ETV Bharat / city

একই দিনে দু'টি চাকরির পরীক্ষা, বিপাকে প্রার্থীরা - two goveronment exam on same day

22 ডিসেম্বর পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য লিখিত পরীক্ষা হবে ৷ সকাল 11টা 30 মিনিট নাগাদ শুরু হবে পরীক্ষা ৷ আর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার 2019, এই পরীক্ষার সম্ভাব্য তারিখ 22 ডিসেম্বর ঘোষণা করেছে পাবলিক সার্ভিস কমিশন । আর একই দিনে দু'টি গুরুত্বপূর্ণ পরীক্ষা পড়ায় বিপাকে পড়েছেন চাকরিপ্রার্থীদের একাংশ ।

two goveronment exam on same day
প্রতীকী ছবি
author img

By

Published : Dec 12, 2019, 11:47 PM IST

কলকাতা, 12 ডিসেম্বর : পাবলিক সার্ভিস কমিশনের একটি পরীক্ষা ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের একটি পরীক্ষা একই দিনে পড়ায় চিন্তিত চাকরিপ্রার্থীদের একাংশ । কারণ, তাঁরা দু'টি পরীক্ষার জন্যেই আবেদন করেছিলেন । এই পরিস্থিতিতে দু'টি পরীক্ষার মধ্যে যে কোনও একটির দিন বদল করার দাবি তুললেন পরীক্ষার্থীরা । যদিও কমিশনের চেয়ারম্যান দেবাশিস বোস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পরীক্ষার দিন পরিবর্তন করা সম্ভব নয় ।

22 ডিসেম্বর পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য লিখিত পরীক্ষা হবে ৷ সকাল 11টা 30 মিনিট নাগাদ শুরু হবে পরীক্ষা ৷ আর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার 2019, এই পরীক্ষার সম্ভাব্য তারিখ 22 ডিসেম্বর ঘোষণা করেছে পাবলিক সার্ভিস কমিশন । আর একই দিনে দু'টি গুরুত্বপূর্ণ পরীক্ষা পড়ায় বিপাকে পড়েছেন চাকরিপ্রার্থীদের একাংশ । কারণ তাঁরা দু'টি পরীক্ষার জন্যেই আবেদন করেছিলেন ৷ তাই যে কোনও একটি পরীক্ষার দিন বদল করার জন্য দাবি জানাচ্ছেন তাঁরা ।

পরীক্ষার দিন বদলের দাবি নিয়ে PSC দুর্নীতিমুক্ত মঞ্চের পক্ষ থেকে ইন্দ্রজিৎ ঘোষ বলেন, " রাজ্যে চাকরির আকাল চলছে । 22 ডিসেম্বর PSC ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার নিয়োগের পরীক্ষা দিন ঘোষণা করেছে । আবার 22 ডিসেম্বর পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেছে । একই দিনে পরীক্ষা হওয়ার কারণে অসুবিধায় পড়েছেন অনেক পরীক্ষার্থী । অনেক পরীক্ষার্থী দু'টি পরীক্ষার ফি দিয়েছেন ৷ এখন তাঁরা বিপদে পড়েছেন । PSC দুর্নীতিমুক্ত মঞ্চের তরফে আমাদের অনুরোধ পরীক্ষার্থীরা যাতে দু'টো পরীক্ষাতেই বসতে পারেন তার ব্যবস্থা করতে হবে । রাজ্য সরকারের দু'টি বিভাগের মধ্যে সমন্বয়ের অভাবে কেন সাধারণ শিক্ষিত বেকাররা হয়রানির শিকার হবেন?"

যদিও এ বিষয়ে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান দেবাশিস বোস বলেন, "আমাদের যা অবস্থা আমরা দিন পরিবর্তন করতে পারব না । অনেক পরীক্ষা আছে, তাই দিন পালটানো সম্ভব নয় । আমাদের এপ্রিল মাস পর্যন্ত সব বুক আছে । এবার যাঁরা পরীক্ষা দেবেন তাঁরা বুঝে নেবেন কোনটা দেবেন । আমাদের তো কেউ কোনও পরীক্ষার কথা জানাননি । জানালে আমরা একই দিনে পরীক্ষা না ফেলার চেষ্টা করি । সাধারণত যদি কোনও বড় পরীক্ষা থাকে সে ক্ষেত্রে জানানো হয় । ছুটির দিনে পরীক্ষা হয় । ক্ল্যাশ হতে পারেই ।" তিনি আরও জানান, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের পরীক্ষায় প্রায় 52 হাজার পরীক্ষার্থী রয়েছেন । যদিও এ বিষয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের বক্তব্য জানা সম্ভব হয়নি ।

