ETV Bharat / city

মামলার দ্রুত নিষ্পত্তি দাবি, হাইকোর্টের সামনে শান্তিপূর্ণ অবস্থান আপার প্রাইমারির চাকরিপ্রার্থীদের - আপার প্রাইমারির চাকরিপ্রার্থীদের মামলা

আপার প্রাইমারিতে নিয়োগ সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তি চাইছেন চাকরিপ্রার্থীরা । প্ল্যাকার্ড হাতে কলকাতা হাইকোর্টের সামনে শান্তিপূর্ণ অবস্থানে শামিল তাঁরা ।

কলকাতা হাইকোর্ট
কলকাতা হাইকোর্ট
author img

By

Published : Sep 21, 2020, 6:14 PM IST

Updated : Sep 21, 2020, 8:12 PM IST

কলকাতা, 21 সেপ্টেম্বর : আপার প্রাইমারির নিয়োগ সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির দাবিতে কলকাতা হাইকোর্টের সামনে প্ল্যাকার্ড হাতে শান্তিপূর্ণ অবস্থান করলেন একাধিক চাকরিপ্রার্থী । কোরোনা মোকাবিলায় প্রায় চার মাস ধরে কলকাতা হাইকোর্টে আপার প্রাইমারি মামলার শুনানি হয়নি । তাই দ্রুত মামলার শুনানি করে নিষ্পত্তি করা হোক, দাবি চাকরিপ্রার্থীদের ।

চাকরিপ্রার্থীদের দাবিগুলি হচ্ছে, সঠিক তথ্যের ভিত্তিতে স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে । নতুন শূন্যপদগুলি 5,108টি মূল শূন্যপদের সঙ্গে যুক্ত করতে হবে । সঠিক TET ওয়েটেজের ভিত্তিতে নিয়োগ করতে হবে । 1 : 1.4 অনুপাত মেনে কাস্ট -ক্যাটেগরি -সাবজেক্ট অনুযায়ী নিয়োগ দিতে হবে ।

আপার প্রাইমারি দুর্নীতি বিরোধী ঐক্য মঞ্চের তরফে সভাপতি নুরুজ্জামান জানান, "দীর্ঘ সাত বছর ধরে আপার প্রাইমারিতে কোনও নিয়োগ নেই । সাত বছর ধরে আমরা বঞ্চিত । এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী দু'জনকেই আমরা অনুরোধ জানাচ্ছি যাতে দ্রুত আমাদের মামলার নিষ্পত্তি করে স্বচ্ছভাবে আপার প্রাইমারিতে নিয়োগ দান করা হয় ।"

আরও পড়ুন : দ্রুত নিয়োগের দাবিতে ভার্চুয়াল মঞ্চে প্রতীকী অনশন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের

মামলাকারী ভানু রায়-সহ একাধিক চাকরিপ্রার্থী আপার প্রাইমারিতে 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে নিয়োগ প্রক্রিয়া চলছে, তাতে মেধাতালিকায় বড়সড় কারচুপির অভিযোগে মামলা করেন কলকাতা হাইকোর্টে । কয়েক হাজার মামলা হয় কলকাতা হাইকোর্টে । প্রার্থীদের মূল দাবি , বিভিন্ন প্রার্থীর TET পরীক্ষার প্রাপ্ত নম্বর বাড়ানো হয়েছে । নিয়ম অনুযায়ী ইন্টারভিউয়ের তালিকা তৈরি হয়নি । 1 : 1.4 অনুপাত মানা হয়নি । ফলে বহু মেধাবী প্রার্থী বঞ্চিত হয়েছেন । মামলাটি বর্তমানে বিচারপতি মৌসুমি ভট্টাচার্যর সিঙ্গল বেঞ্চে বিচারাধীন । আজও মামলাটির শুনানি ছিল । রাজ্যের তরফে AG কিশোর দত্ত বলেছেন আজ । আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে ।

