ETV Bharat / city

হোটেল-রেস্তরাঁ খোলার নির্দেশিকা জারি, ভীত মালিকরা

আগামী সোমবার হোটেল-রেস্তরাঁ খোলার নির্দেশিকা জারি করল রাজ্য সরকার । কোরোনা সংক্রমণে আতঙ্কিত মালিকরা ।

unlock the hotels and restaurants in kolkata
হোটেল-রেস্তোরাঁ খোলার নির্দেশিকা জারি, ভীত মালিকেরা
author img

By

Published : Jun 3, 2020, 9:19 PM IST

কলকাতা, 3 জুন : দেশজুড়ে চলছিল লকডাউন । চলতি মাসের শুরু থেকে চালু হয়েছে আনলক ওয়ান । এই আনলকের আওতায় রয়েছে বেশ কিছু পরিষেবা । তার মধ্যে ছাড় মিলেছে হোটেল-রেস্তরাঁয় । মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী সোমবার থেকেই সমস্ত হোটেল-রেস্তরাঁ খুলে যাওয়ার কথা । কিন্তু সংক্রামণের ভয়ে নির্দেশিকা মান‍্যতা পাচ্ছে না । মন্দির মসজিদের মতো রেস্তোরাঁ খুলতেও অনেকেই রয়েছেন দ্বিধায় ।

কলকাতার একটি নামি রেস্তরাঁর কর্তৃপক্ষ তাঁর রেস্তরাঁ খুলতে নেতিবাচক ইঙ্গিত দিলেন । একে দীর্ঘ মেয়াদী লকডাউনে চরম আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছেন মালিকেরা । সেই সঙ্গে সংক্রমণে ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছেন তাঁরা ।

কোরোনা সংক্রামকের ভ্রূকুটিতে 70 দিনের লকডাউনে বন্ধ ছিল সমস্ত হোটেল-রেস্তরাঁ । কয়েকদিন আগে লকডাউন শিথিলের বার্তা দিয়ে রেস্তরাঁ খোলার বিষয়ে ছাড়পত্র দিয়েছেন মুখ্যমন্ত্রী । সেইমতো 8 জুন অর্থাৎ আগামী সোমবার থেকে রেস্তরাঁগুলি খুলে যাওয়ার কথা ।

বর্তমানে যেভাবে কোরোনা সংক্রামণ বেড়ে চলেছে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শহরের নামি রেস্তরাঁর কর্তৃপক্ষ কন্নান চন্দ্র বলেন, "রেস্তরাঁ খোলা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারেনি । সংক্রমণ বেড়েই চলেছ । রেস্তরাঁ বন্ধ থাকলেও নিয়ম মেনে জীবাণুমুক্তকরণ করা হচ্ছে । লকডাউনে রেস্তরাঁ বন্ধ থাকায় প্রায় 70 থেকে 80 লাখ টাকা ক্ষতি হয়েছে ।"

কলকাতা, 3 জুন : দেশজুড়ে চলছিল লকডাউন । চলতি মাসের শুরু থেকে চালু হয়েছে আনলক ওয়ান । এই আনলকের আওতায় রয়েছে বেশ কিছু পরিষেবা । তার মধ্যে ছাড় মিলেছে হোটেল-রেস্তরাঁয় । মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী সোমবার থেকেই সমস্ত হোটেল-রেস্তরাঁ খুলে যাওয়ার কথা । কিন্তু সংক্রামণের ভয়ে নির্দেশিকা মান‍্যতা পাচ্ছে না । মন্দির মসজিদের মতো রেস্তোরাঁ খুলতেও অনেকেই রয়েছেন দ্বিধায় ।

কলকাতার একটি নামি রেস্তরাঁর কর্তৃপক্ষ তাঁর রেস্তরাঁ খুলতে নেতিবাচক ইঙ্গিত দিলেন । একে দীর্ঘ মেয়াদী লকডাউনে চরম আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছেন মালিকেরা । সেই সঙ্গে সংক্রমণে ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছেন তাঁরা ।

কোরোনা সংক্রামকের ভ্রূকুটিতে 70 দিনের লকডাউনে বন্ধ ছিল সমস্ত হোটেল-রেস্তরাঁ । কয়েকদিন আগে লকডাউন শিথিলের বার্তা দিয়ে রেস্তরাঁ খোলার বিষয়ে ছাড়পত্র দিয়েছেন মুখ্যমন্ত্রী । সেইমতো 8 জুন অর্থাৎ আগামী সোমবার থেকে রেস্তরাঁগুলি খুলে যাওয়ার কথা ।

বর্তমানে যেভাবে কোরোনা সংক্রামণ বেড়ে চলেছে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শহরের নামি রেস্তরাঁর কর্তৃপক্ষ কন্নান চন্দ্র বলেন, "রেস্তরাঁ খোলা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারেনি । সংক্রমণ বেড়েই চলেছ । রেস্তরাঁ বন্ধ থাকলেও নিয়ম মেনে জীবাণুমুক্তকরণ করা হচ্ছে । লকডাউনে রেস্তরাঁ বন্ধ থাকায় প্রায় 70 থেকে 80 লাখ টাকা ক্ষতি হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.