ETV Bharat / city

Unrest at Presidency University: পোস্টার ছেঁড়ার অভিযোগে প্রেসিডেন্সিতে উত্তেজনা - প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়

প্রেসিডেন্সিতে উত্তেজনা ৷ একে অপরের পোস্টার ছেঁড়ার অভিযোগে টিএমসিপি ও এসএফআই এর মধ্যে হাতাহাতির অভিযোগ (Unrest at Presidency University Between TMCP-SFI Over Poster Tearing) ৷ ঘটনায় উত্তপ্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ৷

unrest-at-presidency-university-between-tmcp-sfi-over-poster-tearing
unrest-at-presidency-university-between-tmcp-sfi-over-poster-tearing
author img

By

Published : Aug 6, 2022, 3:31 PM IST

কলকাতা, 6 অগস্ট: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এসএফআই সদস্যদের উপর হামলার অভিযোগ টিএমসিপির বহিরাগতদের বিরুদ্ধে ৷ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার থেকেই উতপ্ত প্রেসিডেন্সি ৷ গতকালও দু’তরফের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয় প্রেসিডেন্সিতে (Unrest at Presidency University Between TMCP-SFI Over Poster Tearing) ৷

টিএমসিপির সদস্যদের অভিযোগ, তাদের ছাত্র সমাবেশের পোস্টার ছিঁড়ে দিয়েছে এসএফআই সদস্যরা ৷ যার প্রতিবাদে বেশ কিছু বহিরাগত টিএমসিপি সদস্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নেতৃত্বে গেটের বাইরে বিক্ষোভ দেখায় ৷ পালটা টিএমসিপির বিরুদ্ধে পোস্টার ছেঁড়ার অভিযোগে এসএফআই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে বিক্ষোভ দেখায় ৷ দু’পক্ষকে মুখোমুখি হওয়া থেকে আটকাতে নিরাপত্তারক্ষীরা বিশ্ববিদ্যালয়ের মূল গেট বন্ধ করে দেন ৷ পরে ডিন এফ স্টুডেন্টস দু’পক্ষের সঙ্গে বৈঠক করে, পরিস্থিতি তখনকার মতো সামাল দেন ৷

কিন্তু, রাতে দু’পক্ষের মধ্যে ফের ঝামেলা হয় বলে অভিযোগ ৷ এসএফআই এর সদস্যদের উপর কলেজ স্ট্রিট চত্ত্বরে টিএমসিপি-র বহিরাগতরা হামলা চালায় বলে অভিযোগ ৷ যে ঘটনায় একটি ভিডিয়ো এসএফআই প্রকাশ করেছে ৷ যদিও তার সত্যতা ইটিভি ভারত যাচাই করেনি ৷ সেই হামলার অভিযোগে আজ এসএফআই এর কলকাতা নেতৃত্ব একটি প্রতিবাদ মিছিল ডেকেছে ৷ ঘটনায় এখনও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে ৷ টিএমসিপি-র তরফে অভিযোগ করা হয়েছে, ডিন এফ স্টুডেন্টস এসএফআইয়ের সঙ্গে হাত মিলিয়ে টিএমসিপির সদস্যদের বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিতে চাইছেন ৷

পোস্টার ছেঁড়ার অভিযোগে উত্তেজনা প্রেসিডেন্সিতে

আরও পড়ুন: অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে পুলিশের সঙ্গে বচসা

এই ঘটনায় গতকাল টিএমসিপির এক সদস্য তথা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী রাজন্যা হালদারকে ক্যাম্পাসে ঢুকতে বাধা দেয় নিরাপত্তারক্ষীরা ৷ পরে তিনি গেট টপকে ভিতরে প্রবেশ করেন ৷ যে ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে এসএফআই-কে সাহায্য করার অভিযোগ করা হয়েছে ৷ রাজন্যা হালদার ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করলে, ভিতরেও উত্তেজনা ছড়িয়ে পরে ৷ গতকাল দিনভর প্রেসিডেন্সির বাইরে টিএমসিপি এবং ভিতরে এসএফআই সদস্যরা অবস্থান বিক্ষোভ ও স্লোগান দিতে থাকে ৷

কলকাতা, 6 অগস্ট: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এসএফআই সদস্যদের উপর হামলার অভিযোগ টিএমসিপির বহিরাগতদের বিরুদ্ধে ৷ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার থেকেই উতপ্ত প্রেসিডেন্সি ৷ গতকালও দু’তরফের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয় প্রেসিডেন্সিতে (Unrest at Presidency University Between TMCP-SFI Over Poster Tearing) ৷

টিএমসিপির সদস্যদের অভিযোগ, তাদের ছাত্র সমাবেশের পোস্টার ছিঁড়ে দিয়েছে এসএফআই সদস্যরা ৷ যার প্রতিবাদে বেশ কিছু বহিরাগত টিএমসিপি সদস্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নেতৃত্বে গেটের বাইরে বিক্ষোভ দেখায় ৷ পালটা টিএমসিপির বিরুদ্ধে পোস্টার ছেঁড়ার অভিযোগে এসএফআই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে বিক্ষোভ দেখায় ৷ দু’পক্ষকে মুখোমুখি হওয়া থেকে আটকাতে নিরাপত্তারক্ষীরা বিশ্ববিদ্যালয়ের মূল গেট বন্ধ করে দেন ৷ পরে ডিন এফ স্টুডেন্টস দু’পক্ষের সঙ্গে বৈঠক করে, পরিস্থিতি তখনকার মতো সামাল দেন ৷

কিন্তু, রাতে দু’পক্ষের মধ্যে ফের ঝামেলা হয় বলে অভিযোগ ৷ এসএফআই এর সদস্যদের উপর কলেজ স্ট্রিট চত্ত্বরে টিএমসিপি-র বহিরাগতরা হামলা চালায় বলে অভিযোগ ৷ যে ঘটনায় একটি ভিডিয়ো এসএফআই প্রকাশ করেছে ৷ যদিও তার সত্যতা ইটিভি ভারত যাচাই করেনি ৷ সেই হামলার অভিযোগে আজ এসএফআই এর কলকাতা নেতৃত্ব একটি প্রতিবাদ মিছিল ডেকেছে ৷ ঘটনায় এখনও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে ৷ টিএমসিপি-র তরফে অভিযোগ করা হয়েছে, ডিন এফ স্টুডেন্টস এসএফআইয়ের সঙ্গে হাত মিলিয়ে টিএমসিপির সদস্যদের বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিতে চাইছেন ৷

পোস্টার ছেঁড়ার অভিযোগে উত্তেজনা প্রেসিডেন্সিতে

আরও পড়ুন: অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে পুলিশের সঙ্গে বচসা

এই ঘটনায় গতকাল টিএমসিপির এক সদস্য তথা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী রাজন্যা হালদারকে ক্যাম্পাসে ঢুকতে বাধা দেয় নিরাপত্তারক্ষীরা ৷ পরে তিনি গেট টপকে ভিতরে প্রবেশ করেন ৷ যে ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে এসএফআই-কে সাহায্য করার অভিযোগ করা হয়েছে ৷ রাজন্যা হালদার ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করলে, ভিতরেও উত্তেজনা ছড়িয়ে পরে ৷ গতকাল দিনভর প্রেসিডেন্সির বাইরে টিএমসিপি এবং ভিতরে এসএফআই সদস্যরা অবস্থান বিক্ষোভ ও স্লোগান দিতে থাকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.