ETV Bharat / city

করোনা রোগী ভর্তি না নেওয়ায় বেহালার নার্সিংহোমে তাণ্ডব - বেহালার নার্সিংহোমে তাণ্ডব

বিশেষ কারণে বেহালার এই নার্সিংহোমে করোনা রোগী ভর্তি বন্ধ রয়েছে ৷ রোগীর পরিবার মানতে চায়নি ৷ এরপরেই রোগীর পরিবারের সদস্যদের সঙ্গে ঝামেলা বাধে নার্সিংহোমের কর্মীদের ৷

Violence in Behala nursing home due to non-admission of corona patients
Violence in Behala nursing home due to non-admission of corona patients
author img

By

Published : May 20, 2021, 6:30 AM IST

কলকাতা, 20 মে : করোনা রোগীকে ভর্তি না নেওয়ায় ভাঙচুর নার্সিংহোমে ৷ ঘটনাকে কেন্দ্র করে গতকাল বেহালার একটি নার্সিংহোম তীব্র উত্তেজনা ছড়ায় ৷ রোগীর পরিবার তাণ্ডব চালায় নার্সিংহোমের মধ্যে ৷ পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বেহালা থানার পুলিশ ৷

একাধিক অভিযোগে ইতিমধ্যে স্বাস্থ্য দফতরের নির্দেশিকা অনুযায়ী কলকাতা সহ জেলার তিনটি নার্সিংহোমে করোনা রোগী ভর্তি বন্ধ রাখা হয়েছে ৷ অন্যতম কারণ, অতিরিক্ত চিকিৎসা খরচ আদায়ের অভিযোগ ৷ বেহালার এই নার্সিংহোমেও করোনা রোগী ভর্তি বন্ধ রয়েছে ওই নির্দেশিকায় ৷

গতকালের তাণ্ডব নিয়ে কী বলছেন নার্সিংহোমের চিকিৎসক ?

এরপরও বুধবার সন্ধ্যা 6টা বেজে 45 মিনিট নাগাদ টালিগঞ্জের এক করোনা রোগীকে এই নার্সিংহোমে ভর্তি করতে নিয়ে আসে তাঁর পরিবারের লোকজন ৷ যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বিশেষ কারণে করোনা রোগী ভর্তি বন্ধ রয়েছে ৷ রোগীর পরিবার মানতে চায়নি ৷ এরপরেই রোগীর পরিবারের সদস্যদের সঙ্গে ঝামেলা বাধে নার্সিংহোমের কর্মীদের ৷ উত্তেজিত রোগীর পরিবার নার্সিংহোমে ব্যাপক ভাঙচুর চালায় ৷

খবর দেওয়া হয় বেহালা থানাকে ৷ পুলিশ আসতে পরিস্থিতি স্বাভাবিক হয় ৷ রোগীকে নিয়ে পরিবার অন্য হাসপাতাল যায় ৷

কলকাতা, 20 মে : করোনা রোগীকে ভর্তি না নেওয়ায় ভাঙচুর নার্সিংহোমে ৷ ঘটনাকে কেন্দ্র করে গতকাল বেহালার একটি নার্সিংহোম তীব্র উত্তেজনা ছড়ায় ৷ রোগীর পরিবার তাণ্ডব চালায় নার্সিংহোমের মধ্যে ৷ পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বেহালা থানার পুলিশ ৷

একাধিক অভিযোগে ইতিমধ্যে স্বাস্থ্য দফতরের নির্দেশিকা অনুযায়ী কলকাতা সহ জেলার তিনটি নার্সিংহোমে করোনা রোগী ভর্তি বন্ধ রাখা হয়েছে ৷ অন্যতম কারণ, অতিরিক্ত চিকিৎসা খরচ আদায়ের অভিযোগ ৷ বেহালার এই নার্সিংহোমেও করোনা রোগী ভর্তি বন্ধ রয়েছে ওই নির্দেশিকায় ৷

গতকালের তাণ্ডব নিয়ে কী বলছেন নার্সিংহোমের চিকিৎসক ?

এরপরও বুধবার সন্ধ্যা 6টা বেজে 45 মিনিট নাগাদ টালিগঞ্জের এক করোনা রোগীকে এই নার্সিংহোমে ভর্তি করতে নিয়ে আসে তাঁর পরিবারের লোকজন ৷ যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বিশেষ কারণে করোনা রোগী ভর্তি বন্ধ রয়েছে ৷ রোগীর পরিবার মানতে চায়নি ৷ এরপরেই রোগীর পরিবারের সদস্যদের সঙ্গে ঝামেলা বাধে নার্সিংহোমের কর্মীদের ৷ উত্তেজিত রোগীর পরিবার নার্সিংহোমে ব্যাপক ভাঙচুর চালায় ৷

খবর দেওয়া হয় বেহালা থানাকে ৷ পুলিশ আসতে পরিস্থিতি স্বাভাবিক হয় ৷ রোগীকে নিয়ে পরিবার অন্য হাসপাতাল যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.