ETV Bharat / city

মিলছে না পুলিশি ছাড়পত্র, সংশয়ে সার্কাসের ভবিষ্যৎ - পার্ক সার্কাস

ইতিমধ্যে সার্কাস সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা পৌরনিগম । টালা থেকে সরিয়ে ফের পার্কসার্কাস ময়দানে করার অনুমতি দেওয়া হয়েছে । পৌরনিগম ছাড়পত্র দিলেও বাধ সাধল কলকাতা পুলিশ । পুলিশি ছাড়পত্র না মেলায় সার্কাস নিয়ে জটিলতা সেই রয়েই গেল । মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, কলকাতা পৌরনিগম ছাড়পত্র দিয়েছে ৷ তবে পুলিশ প্রশাসন থেকে অনুমতি না দিলে কিছুতেই সার্কাস করা সম্ভব নয় ।

kolkata police
মেয়র ফিরহাদ হাকিম
author img

By

Published : Dec 3, 2019, 12:04 AM IST

কলকাতা, 2 ডিসেম্বর : এবারের শীতে সার্কাসের বিনোদন থেকে বঞ্চিত হতে পারেন শহরবাসী । কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম আজ জানিয়েছেন, পার্কসার্কাস অঞ্চলে সার্কাসের আয়োজন করার জন্য পৌরনিগম অনুমতি দিলেও পুলিশের কোনও অনুমতি এখনও মেলেনি । ফলে এবার শীতে শহরে সার্কাসের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত ।

আসন্ন শীত ও বড়দিনকে সামনে রেখে কলকাতায় প্রতিবছর সার্কাস অনুষ্ঠিত হয় । অবশ্য গত কয়েক বছর ধরে সার্কাস বন্ধ রয়েছে পার্কসার্কাস অঞ্চলে । শেষ 6 বছর ধরে টালা পার্কে সার্কাস হয়ে আসছিল । এবারে টালা ব্রিজের সংস্কারের জন্য যানজট বেড়েছে উত্তর কলকাতার রাস্তায় । তাই এই বছর সার্কাসের স্থান পরিবর্তন করে টালা থেকে সরিয়ে ফের পার্কসার্কাস ময়দানে করার অনুমতি দেওয়া হয়েছে কলকাতা পৌরনিগমের তরফে ।

ভিডিয়োয় দেখুন কী বলছেন মেয়র ফিরহাদ হাকিম

ইতিমধ্যে সার্কাস সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করেছিল কলকাতা পৌরনিগম । পৌরনিগম ছাড়পত্র দিলেও বাধ সাধল কলকাতা পুলিশ । পুলিশি ছাড়পত্র না মেলায় সার্কাস নিয়ে জটিলতা সেই রয়েই গেল । মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন কলকাতা পৌরনিগম ছাড়পত্র দিয়েছে তবে পুলিশ প্রশাসন থেকে অনুমতি না দিলে কিছুতেই সার্কাস করা সম্ভব নয় । কারণ যান চলাচল নিয়ন্ত্রণ করতে হয় পুলিশ প্রশাসনকে । যেহুতু প্রচুর মানুষের সমাগম হয় এই পার্কসার্কাস ময়দানে, সেই ক্ষেত্রে সার্কাস হলে পুলিশের কাজে সমস্যা হতে পারে । সেই ক্ষেত্রে শহরের আইন শৃঙ্খলা ব্যবস্থাকে সমস্যায় ফেলে কিছুতেই ছাড়পত্র দেওয়া সম্ভব নয় ।

কলকাতা, 2 ডিসেম্বর : এবারের শীতে সার্কাসের বিনোদন থেকে বঞ্চিত হতে পারেন শহরবাসী । কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম আজ জানিয়েছেন, পার্কসার্কাস অঞ্চলে সার্কাসের আয়োজন করার জন্য পৌরনিগম অনুমতি দিলেও পুলিশের কোনও অনুমতি এখনও মেলেনি । ফলে এবার শীতে শহরে সার্কাসের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত ।

