ETV Bharat / city

পরীক্ষা বাধ্যতামূলক করেছে UGC, বিশ্ববিদ্যালয়গুলি নেবে সিদ্ধান্ত, বললেন শিক্ষামন্ত্রী - শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

পরীক্ষা ছাড়াই মূল্যায়নের অ্যাডভাইজারি জারি করেছিল রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর ৷ এরমধ্যে এল মঞ্জুরি কমিশনের নির্দেশ ৷ পরীক্ষা বাধ্যতামূলক করা হল ৷ শেষ সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়গুলি, বললেন পার্থ চট্টোপাধ্যায় ৷

university will take decision said partha chattrjee
শিক্ষামন্ত্রী
author img

By

Published : Jul 7, 2020, 10:36 PM IST

কলকাতা, 7 জুলাই: চূড়ান্ত সিমেস্টারের পড়ুয়াদের পরীক্ষানেওয়ার মাধ্যমে মূল্যায়ন বাধ্যতামূলক করেছে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন ।অফলাইন ও অনলাইন মিলিয়ে পরীক্ষা নিতেই হবে । এদিকে, ইতিমধ্যে রাজ্যের সব বিশ্ববিদ্যালয় এবং কলেজেরস্নাতক, স্নাতকোত্তর ও প্রফেশনাল কোর্সগুলিরপড়ুয়াদের মূল্যায়ন নিয়ে অ্যাডভাইজারি জারি করেছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর ।সেই অনুযায়ী, অভ্যন্তরীণমূল্যায়ন, আগের হয়েযাওয়া সিমেস্টার প্রাপ্ত নম্বর, মিড সিমেস্টারপরীক্ষা ও হোম অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করতে বলা হয়েছে । রাজ্যেরবিশ্ববিদ্যালয়গুলি সরকারি অ্যাডভাইজারি মেনে পড়ুয়াদের মূল্যায়নের সিদ্ধান্তওনিয়ে নিয়েছে। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বাধ্যতামূলকভাবেপরীক্ষা নেওয়ার নির্দেশ কি রাজ্যে মানা হবে? আজ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, মূল্যায়ন কীভাবে হবে সেই বিষয়ে সিদ্ধান্তনেবে বিশ্ববিদ্যালয়গুলি ।

বিশ্ববিদ্যালয়গুলির উপর সিদ্ধান্ত ছাড়লেন পার্থ চট্টোপাধ্যায় ৷

সোমবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরিকমিশনের তরফে চূড়ান্ত সিমেস্টারের পড়ুয়াদের পরীক্ষা নিয়ে সংশোধিত গাইডলাইনজারি করা হয়েছে । গতকাল স্বরাষ্ট্রমন্ত্রক, কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রকের সচিবকে চিঠি লিখে বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পরীক্ষানেওয়ার ছাড়পত্র দেয় । সেই ছাড়পত্রের চিঠি পাওয়ার পর ওইদিনই UGC-র তরফে জারি করা হয় পরীক্ষা ওশিক্ষাবর্ষ সংক্রান্ত সংশোধিত গাইডলাইন । সেখানে পরীক্ষার প্রয়োজনীয়তার কথা তুলেধরে সব বিশ্ববিদ্যালয়কে সেপ্টেম্বরের শেষের মধ্যে চূড়ান্ত সিমেস্টার ও চলতিবর্ষের পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করতে বলা হয়েছে । বলা হয়েছে, পরীক্ষা অফলাইন অর্থাৎ পেন-পেপারে, অনলাইন বা মিলিতভাবে অনলাইন-অফলাইনমোডে নেওয়া যেতে পারে ৷ কোরোনা সংক্রান্ত সমস্ত স্বাস্থ্যবিধি মেনে । তবে, যে মোডেই হোক চূড়ান্ত সিমেস্টারের পড়ুয়াদেরপরীক্ষার মাধ্যমে মূল্যায়ন বাধ্যতামূলক করা হয়েছে । কিন্তু, পশ্চিমবঙ্গে চূড়ান্ত সিমেস্টারেরপড়ুয়াদের মূল্যায়ন কীভাবে করা হবে তা নিয়ে দফায় দফায় উপাচার্যদের সঙ্গেআলোচনার পর অ্যাডভাইজারি জারি করেছিল উচ্চশিক্ষা দপ্তর । ইতিমধ্যেই সেই অ্যাডভাইজারিমেনে পড়ুয়াদের মূল্যায়ন প্রক্রিয়া শুরুও করে দিয়েছে রাজ্যের একাধিকবিশ্ববিদ্যালয় । বাকিরা অ্যাডভাইজারি মেনে মূল্যায়নের সিদ্ধান্ত নিয়ে নিয়েছেবা নেওয়ার পথে । অ্যাডভাইজারি অনুযায়ী, অভ্যন্তরীণ মূল্যায়নে প্রাপ্ত নম্বর, আগের হয়ে যাওয়া সিমেস্টার বা বর্ষেসেরা প্রাপ্ত নম্বর, মিডসিমেস্টার পরীক্ষা ও হোম অ্যাসাইনমেন্টের মাধ্যমে পড়ুয়াদের মূল্যায়ন করা হবে ।এদিকে, পরীক্ষানেওয়া বাধ্যতামূলক করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন । UGC-র নতুন গাইডলাইন মেনে রাজ্য সিদ্ধান্তবদলাবে কিনা তা নিয়ে গতকাল থেকেই চলছে জল্পনা । UGC-র গাইডলাইনের পর রাজ্য সরকার কীসিদ্ধান্ত নিচ্ছে?

আজশিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, "এটা বিশ্ববিদ্যালয় ঠিক করবে । আমাদেরঅ্যাডভাইজারি বিশ্ববিদ্যালয়গুলিকে পাঠিয়েছি । যদি নতুন কোনও সিদ্ধান্ত নেওয়াহয় তা বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে কথা বলেই নেওয়া হবে । বিশ্ববিদ্যালয়গুলি যাসিদ্ধান্ত নেবে তাতে রাজ্য সরকার হস্তক্ষেপ করবে না । আমরা এই বিষয়েমুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব, শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গেও কথা বলব । আমাদের কাছে টপপ্রায়োরিটি ছাত্র-ছাত্রী, অধ্যাপক, শিক্ষাকর্মীদের জীবন বাঁচানো । আমরাঅ্যাডভাইজারি দিয়ে দিয়েছি ।"

কলকাতা, 7 জুলাই: চূড়ান্ত সিমেস্টারের পড়ুয়াদের পরীক্ষানেওয়ার মাধ্যমে মূল্যায়ন বাধ্যতামূলক করেছে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন ।অফলাইন ও অনলাইন মিলিয়ে পরীক্ষা নিতেই হবে । এদিকে, ইতিমধ্যে রাজ্যের সব বিশ্ববিদ্যালয় এবং কলেজেরস্নাতক, স্নাতকোত্তর ও প্রফেশনাল কোর্সগুলিরপড়ুয়াদের মূল্যায়ন নিয়ে অ্যাডভাইজারি জারি করেছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর ।সেই অনুযায়ী, অভ্যন্তরীণমূল্যায়ন, আগের হয়েযাওয়া সিমেস্টার প্রাপ্ত নম্বর, মিড সিমেস্টারপরীক্ষা ও হোম অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করতে বলা হয়েছে । রাজ্যেরবিশ্ববিদ্যালয়গুলি সরকারি অ্যাডভাইজারি মেনে পড়ুয়াদের মূল্যায়নের সিদ্ধান্তওনিয়ে নিয়েছে। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বাধ্যতামূলকভাবেপরীক্ষা নেওয়ার নির্দেশ কি রাজ্যে মানা হবে? আজ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, মূল্যায়ন কীভাবে হবে সেই বিষয়ে সিদ্ধান্তনেবে বিশ্ববিদ্যালয়গুলি ।

