ETV Bharat / city

রাজনৈতিক জমায়েত করা যাবে, আনলক 5-এর নির্দেশিকা নবান্নের - Unlock 5 Guideline

30 নভেম্বর পর্যন্ত রাজ্যের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি বন্ধ থাকবে । তবে কনটেনমেন্ট জ়োনের বাইরে বেশকিছু পরিষেবা চালু করার কথা ঘোষণা করল রাজ্য সরকার ।

unlock-5-guideline-by-westbengal-government
unlock-5-guideline-by-westbengal-government
author img

By

Published : Nov 2, 2020, 10:52 PM IST

কলকাতা, 2 নভেম্বর : কেন্দ্রের পথে হেঁটে আনলক 5-এর জন্য বেশ বিধি নিষেধ জারি করল রাজ্য সরকার । আগামী 30 নভেম্বর পর্যন্ত এই বিধি নিষেধ জারি রাখার কথা নির্দেশিকায় জানিয়ে দিল নবান্ন ।

ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে আনলক 5-এর জন্য জারি হয়েছে বিশেষ নির্দেশিকা । একই পথে হেঁটে রাজ্যের তরফে নির্দেশিকা জারি করা হল ৷ একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী 30 নভেম্বর পর্যন্ত রাজ্যের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি বন্ধ থাকবে । প্রশিক্ষণ ছাড়া অন্য ক্ষেত্রে খোলা যাবে না সুইমিংপুল । এছাড়া কনটেনমেন্ট জ়োনের বাইরে বেশকিছু পরিষেবা চালু করার কথা ঘোষণা করল রাজ্য সরকার ।

জানিয়ে দেওয়া হল, কনটেনমেন্ট জ়োনের বাইরে সিনেমা হল, মাল্টিপ্লেক্স, থিয়েটার খুলবে । তবে দর্শক সংখ্যা 50 শতাংশ হতে হবে ৷ কনটেনমেন্ট জ়োনের বাইরে বিনোদন তথা সংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় ও রাজনৈতিক জমায়েত করা যাবে । এক্ষেত্রেও হলের ধারণ ক্ষমতা অনুযায়ী 50 শতাংশ দর্শক থাকতে পারে । এমনকী খোলা জায়গায় লোকসংখ্যা সীমিত রেখে জমায়েত করা যাবে বলে জানানো হয়েছে ।

তবে সব ক্ষেত্রেই কোরোনা স্বাস্থ্যবিধিকে মান্যতা দেওয়া হয়েছে নবান্নের নির্দেশিকায় ।

কলকাতা, 2 নভেম্বর : কেন্দ্রের পথে হেঁটে আনলক 5-এর জন্য বেশ বিধি নিষেধ জারি করল রাজ্য সরকার । আগামী 30 নভেম্বর পর্যন্ত এই বিধি নিষেধ জারি রাখার কথা নির্দেশিকায় জানিয়ে দিল নবান্ন ।

ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে আনলক 5-এর জন্য জারি হয়েছে বিশেষ নির্দেশিকা । একই পথে হেঁটে রাজ্যের তরফে নির্দেশিকা জারি করা হল ৷ একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী 30 নভেম্বর পর্যন্ত রাজ্যের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি বন্ধ থাকবে । প্রশিক্ষণ ছাড়া অন্য ক্ষেত্রে খোলা যাবে না সুইমিংপুল । এছাড়া কনটেনমেন্ট জ়োনের বাইরে বেশকিছু পরিষেবা চালু করার কথা ঘোষণা করল রাজ্য সরকার ।

জানিয়ে দেওয়া হল, কনটেনমেন্ট জ়োনের বাইরে সিনেমা হল, মাল্টিপ্লেক্স, থিয়েটার খুলবে । তবে দর্শক সংখ্যা 50 শতাংশ হতে হবে ৷ কনটেনমেন্ট জ়োনের বাইরে বিনোদন তথা সংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় ও রাজনৈতিক জমায়েত করা যাবে । এক্ষেত্রেও হলের ধারণ ক্ষমতা অনুযায়ী 50 শতাংশ দর্শক থাকতে পারে । এমনকী খোলা জায়গায় লোকসংখ্যা সীমিত রেখে জমায়েত করা যাবে বলে জানানো হয়েছে ।

তবে সব ক্ষেত্রেই কোরোনা স্বাস্থ্যবিধিকে মান্যতা দেওয়া হয়েছে নবান্নের নির্দেশিকায় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.