আসন্ন শীত ও বড়দিনকে সামনে রেখে কলকাতায় প্রতিবছর সার্কাস অনুষ্ঠিত হয় । অবশ্য গত কয়েক বছর ধরে সার্কাস বন্ধ রয়েছে পার্কসার্কাস অঞ্চলে । শেষ 6 বছর ধরে টালা পার্কে সার্কাস হয়ে আসছিল । এবারে টালা ব্রিজের সংস্কারের জন্য যানজট বেড়েছে উত্তর কলকাতার রাস্তায় । তাই এই বছর সার্কাসের স্থান পরিবর্তন করে টালা থেকে সরিয়ে ফের পার্কসার্কাস ময়দানে করার অনুমতি দেওয়া হয়েছে কলকাতা পৌরনিগমের তরফে ।

ভিডিয়োয় দেখুন কী বলছেন মেয়র ফিরহাদ হাকিম

ইতিমধ্যে সার্কাস সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করেছিল কলকাতা পৌরনিগম । পৌরনিগম ছাড়পত্র দিলেও বাধ সাধল কলকাতা পুলিশ । পুলিশি ছাড়পত্র না মেলায় সার্কাস নিয়ে জটিলতা সেই রয়েই গেল । মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন কলকাতা পৌরনিগম ছাড়পত্র দিয়েছে তবে পুলিশ প্রশাসন থেকে অনুমতি না দিলে কিছুতেই সার্কাস করা সম্ভব নয় । কারণ যান চলাচল নিয়ন্ত্রণ করতে হয় পুলিশ প্রশাসনকে । যেহুতু প্রচুর মানুষের সমাগম হয় এই পার্কসার্কাস ময়দানে, সেই ক্ষেত্রে সার্কাস হলে পুলিশের কাজে সমস্যা হতে পারে । সেই ক্ষেত্রে শহরের আইন শৃঙ্খলা ব্যবস্থাকে সমস্যায় ফেলে কিছুতেই ছাড়পত্র দেওয়া সম্ভব নয় ।

Intro:এবার শীতে সার্কাসের বিনোদন থেকে বঞ্চিত হতে পারেন শহরবাসী। এদিন মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন পার্ক সার্কাসে সার্কাস অনুষ্ঠিত করার জন্য পৌরনিগম অনুমতি দিলেও পুলিশের অনুমতি মেলেনি। তাই এবার শীতে শহরে সার্কাসের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। আসন্ন শীত ও বড়দের কে সামনে রেখে কলকাতায় প্রতিবছর সার্কাস অনুষ্ঠিত হয়। অবশ্য গত কয়েকবছর ধরে পার্ক সার্কাসে সার্কাস বন্ধ রয়েছে। গত 6 বছর ধরে টালা পার্কে সার্কাস হয়ে আসছিল। টালা ব্রিজ এর সংস্কারের জন্য উত্তর কলকাতার রাস্তায় যানজট বেড়েছে। তাই এবছর সার্কাসের স্থান পরিবর্তন করে টালা থেকে সরিয়ে পাশাপাশি অনুমতি দেওয়া কলকাতা পৌরনিগম।


Body:সেইমতো কলকাতা পুর নিগাম বিজ্ঞপ্তি জারি করেছিল কলকাতা পুর নিগাম। পাক সার্কাস ময়দানে সার্কাস করার বিষয় নিয়ে ইতিমধ্যেই কলকাতা পৌরনিগমের পক্ষ থেকে ছাড়পত্র দেওয়া হয়। কিন্তু পুর নিগাম থেকে ছাড়পত্র দেওয়ার পরেও সেই জটিলতা রয়েই গেল। পুলিশের পক্ষ থেকে ছাড়পত্র না মেলায় এবছর বড়দিনের মৌসুমে সার্কাসের বিনোদন থেকে বঞ্চিত থাকবে শহরবাসী। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন কলকাতা পৌরনিগম ছাড়পত্র দিয়েছে তবে পুলিশ প্রশাসন অনুমতি না দিলে কিছুতেই সার্কাস করা সম্ভব নয়। কারণ যান চলাচল নিয়ন্ত্রণ করতে হয় পুলিশ প্রশাসনকে। যেহুতু প্রচুর মানুষের সমাগম হয় এই 5 সার্কাস ময়দানে সেই ক্ষেত্রে সার্কাস হলে পুলিশের কাজে সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে শহরের ল এন্ড অর্ডার কে সমস্যায় ফেলে কিছুতেই ছাড়পত্র দেওয়া সম্ভব নয়।


Conclusion:তাই কোনভাবেই পার্ক সার্কাস ময়দানে সার্কাস করতে দেওয়া সম্ভব হবে না বলে এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.