বিশ্ববিদ্যালয়গুলির উপর সিদ্ধান্ত ছাড়লেন পার্থ চট্টোপাধ্যায় ৷

সোমবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরিকমিশনের তরফে চূড়ান্ত সিমেস্টারের পড়ুয়াদের পরীক্ষা নিয়ে সংশোধিত গাইডলাইনজারি করা হয়েছে । গতকাল স্বরাষ্ট্রমন্ত্রক, কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রকের সচিবকে চিঠি লিখে বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পরীক্ষানেওয়ার ছাড়পত্র দেয় । সেই ছাড়পত্রের চিঠি পাওয়ার পর ওইদিনই UGC-র তরফে জারি করা হয় পরীক্ষা ওশিক্ষাবর্ষ সংক্রান্ত সংশোধিত গাইডলাইন । সেখানে পরীক্ষার প্রয়োজনীয়তার কথা তুলেধরে সব বিশ্ববিদ্যালয়কে সেপ্টেম্বরের শেষের মধ্যে চূড়ান্ত সিমেস্টার ও চলতিবর্ষের পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করতে বলা হয়েছে । বলা হয়েছে, পরীক্ষা অফলাইন অর্থাৎ পেন-পেপারে, অনলাইন বা মিলিতভাবে অনলাইন-অফলাইনমোডে নেওয়া যেতে পারে ৷ কোরোনা সংক্রান্ত সমস্ত স্বাস্থ্যবিধি মেনে । তবে, যে মোডেই হোক চূড়ান্ত সিমেস্টারের পড়ুয়াদেরপরীক্ষার মাধ্যমে মূল্যায়ন বাধ্যতামূলক করা হয়েছে । কিন্তু, পশ্চিমবঙ্গে চূড়ান্ত সিমেস্টারেরপড়ুয়াদের মূল্যায়ন কীভাবে করা হবে তা নিয়ে দফায় দফায় উপাচার্যদের সঙ্গেআলোচনার পর অ্যাডভাইজারি জারি করেছিল উচ্চশিক্ষা দপ্তর । ইতিমধ্যেই সেই অ্যাডভাইজারিমেনে পড়ুয়াদের মূল্যায়ন প্রক্রিয়া শুরুও করে দিয়েছে রাজ্যের একাধিকবিশ্ববিদ্যালয় । বাকিরা অ্যাডভাইজারি মেনে মূল্যায়নের সিদ্ধান্ত নিয়ে নিয়েছেবা নেওয়ার পথে । অ্যাডভাইজারি অনুযায়ী, অভ্যন্তরীণ মূল্যায়নে প্রাপ্ত নম্বর, আগের হয়ে যাওয়া সিমেস্টার বা বর্ষেসেরা প্রাপ্ত নম্বর, মিডসিমেস্টার পরীক্ষা ও হোম অ্যাসাইনমেন্টের মাধ্যমে পড়ুয়াদের মূল্যায়ন করা হবে ।এদিকে, পরীক্ষানেওয়া বাধ্যতামূলক করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন । UGC-র নতুন গাইডলাইন মেনে রাজ্য সিদ্ধান্তবদলাবে কিনা তা নিয়ে গতকাল থেকেই চলছে জল্পনা । UGC-র গাইডলাইনের পর রাজ্য সরকার কীসিদ্ধান্ত নিচ্ছে?

আজশিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, "এটা বিশ্ববিদ্যালয় ঠিক করবে । আমাদেরঅ্যাডভাইজারি বিশ্ববিদ্যালয়গুলিকে পাঠিয়েছি । যদি নতুন কোনও সিদ্ধান্ত নেওয়াহয় তা বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে কথা বলেই নেওয়া হবে । বিশ্ববিদ্যালয়গুলি যাসিদ্ধান্ত নেবে তাতে রাজ্য সরকার হস্তক্ষেপ করবে না । আমরা এই বিষয়েমুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব, শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গেও কথা বলব । আমাদের কাছে টপপ্রায়োরিটি ছাত্র-ছাত্রী, অধ্যাপক, শিক্ষাকর্মীদের জীবন বাঁচানো । আমরাঅ্যাডভাইজারি দিয়ে দিয়েছি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.