এর আগে 22 জুন মামলাকারীদের বক্তব্য শোনার পর বিচারপতি বিবেক চৌধুরি নির্দেশ দেন এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন কোনও প্রার্থীকে নিয়োগপত্র দিতে পারবে না । ফলে আপার প্রাইমারির মেধাতালিকা প্রকাশিত হলেও হাইকোর্টের নির্দেশে পুরো নিয়োগ প্রক্রিয়া স্থগিত রয়েছে ।

কলকাতা, 21 সেপ্টেম্বর : আপার প্রাইমারির নিয়োগ সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির দাবিতে কলকাতা হাইকোর্টের সামনে প্ল্যাকার্ড হাতে শান্তিপূর্ণ অবস্থান করলেন একাধিক চাকরিপ্রার্থী । কোরোনা মোকাবিলায় প্রায় চার মাস ধরে কলকাতা হাইকোর্টে আপার প্রাইমারি মামলার শুনানি হয়নি । তাই দ্রুত মামলার শুনানি করে নিষ্পত্তি করা হোক, দাবি চাকরিপ্রার্থীদের ।

চাকরিপ্রার্থীদের দাবিগুলি হচ্ছে, সঠিক তথ্যের ভিত্তিতে স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে । নতুন শূন্যপদগুলি 5,108টি মূল শূন্যপদের সঙ্গে যুক্ত করতে হবে । সঠিক TET ওয়েটেজের ভিত্তিতে নিয়োগ করতে হবে । 1 : 1.4 অনুপাত মেনে কাস্ট -ক্যাটেগরি -সাবজেক্ট অনুযায়ী নিয়োগ দিতে হবে ।

আপার প্রাইমারি দুর্নীতি বিরোধী ঐক্য মঞ্চের তরফে সভাপতি নুরুজ্জামান জানান, "দীর্ঘ সাত বছর ধরে আপার প্রাইমারিতে কোনও নিয়োগ নেই । সাত বছর ধরে আমরা বঞ্চিত । এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী দু'জনকেই আমরা অনুরোধ জানাচ্ছি যাতে দ্রুত আমাদের মামলার নিষ্পত্তি করে স্বচ্ছভাবে আপার প্রাইমারিতে নিয়োগ দান করা হয় ।"

আরও পড়ুন : দ্রুত নিয়োগের দাবিতে ভার্চুয়াল মঞ্চে প্রতীকী অনশন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের

মামলাকারী ভানু রায়-সহ একাধিক চাকরিপ্রার্থী আপার প্রাইমারিতে 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে নিয়োগ প্রক্রিয়া চলছে, তাতে মেধাতালিকায় বড়সড় কারচুপির অভিযোগে মামলা করেন কলকাতা হাইকোর্টে । কয়েক হাজার মামলা হয় কলকাতা হাইকোর্টে । প্রার্থীদের মূল দাবি , বিভিন্ন প্রার্থীর TET পরীক্ষার প্রাপ্ত নম্বর বাড়ানো হয়েছে । নিয়ম অনুযায়ী ইন্টারভিউয়ের তালিকা তৈরি হয়নি । 1 : 1.4 অনুপাত মানা হয়নি । ফলে বহু মেধাবী প্রার্থী বঞ্চিত হয়েছেন । মামলাটি বর্তমানে বিচারপতি মৌসুমি ভট্টাচার্যর সিঙ্গল বেঞ্চে বিচারাধীন । আজও মামলাটির শুনানি ছিল । রাজ্যের তরফে AG কিশোর দত্ত বলেছেন আজ । আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে ।

এর আগে 22 জুন মামলাকারীদের বক্তব্য শোনার পর বিচারপতি বিবেক চৌধুরি নির্দেশ দেন এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন কোনও প্রার্থীকে নিয়োগপত্র দিতে পারবে না । ফলে আপার প্রাইমারির মেধাতালিকা প্রকাশিত হলেও হাইকোর্টের নির্দেশে পুরো নিয়োগ প্রক্রিয়া স্থগিত রয়েছে ।

Last Updated : Sep 21, 2020, 8:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.