ETV Bharat / city

নদিয়ায় যুবকের অস্বাভাবিক মৃত্যুতে DIG,CID-র নেতৃত্বে তদন্তের নির্দেশ হাইকোর্টের - Calcutta High Court

বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি কৌশিক চন্দর ডিভিশন বেঞ্চে মামলা করেন কৌশিক কর্মকারের মা শ্যামলী কর্মকার । 6 সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করে রিপোর্ট জমা দিতে হবে DIG CID-কে ।

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট
author img

By

Published : Feb 15, 2020, 12:49 AM IST

Updated : Feb 15, 2020, 7:19 AM IST

কলকাতা, 14 ফেব্রুয়ারি: নদিয়ার এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় DIG,CID-র নেতৃত্বে তদন্তের নির্দেশ দিল বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি কৌশিক চন্দর ডিভিশন বেঞ্চ । ঘটনার তদন্ত করে আগামী 6 সপ্তাহের মধ্যে হাইকোর্টে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।

2015 সালের 10 ফেব্রুয়ারি নদিয়ার বাসিন্দা কৌশিক কর্মকারের(22) মৃত্যু হয় । ম্যাজিস্ট্রেটের নির্দেশে তদন্ত শুরু করে নদিয়া থানার পুলিশ । ময়নাতদন্ত ও পুলিশের রিপোর্ট অনুযায়ী, গাড়ি দুর্ঘটনায় ওই যুবকের মৃত্যু হয়েছে । রাজ্য সরকারের আইনজীবী আদালতে জানান, "সেদিন রাতে নবদ্বীপে গাড়ি সারাতে কৌশিক বাড়ি থেকে বের হন । এরপর গাড়ি দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয় । মৃত্যুর আগে তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন ।"

এর বিরুদ্ধে যুবকের মা নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যান । বিচারপতি রাজশেখর মন্থা মামলাটি নিষ্পত্তি করে দেন । কারণ একজন সাক্ষী জানিয়েছিল, যুবক সেই রাতে মদ্যপান করে গাড়ি চালানোর জন্য দুর্ঘটনাটি ঘটে । এছাড়া ময়নাতদন্তে যুবকের পেটে অ্যালকোহল পাওয়া গিয়েছিল । তা সত্ত্বেও মায়ের দাবি, তাঁর ছেলেকে খুন করা হয়েছে । কারণ বউমা রিংকু কর্মকার ছিলেন ডিভোর্সি । আগের পক্ষের স্বামী বিয়ের পর থেকেই বিভিন্নভাবে ভয় দেখাচ্ছিল তাঁকে ।

DIG ও CID-কে তদন্তের নির্দেশ হাইকোর্টের

বিচারপতি রাজশেখর মন্থার রায়কে চ্যালেঞ্জ করে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি কৌশিক চন্দর ডিভিশন বেঞ্চে মামলা করেন শ্যামলী । কৌশিকের পরিবারের পক্ষের আইনজীবী অচ্যুৎ বসু আদালতে জানান, "কৌশিক এক জন ডিভোর্সি মেয়েকে বিয়ে করেছিল । ছেলের মৃত্যুর এক সপ্তাহের মধ্যে তাঁর বউমা রিংকু কর্মকার আত্মহত্যা করেন । সুইসাইড নোটে ছিল, রিংকুর মৃত্যুতে তাঁর প্রাক্তন স্বামীর হাত রয়েছে । সুখে থাকতে দেবে না বলে হুমকিও দিয়েছিল । কিন্তু পুলিশ তদন্তে এসব কিছুই উল্লেখ করেনি ।"

কলকাতা, 14 ফেব্রুয়ারি: নদিয়ার এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় DIG,CID-র নেতৃত্বে তদন্তের নির্দেশ দিল বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি কৌশিক চন্দর ডিভিশন বেঞ্চ । ঘটনার তদন্ত করে আগামী 6 সপ্তাহের মধ্যে হাইকোর্টে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।

2015 সালের 10 ফেব্রুয়ারি নদিয়ার বাসিন্দা কৌশিক কর্মকারের(22) মৃত্যু হয় । ম্যাজিস্ট্রেটের নির্দেশে তদন্ত শুরু করে নদিয়া থানার পুলিশ । ময়নাতদন্ত ও পুলিশের রিপোর্ট অনুযায়ী, গাড়ি দুর্ঘটনায় ওই যুবকের মৃত্যু হয়েছে । রাজ্য সরকারের আইনজীবী আদালতে জানান, "সেদিন রাতে নবদ্বীপে গাড়ি সারাতে কৌশিক বাড়ি থেকে বের হন । এরপর গাড়ি দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয় । মৃত্যুর আগে তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন ।"

এর বিরুদ্ধে যুবকের মা নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যান । বিচারপতি রাজশেখর মন্থা মামলাটি নিষ্পত্তি করে দেন । কারণ একজন সাক্ষী জানিয়েছিল, যুবক সেই রাতে মদ্যপান করে গাড়ি চালানোর জন্য দুর্ঘটনাটি ঘটে । এছাড়া ময়নাতদন্তে যুবকের পেটে অ্যালকোহল পাওয়া গিয়েছিল । তা সত্ত্বেও মায়ের দাবি, তাঁর ছেলেকে খুন করা হয়েছে । কারণ বউমা রিংকু কর্মকার ছিলেন ডিভোর্সি । আগের পক্ষের স্বামী বিয়ের পর থেকেই বিভিন্নভাবে ভয় দেখাচ্ছিল তাঁকে ।

DIG ও CID-কে তদন্তের নির্দেশ হাইকোর্টের

বিচারপতি রাজশেখর মন্থার রায়কে চ্যালেঞ্জ করে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি কৌশিক চন্দর ডিভিশন বেঞ্চে মামলা করেন শ্যামলী । কৌশিকের পরিবারের পক্ষের আইনজীবী অচ্যুৎ বসু আদালতে জানান, "কৌশিক এক জন ডিভোর্সি মেয়েকে বিয়ে করেছিল । ছেলের মৃত্যুর এক সপ্তাহের মধ্যে তাঁর বউমা রিংকু কর্মকার আত্মহত্যা করেন । সুইসাইড নোটে ছিল, রিংকুর মৃত্যুতে তাঁর প্রাক্তন স্বামীর হাত রয়েছে । সুখে থাকতে দেবে না বলে হুমকিও দিয়েছিল । কিন্তু পুলিশ তদন্তে এসব কিছুই উল্লেখ করেনি ।"

Last Updated : Feb 15, 2020, 7:19 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.