কলকাতা, 20 এপ্রিল : কলকাতায় করোনা পরিস্থিতি আরও খারাপ হচ্ছে । চিন্তিত রাজ্য সরকার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে। সেই সঙ্গে শহরজুড়ে কোয়ারেন্টাইন সেন্টার ও সেফ হোম চালু করা হচ্ছে । করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলিপুরের উত্তীর্ণ স্টেডিয়ামে নতুন করে সেফ হোম চালু করছে কলকাতা পৌরনিগম । পরিস্থিতি সামাল দিতে দু’টি কন্ট্রোল রুম খোলা সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । একটি কন্ট্রোল রুম চালু করা হল কলকাতা পৌরনিগমের সদর দফতর ও আলিপুরের উত্তীর্ণতে। কন্ট্রোল রুমে ফোন করলে মিলবে সব রকমের সহযোগিতা । অ্যাম্বুলেন্স গিয়ে আক্রান্তদের সেফ হোমে নিয়ে আসবে ৷ প্রয়োজনে হাসপাতালেও ভর্তি করানো হবে।
সেই সঙ্গেই ডাক্তারি পরামর্শ পাওয়া যাবে ফোনে । পরিস্থিতি সামাল দিতেই ডক্টর ইন কল পরিষেবা চালু করল কলকাতা পৌরনিগম । শারীরিক অবস্থার কোনওরকম অবনতি হলে ডাক্তারি পরামর্শ বা হাসপাতালে ভর্তি করতে হলে পাওয়া যাবে প্রয়োজনীয় সাহায্য । 033 2286 1212 নম্বরে ফোন করে অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়া যাবে। এদিন রাজ্যের বিদায়ী পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরজুড়ে ফের জোরকদমে শুরু করা হচ্ছে স্যানিটাইজেশন । তিনি জানিয়েছেন, এই মুহূর্তে মন্ত্রী হিসাবে এই মহামারী মোকাবেলায় কাজ করছেন । ইতিমধ্যেই শহরে বেশ কয়েকটি সেফ হোম ও কোয়ারেন্টাইন সেন্টার চালু করা হয়েছে ।
আরও পড়ুন : অক্সিজেন ফুরিয়ে যাবে, রোগীকে নিয়ে চলে যান; ভিডিয়োয় আর্জি চিকিৎসকের
ফিরহাদ হাকিম কলকাতা শহরের এই পরিস্থিতির জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছেন । কলকাতা পৌরনিগমে বর্তমানে প্রশাসক না থাকার ফলেই শহরে স্যানিটাইজারের কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন তিনি । প্রত্যেকটি এলাকায় ওয়ার্ড কো-অর্ডিনেটর না থাকায় পরিষেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ তাঁর ।