ETV Bharat / city

Chhath Puja : এবার ছটপুজো, ফের দুদিনের ছুটিতে সরকারি কর্মীরা - সরকারি কর্মী

ছটপুজোর জন্য কেএমডিএ (Kolkata Metropolitan Development Authority) বৈঠক ডেকেছে ৷ হাইকোর্টের নির্দেশে রবীন্দ্র সরোবরে ছটপুজো বন্ধ হয়ে গিয়েছে ৷ তার বদলে যে সমস্ত জায়গায় ছটপুজো হবে বলে চূড়ান্ত হয়েছে, তা নিয়েই বিস্তারিত আলোচনা হবে বৈঠকে ৷

Chhath Puja
শারদীয়া মিটতেই এবার ছটপুজো, আবার ছুটিতে সরকারি কর্মীরা
author img

By

Published : Oct 27, 2021, 9:11 AM IST

কলকাতা, 27 অক্টোবর : এমনিতেই লম্বা ছুটির মরশুম কেটেছে শারদীয়ায় । লক্ষ্মীপুজো পর্যন্ত ছুটি ছিল সরকারি কর্মীদের । 25 অক্টোবর খুলেছে সরকারি অফিস ৷ সোমবার অফিস খুলতেই আবার সরকারি কর্মীদের সুখবর শোনাল নবান্ন । মমতা বন্দোপাধ্যায়ের প্রতিশ্রুতি অনুযায়ী, এবার ছট পুজোর জন্য দু'দিন ছুটি থাকবে রাজ্যে । নবান্নের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে ।

এবার ছট পুজোর ছুটির দিন একটু পরিবর্তন হচ্ছে । ছটপুজো উপলক্ষে 9 ও 10 নভেম্বর ছুটি ঘোষণা করা হয়েছিল আগে । তা পরিবর্তিত হয়ে 10 ও 11 নভেম্বর ছুটি থাকছে । গত তিন বছর ধরে ছটপুজোয় দু'দিন ছুটি দেওয়া হচ্ছে । এবারও তার অন্যথা হচ্ছে না । শুধু দিন পরিবর্তন হচ্ছে । একদিন করে পিছিয়ে যাচ্ছে ছুটির দিন ।

আরও পড়ুন : Mamata Banerjee: "পাহাড়ে আমরা সবাই এক", প্রশাসনিক বৈঠকে প্রকাশ্যে শান্তা ছেত্রীকে ধমক মুখ্যমন্ত্রীর

ছটপুজোর জন্য কেএমডিএ (Kolkata Metropolitan Development Authority) বৈঠক ডেকেছে ৷ সেই বৈঠকে থাকার কথা পৌরসভা-পুলিশের উচ্চপদস্থ কর্তাদের ৷ হাইকোর্টের নির্দেশে রবীন্দ্র সরোবরে ছটপুজো বন্ধ হয়ে গিয়েছে ৷ তার বদলে যে সমস্ত জায়গায় ছটপুজো হবে বলে চূড়ান্ত হয়েছে, তা নিয়েই বিস্তারিত আলোচনা হবে বৈঠকে ৷ প্রসঙ্গত, এতদিন পর্যন্ত শুধুমাত্র যারা পুজাে করতেন, তারাই ছটপুজোয় ছুটি পেতেন । এখন সমস্ত সরকারি কর্মীদেরই ছুটি ঘোষণা করা হচ্ছে । সেইমতো অর্থ দফতরের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 10 ও 11 নভেম্বর ছুটি থাকবে ।

কলকাতা, 27 অক্টোবর : এমনিতেই লম্বা ছুটির মরশুম কেটেছে শারদীয়ায় । লক্ষ্মীপুজো পর্যন্ত ছুটি ছিল সরকারি কর্মীদের । 25 অক্টোবর খুলেছে সরকারি অফিস ৷ সোমবার অফিস খুলতেই আবার সরকারি কর্মীদের সুখবর শোনাল নবান্ন । মমতা বন্দোপাধ্যায়ের প্রতিশ্রুতি অনুযায়ী, এবার ছট পুজোর জন্য দু'দিন ছুটি থাকবে রাজ্যে । নবান্নের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে ।

এবার ছট পুজোর ছুটির দিন একটু পরিবর্তন হচ্ছে । ছটপুজো উপলক্ষে 9 ও 10 নভেম্বর ছুটি ঘোষণা করা হয়েছিল আগে । তা পরিবর্তিত হয়ে 10 ও 11 নভেম্বর ছুটি থাকছে । গত তিন বছর ধরে ছটপুজোয় দু'দিন ছুটি দেওয়া হচ্ছে । এবারও তার অন্যথা হচ্ছে না । শুধু দিন পরিবর্তন হচ্ছে । একদিন করে পিছিয়ে যাচ্ছে ছুটির দিন ।

আরও পড়ুন : Mamata Banerjee: "পাহাড়ে আমরা সবাই এক", প্রশাসনিক বৈঠকে প্রকাশ্যে শান্তা ছেত্রীকে ধমক মুখ্যমন্ত্রীর

ছটপুজোর জন্য কেএমডিএ (Kolkata Metropolitan Development Authority) বৈঠক ডেকেছে ৷ সেই বৈঠকে থাকার কথা পৌরসভা-পুলিশের উচ্চপদস্থ কর্তাদের ৷ হাইকোর্টের নির্দেশে রবীন্দ্র সরোবরে ছটপুজো বন্ধ হয়ে গিয়েছে ৷ তার বদলে যে সমস্ত জায়গায় ছটপুজো হবে বলে চূড়ান্ত হয়েছে, তা নিয়েই বিস্তারিত আলোচনা হবে বৈঠকে ৷ প্রসঙ্গত, এতদিন পর্যন্ত শুধুমাত্র যারা পুজাে করতেন, তারাই ছটপুজোয় ছুটি পেতেন । এখন সমস্ত সরকারি কর্মীদেরই ছুটি ঘোষণা করা হচ্ছে । সেইমতো অর্থ দফতরের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 10 ও 11 নভেম্বর ছুটি থাকবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.