কলকাতা, 12 ডিসেম্বর : পাবলিক সার্ভিস কমিশনের একটি পরীক্ষা ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের একটি পরীক্ষা একই দিনে পড়ায় চিন্তিত চাকরিপ্রার্থীদের একাংশ । কারণ, তাঁরা দু'টি পরীক্ষার জন্যেই আবেদন করেছিলেন । এই পরিস্থিতিতে দু'টি পরীক্ষার মধ্যে যে কোনও একটির দিন বদল করার দাবি তুললেন পরীক্ষার্থীরা । যদিও কমিশনের চেয়ারম্যান দেবাশিস বোস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পরীক্ষার দিন পরিবর্তন করা সম্ভব নয় ।

22 ডিসেম্বর পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য লিখিত পরীক্ষা হবে ৷ সকাল 11টা 30 মিনিট নাগাদ শুরু হবে পরীক্ষা ৷ আর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার 2019, এই পরীক্ষার সম্ভাব্য তারিখ 22 ডিসেম্বর ঘোষণা করেছে পাবলিক সার্ভিস কমিশন । আর একই দিনে দু'টি গুরুত্বপূর্ণ পরীক্ষা পড়ায় বিপাকে পড়েছেন চাকরিপ্রার্থীদের একাংশ । কারণ তাঁরা দু'টি পরীক্ষার জন্যেই আবেদন করেছিলেন ৷ তাই যে কোনও একটি পরীক্ষার দিন বদল করার জন্য দাবি জানাচ্ছেন তাঁরা ।

পরীক্ষার দিন বদলের দাবি নিয়ে PSC দুর্নীতিমুক্ত মঞ্চের পক্ষ থেকে ইন্দ্রজিৎ ঘোষ বলেন, " রাজ্যে চাকরির আকাল চলছে । 22 ডিসেম্বর PSC ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার নিয়োগের পরীক্ষা দিন ঘোষণা করেছে । আবার 22 ডিসেম্বর পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেছে । একই দিনে পরীক্ষা হওয়ার কারণে অসুবিধায় পড়েছেন অনেক পরীক্ষার্থী । অনেক পরীক্ষার্থী দু'টি পরীক্ষার ফি দিয়েছেন ৷ এখন তাঁরা বিপদে পড়েছেন । PSC দুর্নীতিমুক্ত মঞ্চের তরফে আমাদের অনুরোধ পরীক্ষার্থীরা যাতে দু'টো পরীক্ষাতেই বসতে পারেন তার ব্যবস্থা করতে হবে । রাজ্য সরকারের দু'টি বিভাগের মধ্যে সমন্বয়ের অভাবে কেন সাধারণ শিক্ষিত বেকাররা হয়রানির শিকার হবেন?"

যদিও এ বিষয়ে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান দেবাশিস বোস বলেন, "আমাদের যা অবস্থা আমরা দিন পরিবর্তন করতে পারব না । অনেক পরীক্ষা আছে, তাই দিন পালটানো সম্ভব নয় । আমাদের এপ্রিল মাস পর্যন্ত সব বুক আছে । এবার যাঁরা পরীক্ষা দেবেন তাঁরা বুঝে নেবেন কোনটা দেবেন । আমাদের তো কেউ কোনও পরীক্ষার কথা জানাননি । জানালে আমরা একই দিনে পরীক্ষা না ফেলার চেষ্টা করি । সাধারণত যদি কোনও বড় পরীক্ষা থাকে সে ক্ষেত্রে জানানো হয় । ছুটির দিনে পরীক্ষা হয় । ক্ল্যাশ হতে পারেই ।" তিনি আরও জানান, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের পরীক্ষায় প্রায় 52 হাজার পরীক্ষার্থী রয়েছেন । যদিও এ বিষয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের বক্তব্য জানা সম্ভব হয়নি ।

