ETV Bharat / city

UGC Letter to Colleges: 20 বছরের আর্থিক খরচের হিসেব দিতে হবে কলেজগুলিকে, কড়া চিঠি ইউজিসি'র

ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের তরফে সব কলেজকে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে (UGC Letter to Colleges) । চিঠিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে অবিলম্বে খরচের হিসেব জমা দিতে হবে কলেজগুলিকে ৷

UGC Letter
খরচের হিসেব তলব ইউজিসির
author img

By

Published : Jul 8, 2022, 7:43 PM IST

কলকাতা, 8 জুলাই: ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন (ইউজিসি)-এর তালিকাভুক্ত কলেজগুলিকে দিতে হবে বরাদ্দ অর্থের খরচের খতিয়ান । এই মর্মে এবার কার্যত হুঁশিয়ারি দিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন । অভিযোগ, বারংবার জানানো সত্ত্বেও এই বিষয় উদাসীনতা দেখিয়েছে কলেজগুলি । সে কারণেই এবার কড়া হচ্ছে ইউজিসি ৷ ইউজিসি'র পক্ষ থেকে জানানো হয়েছে, এই সংক্রান্ত তথ্য দিতে না-পারলে কলেজগুলির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে ।

সম্প্রতি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের তরফে সব কলেজকে এই চিঠি পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে (UGC Letter to Colleges) । সেই চিঠিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে অবিলম্বে খরচের হিসেব দিতে ৷ গত 20 বছরে বরাদ্দকৃত টাকা কোন কোন খাতে কীভাবে খরচ করা হয়েছে তার পূর্ণাঙ্গ তথ্য চিঠি পাওয়ার 30 দিনের মধ্যে ইউজিসি'র কাছে জমা দিতে হবে কলেজগুলিকে ।

আরও পড়ুন: করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে আজ নবান্নে বৈঠক

এই চিঠিতে আরও জানানো হয়েছে, এই তথ্য দিতে না-পারলে সংশ্লিষ্ট কলেজকে সুদ সমেত সমস্ত অর্থ ফেরত দিতে হবে । শুধু তাই নয়, কেন্দ্র সরকারের অন্যান্য তহবিল থেকেও সেই কলেজ আর কোনওরকম আর্থিক সাহায্য পাবে না । সূত্রের খবর, এর আগেও ইউজিসি'র তরফে কলেজগুলিকে খতিয়ান জমা দেওয়ার কথা জানানো হয়েছিল । তবে সেই নির্দেশ মানেনি কলেজগুলি । তাই এবার কড়া পদক্ষেপ করল কমিশন । এই চিঠিতে আরও বলা হয়েছে, যেসব কলেজ আগেই তাদের খতিয়ান জমা দিয়েছে, তাদেরও নয়া ফরম্যাটে এই তথ্য জমা দিতে হবে ৷ পুরনো হিসেব বিবেচিত হবে না ৷ ইউজিসি'র এই নির্দেশের পর কলেজগুলিতে 20 বছরের পুরনো নথি খুঁজে বার করার তোড়জোড় শুরু হয়েছে ৷

কলকাতা, 8 জুলাই: ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন (ইউজিসি)-এর তালিকাভুক্ত কলেজগুলিকে দিতে হবে বরাদ্দ অর্থের খরচের খতিয়ান । এই মর্মে এবার কার্যত হুঁশিয়ারি দিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন । অভিযোগ, বারংবার জানানো সত্ত্বেও এই বিষয় উদাসীনতা দেখিয়েছে কলেজগুলি । সে কারণেই এবার কড়া হচ্ছে ইউজিসি ৷ ইউজিসি'র পক্ষ থেকে জানানো হয়েছে, এই সংক্রান্ত তথ্য দিতে না-পারলে কলেজগুলির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে ।

সম্প্রতি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের তরফে সব কলেজকে এই চিঠি পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে (UGC Letter to Colleges) । সেই চিঠিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে অবিলম্বে খরচের হিসেব দিতে ৷ গত 20 বছরে বরাদ্দকৃত টাকা কোন কোন খাতে কীভাবে খরচ করা হয়েছে তার পূর্ণাঙ্গ তথ্য চিঠি পাওয়ার 30 দিনের মধ্যে ইউজিসি'র কাছে জমা দিতে হবে কলেজগুলিকে ।

আরও পড়ুন: করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে আজ নবান্নে বৈঠক

এই চিঠিতে আরও জানানো হয়েছে, এই তথ্য দিতে না-পারলে সংশ্লিষ্ট কলেজকে সুদ সমেত সমস্ত অর্থ ফেরত দিতে হবে । শুধু তাই নয়, কেন্দ্র সরকারের অন্যান্য তহবিল থেকেও সেই কলেজ আর কোনওরকম আর্থিক সাহায্য পাবে না । সূত্রের খবর, এর আগেও ইউজিসি'র তরফে কলেজগুলিকে খতিয়ান জমা দেওয়ার কথা জানানো হয়েছিল । তবে সেই নির্দেশ মানেনি কলেজগুলি । তাই এবার কড়া পদক্ষেপ করল কমিশন । এই চিঠিতে আরও বলা হয়েছে, যেসব কলেজ আগেই তাদের খতিয়ান জমা দিয়েছে, তাদেরও নয়া ফরম্যাটে এই তথ্য জমা দিতে হবে ৷ পুরনো হিসেব বিবেচিত হবে না ৷ ইউজিসি'র এই নির্দেশের পর কলেজগুলিতে 20 বছরের পুরনো নথি খুঁজে বার করার তোড়জোড় শুরু হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.