কলকাতা, 24 মে : রাজারহাট থানায় বচসা দুই পুলিশকর্মীর মধ্যে ৷ গতকাল রাতে IC মানস মাইতির সঙ্গে রাজারহাট ডিভিশনের ACP-পরেশ রায়ের হাতাহাতি হয় বলেও অভিযোগ ৷
ঘটনার সূত্রপাত এলাকায় বিদ্যুতের দাবিকে কেন্দ্র করে ৷ আমফানের জেরে কলকাতার বিস্তীর্ণ অঞ্চল বিদ্যুৎবিহীন ৷ এই নিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করছেন সাধারণ মানুষজন ৷ গতকাল রাজারহাট থানার সামনে বিদ্যুতের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন কয়েকজন তৃণমূল কর্মী ৷ সেইসময় মেজাজ হারানোর অভিযোগ ওঠে ACP- পরেশ রায়ের বিরুদ্ধে ৷ বিক্ষোভকারীদের উদ্দেশে তিনি গালিগালাজ করেন বলে অভিযোগ ৷ পরে থানায় IC মানস মাইতি বিষয়টি নিয়ে বোঝাতে গেলে তাঁর সঙ্গে ACP- পরেশ রায়ের হাতাহাতি হয় বলে অভিযোগ ৷ স্থানীয় সূত্রের খবর, IC-কেন বিষয়টি সামলাতে পারছেন না তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ACP ৷
রাজারহাট থানার সামনে গতকাল যখন বিক্ষোভ প্রদর্শন করছিলেন তৃণমূল কর্মীরা, তখন আচমকা পুলিশ লাঠিচার্জ শুরু করে বলে অভিযোগ ৷ পরে রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন ৷ পুলিশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে ৷ ACP- পরেশ রায় বিক্ষোভকারীদের গ্রেপ্তারের হুমকি দেন বলে অভিযোগ ৷ পরে থানার সামনে থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ ৷