Intro:কলকাতা, ১২ ডিসেম্বর: চাকরির মন্দার বাজারে সরকারি চাকরির চাহিদা বেড়েই চলেছে। যে কোনও স্তরের সরকারি চাকরির পরীক্ষায় মাধ্যমিক থেকে P.hD করা প্রার্থী, সকলেই আবেদন করে থাকেন। এই পরিস্থিতিতে পাবলিক সার্ভিস কমিশনের একটি পরীক্ষা ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের একটি পরীক্ষা একই দিনে পড়ায় চিন্তায় পড়েছেন বেশ কিছু চাকরিপ্রার্থী। কারণ, তাঁরা দুটি পরীক্ষার জন্যেই আবেদন করেছিলেন। এই পরিস্থিতিতে দুটি পরীক্ষার মধ্যে যে কোনও একটির দিন বদল করার দাবি তুললেন পরীক্ষার্থীরা। যদিও, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান দেবাশিস বোস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পরীক্ষার দিন পরিবর্তন করা সম্ভব নয়।
Body:জানা গেছে, আগামী ২২ ডিসেম্বর পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য লিখিত পরীক্ষা হবে সকাল সাড়ে ১১টা থেকে। আর ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট অফিসার ২০১৯-এর পরীক্ষার সম্ভাব্য তারিখ ২২ ডিসেম্বর বলে ঘোষণা করেছে পাবলিক সার্ভিস কমিশন। আর একই দিনে দুটি গুরুত্বপূর্ণ পরীক্ষা থাকায় বিপাকে পড়েছেন চাকরিপ্রার্থীদের একাংশ। কারণ, তাঁরা দুটি পরীক্ষার জন্যেই আবেদন করেছিলেন বলে জানা গেছে। তাই যে কোনও একটি পরীক্ষার দিন বদল করার দাবি জানাচ্ছেন তাঁরা।

পরীক্ষার দিন বদলের দাবি নিয়ে PSC দুর্নীতিমুক্ত মঞ্চের পক্ষ থেকে ইন্দ্রজিৎ ঘোষ বলেন, "রাজ্যে চাকরির আকাল চলছে। তার উপর একদিনে দুই পরীক্ষার মাধ্যমে চাকরিপ্রার্থীদের হয়রানি। আগামী ২২ ডিসেম্বর PSC ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার নিয়োগের পরীক্ষা দিন ঘোষণা করেছে। আবার ২২ ডিসেম্বর পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ তার লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগের পরীক্ষার দিন ঘোষনা করেছে। একই দিনে পরীক্ষা হওয়ার কারনে অসুবিধায় পড়েছেন অনেক পরীক্ষার্থী। প্রতি পরীক্ষার্থীকে প্রতি পরীক্ষার ফি দিতে হয়েছে। এখন তারা বিপদে পড়েছেন। PSC দুর্নীতিমুক্ত মঞ্চের তরফ থেকে আমাদের অনুরোধ পরীক্ষার্থীরা যাতে দুটো পরীক্ষাতেই বসতে পারেন তার ব্যবস্থা করতে হবে। রাজ্য সরকারেরই দুটি বিভাগের মধ্যে এই সমন্ময়ের অভাবে কেন সাধারণ শিক্ষিত বেকাররা হয়রানির শিকার হবেন?"

পরীক্ষার দিন নিয়ে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান দেবাশিস বোসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমাদের যা অবস্থা আমরা দিন পরিবর্তন করতে পারব না। এতো পরীক্ষা আছে তাতে দিন পাল্টানো সম্ভব নয়। আমাদের এপ্রিল মাস পর্যন্ত সব বুক আছে। এবার যাঁরা পরীক্ষা দেবেন তাঁরা বুঝে নেবেন কোনটা দেবেন। আমাদের তো কেউ কোনও পরীক্ষার কথা জানাননি। জানালে আমরা একই দিনে পরীক্ষা না ফেলার চেষ্টা করি। সাধারণত যদি কোনও বড় পরীক্ষা থাকে সেক্ষেত্রে জানানো হয়। ছুটির দিনে পরীক্ষা হয়। ক্ল্যাশ হতে পারেই।" দেবাশিস বোস জানাচ্ছেন, ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট অফিসারের পরীক্ষায় প্রায় ৫০-৫২ হাজার পরীক্ষার্থী রয়েছেন। এ বিষয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.