ লাইন ও ভালব মেরামতির কাজ করার জন্যই এবার জল সরবরাহ বন্ধ রাখা হবে উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকায় । রবিবার সকাল থেকে জল সরবরাহ পুনরায় স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম ।

Intro:আগামী শনিবার জল বন্ধ থাকবে উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকাজুড়ে। কলকাতা শনিবার ভোরে জল সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। রবিবার সকালে জল সরবরাহ স্বাভাবিক হবে। এরফলে জোড়াবাগান ,মোহাম্মদ আলী পার্ক ,আর এস এম স্কয়ার, অকল্যান্ড স্কোয়ার বাগমারি ,পার্ক সার্কাস ,কসবা ,নিউ পার্ক, সটলেক ও দমদম এলাকায় সরবরাহ বন্ধ থাকবে। এর ফলে উত্তর মধ্য কলকাতা সহ দক্ষিণ কলকাতার কিছু অংশ ও সটলেক , দমদম একটি এলাকায় জল সরবরাহ থাকবে না শনিবার সারাদিন।


Body:এর ফলে 66 নম্বর ওয়ার্ড 67 নম্বর ওয়ার্ড 68 নম্বর ওয়ার্ড 69 নম্বর ওয়ার্ড নম্বর ওয়ার্ড 71 নম্বর ওয়ার্ড 72 নম্বর ওয়ার্ড 73 নম্বর ওয়ার্ড 74 নম্বর ওয়ার্ড 83 নম্বর ওয়ার্ড নম্বর ওয়ার্ড 85 নম্বর ওয়ার্ড 86 নম্বর ওয়ার্ড নম্বর ওয়ার্ড নম্বর ওয়ার্ড 91 নম্বর ওয়ার্ডে শনিবার জল সরবরাহ বন্ধ রাখা হবে। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন গত শনিবার দক্ষিণ কলকাতায় জল সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। তেমনই চালায় পাম্পিং স্টেশন এ কিছু মেরামতি কাজের জন্য জল সরবরাহ বন্ধ রাখা হবে । মূলত পাইপলাইন ও ভালব মেরামতির কাজ করার জন্যই জল সরবরাহ বন্ধ রাখা হবে। রবিবার সকাল থেকে জল সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.